এয়ারটেল মিনিট অফার (Airtel Minute Offer)। সকল এয়ারটেল গ্রাহকদের জন্য আমরা নিয়ে এলাম, মিনিট অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি হয়তো জানতে চাচ্ছেন, বিশেষ মিনিট অফার সম্পর্কে। তাহলে আশা করি, এই পোষ্টের মাধ্যমে আপনি সে বিষয়টি ভালোভাবে জানতে পারবেন। আমাদের অনেকেরই দরকার পড়ে সারাদিন যোগাযোগ করার। সে ক্ষেত্রে বর্তমান সময়ে মিনিট অফার আমাদের অনেক ভাবে সাহায্য করে। তার জন্য এয়ারটেল সিম দিচ্ছে আপনাকে আকর্ষণীয় সব মিনিট প্যাক অফার এবং মিনিট বান্ডেল অফার।
Contents
এয়ারটেল মিনিট অফার ২০২৪
কম দামে বেশি মিনিট সিমের নতুন অফার সমূহ নিতে নিচের তালিকাটি ভালোভাবে লক্ষ্য করুন। কিছুদিন আগে সিমের মিনিট অফারে বিশেষ ধরনের পরিবর্তন এসেছে এবং সেই খবর সবাই জানেন না। গ্রাহকদের সুবিধার্থে এয়ারটেল সিম সর্বনিম্ন ৮ টাকা থেকে সর্বোচ্চ ৪৮৮ টাকা পর্যন্ত মিনিট অফার প্যাক অফার করছেন। তাই দেরি না করে এই অফার লুফে নিন তাড়াতাড়ি।
এয়ারটেল ৮ টাকায় ১২ মিনিট
- রিচার্জ -৮ টাকা
- মেয়াদ -১২ ঘণ্টা
এয়ারটেল ১৮ টাকায় ২৮ মিনিট
- রিচার্জ -১৮ টাকা
- মেয়াদ -১২ ঘণ্টা
এয়ারটেল ২৩ টাকায় ৩৫ মিনিট
রিচার্জ – ২৩ টাকা
মেয়াদ – ২ দিন
- এয়ারটেল সকল এসএমএস অফার
- এয়ারটেল সকল ইন্টারনেট প্যাক
- এয়ারটেল ইমু প্যাক অফার
- এয়ারটেল বন্ধ সিম অফার
- এয়ারটেল নতুন সিম অফার
এয়ারটেল মিনিট অফার ২০২৪
যারা সিমে মিনিট অফার কিনবেন বলে ইন্টারনেটে অনুসন্ধান করছেন। তাদের জন্য এই পোস্ট এ দুই পদ্ধতিতে এয়ারটেল মিনিট কেনার অফার গুলো দেওয়া হয়েছে। আপনি চাইলে কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল মিনিট অফার কিনতে পারবেন। অথবা আপনার যদি কোন ডায়াল করতে মন না চায় তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করার মাধ্যমে এয়ারটেল মিনিট প্যাক কিনতে পারবেন। এই পোস্টেই এয়ারটেল মিনিট অফার গুলো দেওয়া হয়েছে।
এয়ারটেল ০৬ টাকায় ১০ মিনিট
- মেয়াদঃ ২ দিন
- ডায়ালঃ *১২১*০৬#
এয়ারটেল ০৮ টাকায় ১২ মিনিট
- মেয়াদঃ ১২ ঘণ্টা
- ডায়ালঃ *১২১*০৮#
এয়ারটেল ১৪ টাকায় ২২ মিনিট
- মেয়াদঃ ১৬ ঘণ্টা
- ডায়ালঃ *১২১*০১৪#
এয়ারটেল ১৮ টাকায় ২৮ মিনিট
- মেয়াদঃ ১ দিন
- ডায়ালঃ *১২১*১৮#
এয়ারটেল মিনিট কেনার কোড
যারা মিনিট প্যাক (Airtel minute pack) কিনবেন। কিন্তু বুঝতে পারছেন না Airtel এর মিনিট প্যাক কেনার উপায়। তাদের জন্য এখানে আমরা কিছু কম টাকায় বেশি মিনিট অফার তুলে ধরেছি। আশা করছি এই অফার গুলো সবাই অনেক পছন্দ করবে।
