ইন্ডিয়ায় অনেকেই বাংলাদেশি ব্যবসা-বাণিজ্য করছে। এক্ষেত্রে বাংলাদেশ ও ইন্ডিয়ায় থেকে যাওয়া আসা করতে হয়। এছাড়াও অন্যান্য দেশে আসা যাওয়া জন্য এই বিমান সংস্থাটি একটি মাধ্যম। এজন্য এজেন্সির বা দালালের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হয়। আপনার টিকিটি যদি ইন্ডিয়ার জন্য প্রস্তুত করে থাকেন। ইন্ডিয়া যাওয়ার পূর্বে জানতে চান যেগুলো তথ্য প্রদান করে টিকিট তৈরি করা হয়েছে। এই টিকিটটি আসল না নকল তা চেক করা জরুরী। অনেক প্রতারক চক্র রয়েছে তারা গ্রাহকদের টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করছে। ইন্ডিগো এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এ সকল ঝামেলা অতিক্রম করে আপনি অনলাইনে মাধ্যমে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারবেন কিভাবে টিকিট চেক করতে হয়।
টিকিট চেক করার জন্য ইন্ডিগো এয়ারলাইন্স ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। জেনে রাখা ভালো ইন্ডিগো ইন্ডিয়ান এয়ারলাইন্স সংস্থা। টিকিট চেক করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। এবং কিছু তথ্য প্রদান করার মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার টিকিটে যাবতীয় তথ্য। যদি ওয়েবসাইটে টিকিটের তথ্য প্রেরণ করে কোন ফলাফল না আসে। এক্ষেত্রে আপনি যার মাধ্যমে টিকিট তৈরি করেছেন তার সাথে দ্রুত যোগাযোগ করুন।
Contents
ইন্ডিয়ান এয়ারলাইন্স টিকিট চেক
ইন্ডিয়ায় ভ্রমণ করার পূর্বে ইন্ডিয়ান এয়ারলাইন্স সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এ দেশে বিভিন্ন কাজের ক্ষেত্রে ভ্রমণ করতে হয়। অনেকেই ব্যবসা-বাণিজ্যের জন্য যায়। অনেকেই ট্যুরে যায়, কর্মসংস্থানের উদ্দেশ্যে যায়, কেউবা পড়ালেখার উদ্দেশ্যে যায়। যাইহোক না কেন একেকজনের একেক কর্মব্যস্ততা থাকে। আর এই ভ্রমণ করার জন্য বিমানের সাহায্য নিতে হয়।
ইন্ডিগো হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে অল্প খরচে ভ্রমণ করা যায়। অল্প খরচে ভ্রমণ করার জন্য ইন্ডিয়ার এয়ারলাইন্স মাধ্যমে অনেকের বিভিন্ন দেশে ভ্রমণ করে। এই সংস্থাটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইন্ডিয়া গুরুগামে অবস্থিত। বর্তমানে তাদের বহরে মোট বিমান সংখো ২৭২ টি এবং ৮৭ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। গ্রাহকদের সেবা প্রদানে অনেক গুরুত্ব দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। ইন্ডিগো এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য বিস্তারিত নিচে তুলে ধরা হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইন্স টিকিট চেক
আপনার টিকিট চেক করার জন্য আপনাকে স্মার্টফোন ব্যবহার করতে হবে। অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। আপনার টিকিটে যাবতীয় তথ্য এর জন্য প্রবেশ করতে হবে, ইন্ডিগো এয়ারলাইন্স অফিসিয়াল ওয়েবসাইটে। আপনার টিকিটে থাকা কিছু তথ্য প্রদান করে এরপর অনুসন্ধান করতে হবে। ওখান থেকে আপনার টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
ইন্ডিগো এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি
