বিদেশ ভ্রমণ করার জন্য প্রয়োজন টিকিট এক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে টিকিট বুকিং করা হয় কিংবা দালালের সাহায্যে। তবে সংশয় কাজ করে আদৌ এই টিকিট আসল না নকল। কিংবা টিকিট যাবতীয় তথ্য ঠিক আছে কিনা। টিকিটের তথ্য জানার জন্য অনেকেই অনলাইনে অনুসন্ধান করে, কিভাবে টিকিট চেক করা যায়। আজকের এই পোস্টে ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি তুলে ধরা হয়েছে। টিকিট চেক করার জন্য আপনাকে টিকিট হাতে পতে হবে। কারণ টিকিটে থাকা রেজারভেশন নাম্বার এবং সিওরনেম, টিকিট চেক করার জন্য লাগবে। তাই বিস্তারিত জানতে এই পোস্ট সম্পূর্ণ পড়ুন।
এখানে ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক করার জন্য সঠিক পদ্ধতি তুলে ধরা হয়েছে। আশা করা যায় এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই টিকিট চেক করে নিতে পারবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট চেক করার নিয়ম দেখেছি চাইলে দেখে নিতে পারেন।
Contents
ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক
আপনি যদি ইতিমধ্যে ইউএস এয়ারলাইন্সের টিকিট হাতে পেয়ে থাকেন। তাহলে এই পোস্টে থাকা পদ্ধতি গুলো অবলম্বন করে টিকিট চেক করে নিন। কারণ আপনি যদি প্রতারক চক্রের হাতে পড়েন। তাহলে নকল টিকিট পাওয়া সম্ভাবনা বেশি। এক্ষেত্রে টিকিট চেক করার মাধ্যমে জেনে নিতে পারবেন টিকিটটি আসল কিনা। এবং টিকিট চেক করার মাধ্যমে টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট পদ্ধতি
টিকিট চেক করার পূর্বে এয়ারলাইন্সের সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। এই এয়ারলাইন্স বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ২০১৪ সালে দুটি বিমান নিয়ে। বর্তমানে তাদের বহরে ১৩ টি বিমান রয়েছে। এর মধ্যে এটিআর আছে ৬ টি, বোয়িং আছে ৪টি, বোম্বারডিয়ার ড্যাশ আছে ৩টি। এই এয়ারলাইন্স ১৬ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। তাই বলা যায় বেসরকারি প্রতিষ্ঠান অনুযায়ী তারা গ্রাহকদের যথেষ্ট সেবা প্রদান করছে। অনেকেই এই এয়ারলাইন্স এর মাধ্যমে ভ্রমণ করতে আগ্রহী দেখাচ্ছে।
ইউ এস বাংলা এয়ারলাইন্স রিটার্ন টিকেট চেক
অল্প খরচের মধ্যে এই এয়ারলাইন্স অনেক জনপ্রিয় হওয়াতে। অনেকেই বিভিন্ন প্রয়োজনে টিকিট বুকিং করে। অনেকেই রিটার্ন টিকিট তৈরি করে। আপনার টিকিটটি রিটার্ন টিকিট হিসেবে বুকিং করে থাকেন। তাহলে এই পোস্টে থাকা পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই চেক করে নিতে পারবেন। টিকিট চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। কিছু তথ্য প্রদান করার মাধ্যমে টিকিটে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
অনলাইনে ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক
যারা অনলাইনের মাধ্যমে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট চেক করতে চান। আমাদের এই পোস্টে থাকা লিংকে প্রবেশ করার মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন। অথবা আপনার স্মার্টফোনের একটি ব্রাউজার সিলেক্ট করুন, হতে পারে তা ক্রোম ব্রাউজার। সার্চ বক্সে লিখুন usbari এবং অনুসন্ধান করুন। এ সকল ঝামেলা অতিক্রম করতে আমাদের এই পোস্টে থাকার লিংকে প্রবেশ করুন।
- প্রথম ধাপ: লিংকে প্রবেশ করার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজ চালু হবে।
- দ্বিতীয় ধাপ: মেনুবার খেয়াল করুন কয়েকটি অপশন রয়েছে book, manage booking, check in যেহেতু আমরা টিকিট চেক করব। তাই manage booking এ প্রবেশ করব।
- তৃতীয় ধাপ: একটি ফর্ম আসবে তা পূরণ করতে হবে। reservation number বা ticket number এবং surname বসিয়ে search বাটনে প্রবেশ করুন।
(বলতে পারেন reservation number বা ticket number এবং surname কোথায় পাবো। আপনার টিকিটটি হাতে নিন, উপরের দিকে খেয়াল করুন ৬ সংখ্যার booking reference number, passenger name ও ticket number রয়েছে। বুকিং রেফারেন্স নাম্বার হচ্ছে reservation number। উক্ত স্থানে বুকিং রেফারেন্স নাম্বার বসান এবং প্যাসেঞ্জারের নামের শেষের অংশ বসান। চাইলে টিকিট নাম্বার ব্যবহার করে পারেন।)
- চতুর্থ ধাপ: টিকিটের তথ্য যদি সঠিক হয় একটি স্ট্যাটাস আসবে। এখান থেকে টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম
টিকিট চেক করার মাধ্যমে সাধারণত যে বিষয়গুলো দেখতে পারবেন। এর মধ্যে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, টিকিট কনফার্ম আছে কিনা, এবং টিকিটের সিডিউল। টিকিটের স্ট্যাটাস থেকে যা দেখতে পারবেন।
- প্রথম: passenger name এবং booking reference number।
- দ্বিতীয়: কোথায় থেকে কোথায় ফ্লাইট হবে, দরুন ঢাকা থেকে দুবাই।
- তৃতীয়: যদি রিটার্ন টিকিট হয়।
- চতুর্থ: যদি গ্রুপ টিকিট হয়, চাইলে টিকিট মডিফাই করে নিতে পারবেন।
এ সকল তথ্যসহ আরো বেশ কিছু তথ্য জেনে নিতে পারবেন
আশা করা যায় এই পোস্ট আপনাদের উপকারে এসেছে। এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই টিকিট চেক করে নিতে পেরেছেন। আমাদের ওয়েবসাইটে এরকম আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে চাইলে দেখে নিতে পারেন। হয়তো আপনাদের উপকারে আসবে।
আরও দেখুনঃ