এয়ারটেল ২৩ টাকায় ৩৫ মিনিট
- মেয়াদঃ ২ দিন
- ডায়ালঃ *১২১*২৩#
এয়ারটেল ২৮ টাকায় ৪৫ মিনিট
- মেয়াদঃ ৩ দিন
- ডায়ালঃ *১২১*২৮#
এয়ারটেল ৪৬ টাকায় ৭০ মিনিট
- মেয়াদঃ ৭ দিন
- ডায়ালঃ *১২১*৪৬#
এখানে আরও পাবেন কম টাকায় বেশি মিনিট অফার
এয়ারটেল সাপ্তাহিক মিনিট অফার
অনেকেই আছেন যারা সাতদিনের জন্য মিনিট প্যাক খুঁজেন। আবার অনেকে আছেন, মিনি মিনিট প্যাক খুঁজে থাকেন।তাদের সুবিধার্থে এখানে আমরা সাপ্তাহিক মিনিট অফার গুলো উল্লেখ করেছি। এখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দনীয় মিনিট অফার কিনতে পারবেন।
এয়ারটেল ৫৩ টাকায় ৮৫ মিনিট
- মেয়াদঃ ৭ দিন
- ডায়ালঃ *১২১*৫৩#
এয়ারটেল ৭৪ টাকায় ১১৫ মিনিট
- মেয়াদঃ ৭ দিন
- ডায়ালঃ *১২১*০৭৪#
এয়ারটেল ৯৩ টাকায় ১৫০ মিনিট+ ৪০০ এমবি
- মেয়াদঃ ৭ দিন
- ডায়ালঃ *১২১*৯৩#
এয়ারটেল ৯৭ টাকায় ১৬০ মিনিট
- মেয়াদঃ ৭ দিন
- ডায়ালঃ *১২১*৯৭#
আরও দেখুন সাপ্তাহিক মিনিট অফার
এয়ারটেল মাসিক মিনিট অফার ২০২৪
আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা সবসময় মিনিট প্যাক কিনে থাকেন। অনেকের প্রয়োজন পড়ে প্রতি মাসে সবার সাথে যোগাযোগ করা। তাই অনেকেই মাসিক মিনিট প্যাক (airtel minute offer 30 days) কিনেন।আপনি চাইলে সাপ্তাহিক বা মাসিক ইন্টারনেট প্যাক নিতে পারেন মাসিক অফার এর নতুন তিনটি অফার যোগ হয়েছে। মিনিট অফার এর সাথে আপনি এসএমএস ও পাবেন।
এয়ারটেল ৩১৫ টাকায় ৩১৫ মিনিট +২০০ এস এম এস
- ৩১৫ টাকা (রিচার্জ)
- মেয়াদ পাচ্ছেন =৩০দিন।
এয়ারটেল ২২৮ টাকায় ৩৭০ মিনিট
- ২২৮ টাকা (রিচার্জ)
- মেয়াদ পাচ্ছেন =৩০ দিন।
এয়ারটেল ৪৮৮ টাকায় ৮০০ মিনিট
- ৪৮৮ টাকা (রিচার্জ)
- মেয়াদ পাচ্ছেন = ৩০দিন।
এয়ারটেল রিচার্জ অফার ২০২৪
যারা এয়ারটেল সিমের রিচার্জ মিনিট অফার খুঁজছেন।তাদের জন্য আজকে আমাদের এই পোস্টে এয়ারটেল রিচার্জ অফার গুলো তুলে ধরা হয়েছে।আপনি খুব সহজেই রিচার্জ করার মাধ্যমে মিনিট প্যাক গুলো একটিভ করতে পারবেন। কেনার আগে যে অফার চেক করে নিবেন।
এয়ারটেল ৪৬ টাকায় ৭০ মিনিট
রিচার্জ – ৪৬ টাকা
মেয়াদ -৭ দিন
এয়ারটেল ১১৮ টাকায় ১৯০ মিনিট
রিচার্জ -১১৮ টাকা
মেয়াদ – ১০ দিন
এয়ারটেল মিনিট অফার দেখার নিয়ম
