সকল সিমের নাম্বার দেখার কোড ২০২৪

সবাইকে আমরা আজকের পোষ্টের মাধ্যমে সকল সিমের নাম্বার জানার উপায় বা সকল সিমের নাম্বার দেখার কোড দেখাবো। আজকের পোষ্টে জিপি (Grameenphone) এয়ারটেল, রবি, টেলিটক, বাংলালিংক, স্কিটো সিমের নাম্বার চেক কোড বা কিভাবে দেখতে পারবেন সেসব বিষয়ে কথা বলব। বিভিন্ন সময় আমরা নাম্বার মনে রাখতে পারিনা। আবার কেউ নতুন সিম কিনলে নাম্বার দেখার প্রয়োজন পড়ে। অন্যদিকে একটি সিম একনাগাড়ে ব্যবহার না করাই। আমরা নাম্বারটি ভুলে যাই। তাই আমাদের ওই সময় নাম্বার জানার প্রয়োজন পড়ে যায়।

তাই আমরা আপনাদের সকল সিমের নাম্বার দেখার কোড জানাবো।এই কোড ব্যবহার করে আপনি খুব সহজেই সকল সিমের নাম্বার দেখতে পারবেন।আবার অনেকে আছেন হারিয়ে যাওয়া সিমের নাম্বার জানতে চান। আপনি খুব সহজেই ভুলে যাওয়া সিমের নাম্বার কোড ডায়াল করে জানতে পারবেন।আপনি যদি সিম নাম্বার ভুলে গেলে জানার উপায় জানতে চান। তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

সকল সিমের নাম্বার দেখার কোড ২০২৪

আজকে আমাদের এই পোস্টে সকল সিমের নাম্বার দেখার কোড দিয়েছি। এর মাধ্যমে আপনি নিবন্ধিত সিম নাম্বার জানার উপায় পেয়ে যাবেন। এবং টেলিটক ভুলে যাওয়া সিমের নাম্বার খুব সহজেই বের করতে পারবেন। গ্রামীণফোন, টেলিটক, এয়ারটেল, রবি, স্কিটো, বাংলালিংক সকল সিমের নাম্বার কোড ডায়াল করে বের করতে পারবেন।

রবি সিমের নাম্বার দেখার কোড

রবি নাম্বার দেখার কোড আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। যারা রবি সিমের টাকা দেখার উপায় বা রবি সিমের নাম্বার দেখার কোড জানতে চান।তাদের জন্য এখানে রবি সিমের নাম্বার চেক করার কোড দেওয়া হল। আপনি যদি রবি সিম নাম্বার ভুলে গিয়ে থাকেন। তাহলে এখান থেকে রবি সিমের নাম্বার দেখে কিভাবে তা জানতে পারবেন। অনেকেই প্রতিদিন রবি সিম নাম্বার দেখার কোড জানতে চাই। তাই আমরা এখানে রবি সিমের নাম্বার দেখার নিয়ম এবং রবি সিমের নাম্বার দেখার উপায়। আশাকরি রবি সিমের নাম্বার দেখার কোড কি তা জানতে পারবেন।

  • রবি সিমে নিজের নাম্বার দেখার কোড (Robi Number Check Code): *2#

টেলিটক সিমের নাম্বার দেখার কোড

আপনার যদি টেলিটক সিম হারিয়ে গিয়ে থাকে। তাহলে হারানো সিমের নাম্বার জানার উপায় জানতে পারবেন। এবং যারা টেলিটক ভুলে যাওয়া সিমের নাম্বার পেতে চান।তারা খুব সহজেই হারিয়ে যাওয়া সিমের নাম্বার কোড ডায়াল করে জানতে পারবেন। টেলিটক নাম্বার চেক কোড আমরা এখানে তুলে ধরেছি।

টেলিটক সিম নাম্বার দেখার কোড পাবেন এখানে। টেলিটক নাম্বার দেখার কোড সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই টেলিটক এর নাম্বার দেখার কোড আমার এখানে দিয়েছি।আপনি টেলিটক সিমের নাম্বার জানার কোড আমাদের পোস্ট থেকে পাবেন।এবং টেলিটক সিমের নাম্বার দেখার উপায় এবং নিয়ম আমাদের পোস্টে বলা আছে।

  • টেলিটক নাম্বার চেক বা দেখার কোড (Teletalk Number Check Code): *551#

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

আপনারা যারা বাংলালিংক নাম্বার দেখার কোড জানতে চান। তাদের জন্য এখানে বাংলালিংক এর নাম্বার দেখার কোড দিয়েছে। এবং বাংলালিংক সিম নাম্বার দেখার উপায় বর্ণনা করা হয়েছে। আশাকরি কোড ডায়াল করে আপনি খুব সহজে আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখতে পারবেন।

  • বাংলালিংক নাম্বার দেখার কোড (Banglalink Number Check Code): *511#

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড

এখানে আমরা এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড দিয়েছি। Airtel সিমের নাম্বার দেখার কোড এখান থেকে পেতে পারবেন। এয়ারটেল সিম নাম্বার দেখার কোড সবাই পেতে চায়।তাই আমরা এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম আমাদের পোস্টে দিয়েছে।

  • এয়ারটেল নাম্বার দেখার কোড (Airtel Number Check Code): *2# 

গ্রামীণফোন সিমের নাম্বার দেখার কোড

যারা গ্রামীণফোন বা জিপি সিমের নাম্বার চেক করার কোড পেতে চান। তাদের জন্য এখানে গ্রামীণফোন সিমের নাম্বার কোড এবং গ্রামীণফোন সিমের নাম্বার দেখার উপায় গুলো বর্ণনা করা হয়েছে। নিচে সিমের নাম্বার দেখার কোড দেওয়া হয়েছে।

  • গ্রামীণফোন নাম্বার দেখার কোড (GP Number Check Code): *2# 

স্কিটো সিমের নাম্বার দেখার কোড

আপনারা যারা স্কিটো সিম ব্যবহার করেন। তাদের জন্য এখানেই স্কিটো সিমের নাম্বার দেখার কোড দেওয়া হয়েছে। কোডটি ডায়াল করলে আপনি খুব সহজেই আপনার স্কিটো সিমের নাম্বার দেখতে পারবেন।

  • স্কিটো নাম্বার দেখার কোড (Skitto Number Check Code): *2# 

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি সকল সিম অপারেটরের সিমের নাম্বার দেখার কোড এখানে তুলে ধরার। আপনি খুব সহজেই সিমের নাম্বার দেখার কোড ডায়াল করে আপনার যেকোন সিমের নাম্বার দেখতে পারবেন। পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে সবাই জানতে পারে বিভিন্ন সিমের নাম্বার চেক করার কোড কত।

আরও দেখুনঃ 

Leave a Comment