ইন্ডিগো এয়ারলাইন্সে প্রবেশ করার জন্য একটি ব্রাউজার সিলেক্ট করুন হত পারে তা ক্রোম ব্রাউজার। সার্চ বক্সে লিখুন ইন্ডিগো এয়ারলাইন্স, এর পর সার্চ করুন। সার্চ করার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসবে এখন প্রবেশ করুন। প্রবেশ করার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইটের অথবা এই পোস্টে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করুন। তাহলে সরাসরি তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
- প্রথম ধাপ: https://www.goindigo.in/web-check-in.html?linkNav=Check-in%7C%7CHeader ওয়েবসাইটের প্রবেশ করার পর এখন তথ্য প্রদান করতে হবে। মেনু বার প্রবেশ করুন। খেয়াল করুন book, check in, manage সহ বেশ কয়েকটি অপশন। যেহেতু আমরা টিকিট চেক করব এর জন্য manage এ প্রবেশ করব। এরপর Edit booking এ প্রবেশ করব। এখন একটি বক্স আসবে।
- দ্বিতীয় ধাপ: এখন আপনার টিকিটের PNR নাম্বার বা booking reference নাম্বার এবং email বা last name উক্ত স্থানে বসিয়ে দিন এরপর Get Itinerary এ প্রবেশ করুন।
(এখন বলতে পারেন PNR বা Booking Reference number এবং email বা last name কোথায় পাবো। আপনার কাঙ্খিত টিকিটে খেয়াল করুন। উপরের দিকে booking reference number রয়েছে। বুকিং রেফারেন্স নাম্বার pnr নাম্বার হিসেবে পরিচিত। এই নাম্বারটি সাধারণত ৬ সংখ্যার হয়ে থাকে। এরপর আপনার টিকিটে থাকা নামের শেষের অংশ বসাতে হবে।)
- তৃতীয় ধাপ: উক্ত স্থানে booking reference number এবং last name বসিয়ে get Itinerary প্রবেশ করুন। এবং দেখে নিন আপনার টিকিটে যাবতীয় তথ্য।
ইন্ডিগো এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম
সাধারণত কি কারনে টিকিট চেক করা প্রয়োজন। প্রথমটি হল টিকিট আসল না নকল, দ্বিতীয়টি টিকিটের সিডিউল পরিবর্তন হয়েছে কিনা। এই দুইটি বিষয়ে খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও টিকিটের স্ট্যাটাস থেকে যা দেখতে পারবেন এর মধ্যে উল্লেখযোগ্য।
- প্রথম: বুকিং রেফারেন্স নাম্বার দেখতে পারবেন।
- দ্বিতীয়: পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা।
- তৃতীয়: ফ্লাইট স্ট্যাটাস।
- চতুর্থ: passenger details from ( international arrivals) এখান থেকে মূলত টিকিট modify করতে পারবেন। এছাড়াও flight status দেখতে পারবেন। আপনি চাইলে আপনার টিকিটটি print করে রাখতে পারবেন।
এরপর passenger name টিকিট যদি গ্রুপ টিকিট হয় তা দেখাবে। টিকিট স্ট্যাটাস থেকে আপনার যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন একটু ঘাটাঘাটি করলেই। সেই সাথে প্রিন্ট কর রাখতে পারবেন।
আশা করা যায় এই নিয়মাবলী অবলম্বন করে আপনি আপনার থেকে যাবতীয় তথ্য দেখে নিতে পেরেছেন। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের উপকারে আসতে পারে।
আরও দেখুনঃ
- সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট চেক করার সঠিক নিয়ম ও লিংক ২০২৪
- মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি ২০২৪ | মালয়েশিয়া টিকেট দাম কত
- ওমানের টিকিট চেক করার নিয়ম ২০২৪ | সালাম এয়ার টিকেট চেক
- কুয়েত এয়ারওয়েজের টিকিট চেক করার নিয়ম | কুয়েত এয়ারলাইন্সের টিকেট দাম কত ২০২৪
- বিমান বাংলাদেশ টিকিট চেক করার নিয়ম ও লিংক ২০২৪