ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য। আপনি হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন। ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেনের সময়সূচী খুঁজে পাচ্ছেন না। আশাকরি আমাদের এই পোষ্টের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য জানতে পারবেন। ঢাকা বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম শহর। আর চট্টগ্রাম শহরকে বলা হয় ব্যাবসায়িক রাজ্য। ঢাকা টু চট্টগ্রাম রুটে বিভিন্ন ট্রেন চলাচল করে।কারণ ঢাকা থেকে চট্টগ্রাম বাস এর মাধ্যমে যাওয়া অনেক ঝামেলা সম্পন্ন।

যার জন্য সবাই ট্রেনে যাতায়াত করতে ভালোবাসে। ট্রেন খুব কম সময়ের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আপনাকে সাহায্য করবে।আরেকটি ট্রেনের ভিতরে বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা থাকে। আপনি আপনার পছন্দের আসন ব্যবস্থা টি বেছে নিতে পারবেন।আরেকটি বিশেষ সংবাদ হচ্ছে আপনি চাইলে এখন ঘরে বসেই ট্রেনের টিকেট কাটতে পারেন।বাংলাদেশ রেলওয়ে অনলাইন ই টিকেটিং সিস্টেম চালু করেছে। আপনি যদি না জানেন অনলাইনের মাধ্যমে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। তাহলে নিচের লিংকে প্রবেশ করুন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আন্তঃনগর এবং লোকাল ট্রেন প্রতিনিয়ত ছেড়ে যায়। কিন্তু বেশিরভাগ সময়ই সবাই আন্তঃনগর ট্রেনে যেতে পছন্দ করে। আপনারা যাতে লোকাল ট্রেন এবং আন্তঃনগর ট্রেনের সময়সূচী সহজেই পেতে পারেন।তার জন্য আমরা আলাদা আলাদা করে ট্রেনের সময়সূচী উল্লেখ করেছি। এবং টিকিটের মূল্য আপনাদের বোধগম্যের জন্য দিয়ে দিয়েছি।

ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আন্তঃনগর ট্রেন হচ্ছে সবচাইতে ভালো একটি মাধ্যম। ঢাকা থেকে চট্টগ্রাম চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ট্রেন গুলোর নাম হচ্ছে মহানগর প্রভাতী, তূর্ণা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস। নিচে এই সকল ট্রেনের সময়সূচী দেয়া হল:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সুবর্ণা এক্সপ্রেস(৭০২)সোমবার১৬ঃ৩০২১ঃ২৫
মহানগর প্রভাতী (৭০৪)নাই০৭ঃ৪৫১৩ঃ৩৫
মহানগর এক্সপ্রেস (৭২২)রবিবার২১ঃ২০০৩ঃ৩০
কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)সোমবার২২ঃ৩০০৩ঃ৩০
তূর্ণা এক্সপ্রেস (৭৪২)নাই২৩ঃ১৫০৫ঃ১৫
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)বুধবার০৭ঃ০০১১ঃ৫৫
চট্টলা এক্সপ্রেস (৮০২)শুক্রবার১৩ঃ৪৫২০ঃ১০
পর্যটক এক্সপ্রেস (৮১৬)রবিবার০৬ঃ১৫১১ঃ২০

ঢাকা টু চট্টগ্রাম মেইল ট্রেনের ভাড়া

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য তিনটি লোকাল ট্রেন চলাচল করে। আপনি চাইলে এর যে কোন একটি ট্রেনে যাতায়াত করতে পারেন। আরে ট্রেন গুলোর নাম হচ্ছে চট্টগ্রাম মেইল, কর্ণফুলী এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস। আপনাদের সুবিধার্থে নিচে ঢাকা টু চট্টগ্রাম লোকাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেয়া হলো:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
চট্রগ্রাম মেইল (০২)নাই২২ঃ৩০০৭ঃ২৫
কর্ণফুলী এক্সপ্রেস (৪)নাই০৮ঃ৩০১৮ঃ০০
চট্টলা এক্সপ্রেস (৬৪)মঙ্গলবার১৩ঃ০০২০ঃ৫০

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকিটের মূল্য

ট্রেনের ভিতরে বিভিন্ন আসন ব্যবস্থা থাকে। আসুন ব্যবস্থার ওপর নির্ভর করে টিকিটের মূল্য কেমন হবে। সাধারণত শোভন, শোভন চেয়ার আসন ব্যবস্থার মূল্য একটু কম হয়ে থাকে। এবং আপনি চাইলে এসি ব্যবস্থা সম্পন্ন আসন ব্যবস্থা করা করতে পারে। নিচে আমরা ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের আসন ব্যবস্থা সহ মূল্য তালিকা উল্লেখ করলাম।

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন২৮৫ টাকা
শোভন চেয়ার৩৪৫ টাকা
প্রথম সিট৪৬০ টাকা
প্রথম বার্থ৬৮৫ টাকা
স্নিগ্ধা৬৫৬টাকা
এসি সিট৭৮৮ টাকা
এসি বার্থ১১৭৯ টাকা

আশা করছি আমাদের পোস্টের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী। এবং আসন ব্যবস্থার টিকিটের মূল্য সম্পর্কে জানতে পেরেছেন। আপনার যদি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের ভ্রমণ সম্পর্কে কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই আমাদের জানাবেন। এবং পোস্টটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের যেকোনো প্রান্তের ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ 

Leave a Comment