এয়ারটেল সিমে আপনি মিনিট দুইভাবে কিনতে পারবেন। আপনি চাইলে সরাসরি রিচার্জ করার মাধ্যমে মিনিট কিনতে পারবেন। অথবা একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে মিনিট প্যাক কিনতে পারবেন।আপনি যদি মাই অ্যাপ (My Airtel App) ব্যবহার করে থাকেন। তাহলে সেখান থেকে আপনার প্রয়োজন মত মিনিট অফার টি ক্রয় করতে পারবেন।
এয়ারটেল টু এয়ারটেল মিনিট অফার
যারা শুধুমাত্র এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে কথা বলার জন্য মিনিট প্যাক কিনবেন।তাদের জন্য এখানে আমরা কিছু বিশেষ এয়ারটেল মিনিট প্যাক দিয়েছি। যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের সাথে অফুরন্ত সময় কথা বলতে পারবেন।
এয়ারটেল ১১৮ টাকায় ১৯০ মিনিট
রিচার্জ – ১১৮ টাকা অথবা ডায়াল *১২১*০১১৮#
মেয়াদ – ১০ দিন
এয়ারটেল ১৯৯ টাকায় ৩২৫ মিনিট
মেয়াদঃ ৩০ দিন
ডায়ালঃ *১২১*০১৯৯#
এয়ারটেল ২৭৮ টাকায় ৪৫০ মিনিট+ ১ জিবি
মেয়াদঃ ৩০ দিন
ডায়ালঃ *১২১*২৭৮#
এয়ারটেল মিনিট দেখার নিয়ম
যারা এয়ারটেল এমবি চেক কোড অথবা এয়ারটেল মিনিট চেক কোড জানতে চান। তাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল মিনিট দেখতে পারবেন। অন্যদিকে মাই এয়ারটেল অ্যাপ থেকে আপনার কত মিনিট এয়ারটেল মিনিট বাকি আছে তা দেখতে পারবেন। এয়ারটেল অ্যাপ ডাউনলোড করে না থাকলে এখান থেকে এয়ারটেল অ্যাপ ডাউনলোড করুন।
এয়ারটেল বান্ডেল অফার
এখানে সর্বনিম্ন অফার হচ্ছে ৮ টাকায় ১২ মিনিট।এবং সর্বোচ্চ ৪৮৮ টাকায় ৮০ মিনিট। এবং এছাড়াও এয়ারটেল সিম দিচ্ছি আপনাদের বিশেষ ছাড়ের মূল্যের অফার। অফারটির বিস্তারিত ইনফর্মেশন নিচে দেওয়া হল।
এয়ারটেল ৪৮৮ টাকায় ৮০০ মিনিট
মেয়াদঃ ৩০ দিন
রিচার্জঃ 488 টাকা
এয়ারটেল ২০০০ মিনিট+ ১০GB ইন্টারনেট
১৪৯৯ টাকা রিচার্জ
অথবা Activetion Code- *১২১*১৪৯৯#
মেয়াদ পাবেন -৩০দিন।
প্রশ্নঃ এয়ারটেল মিনিট চেক করার কোড
উত্তরঃ মিনিট চেক করতে ডায়াল করুন-*৭৭৮*৫# অথবা *৭৭৮*৮#
প্রশ্নঃ এয়ারটেল ইন্টারনেট অথবা এমবি চেক করার কোড
MB চেক-*৭৭৮*৩৯# অথবা *৭৭৮*৪#
প্রশ্নঃ এয়ারটেল এসএমএস চেক করার কোড
SMS চেক করতে ডায়াল *৭৭৮*২#
প্রিয় রিডার্স আপনাদের সুবিধার্থে মিনিট প্যাক নিয়ে সার্বিকভাবে আলোচনা করা হলো। আমরা আশা করি আপনি এই অফার সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু বুঝতে পেরেছেন। সব সিমের সর্বশেষ অফার পাওয়ার জন্য রেগুলার আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুনঃ