জাজিরা এয়ারওয়েজ টিকিট চেক করার নিয়ম

Jazeera Airways Ticket Check করার নিয়ম ও লিংক ২০২৪

বিদেশ ভ্রমণে জাজিরা এয়ারওয়েস একটি উন্নত মাধ্যম। জাজিরা এয়ারওয়েজ কুয়েতের একটি বিমান সংস্থা। এই সংস্থার বিমান সংখ্যা ১৩ টি এবং পৃথিবীর ৩৪ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করে থাকে। আপনি যদি জাজিরা এয়ারওয়েজ টিকিট ক্রয় করে থাকেন। তাহলে রেখে দিন কিভাবে টিকিট চেক করবেন। টিকিট চেক করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকিটটি আসল না নকল। এবং টিকিটের সিডিউল পরিবর্তন হয়েছে কিনা। এই দুটি বিষয় জানা থাকলে অনেক উপকার আসবে। ধরুন আপনার টিকিট নকল এক্ষেত্রে আপনি সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পর। আপনাকে বাড়িতে ফিরে আসতে হবে। কিংবা টিকিটের সিডিউল পরিবর্তন হলে আপনাকে বাড়ি ফিরে আসতে হবে।

এক্ষেত্রে আপনি যদি টিকিট চেক করার সংস্থার কাছে যান। তাকে কিছু টাকা দিতে হবে সাথে সময়। এ সকল ঝামেলা অতিক্রম করে, অনলাইনের মাধ্যমে টিকিট চেক করতে পারবেন। এই পোস্টে থাকা পদ্ধতি অবলম্বন করে, খুব সহজেই আপনার হাতে থাকা টিকিট চেক করতে পারবেন। জাজিরা এয়ারওয়েজ টিকিট করার সহজ পদ্ধতি জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

জাজিরা এয়ারওয়েজ টিকেট চেক

বিদেশ ভ্রমণের পূর্বে জাজিরা এয়ারওয়েজ সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। এই সংস্থাটি কুয়েতের একটি বিমান পরিবহন সংস্থা। এর পাশাপাশি কুয়েতের এয়ারওয়েজ Kuwait airways নামে একটি সংস্থা রয়েছে। এটি কুয়েতে ভ্রমণের জন্য একটি সহজ মাধ্যম। তেমনি জাজিরা এয়ারওয়েজের মাধ্যমে ভ্রমণ করা যায়। হয়তো আপনি জাজিরা এয়ারওয়েজের টিকিট ক্রয় করেছেন। এখন অনলাইনের মাধ্যমে টিকিট চেক করতে চান। এক্ষেত্রে এই পোস্টের পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনার হাতে থাকা টিকিট যে করে নিতে পারবেন।

Jazeera Airways Ticket Check

জাজিরা এয়ারওয়েজের গ্রাহকদের জন্য ভালো উদ্যোগ নিয়েছে। যাত্রীবাহন বিমান পরিচালনা এই সংস্থাটি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থিত। এই বিমান সংস্থাটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের মূল বিমান সংখ্যা ১৩ টি এবং পৃথিবীর ৩৪ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। সব মিলিয়ে পলায় যায় তারা গ্রাহকদের জন্য যথাযথ সুব্যবস্থা রেখেছে। টিকিটি চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। কিছু তথ্য প্রেরণ করার মাধ্যমে আপনার টিকিটে থাকা যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।

Jazeera Airways Ticket Check Online International

জাজিরা এয়ারওয়েজ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সার্চ বক্সে লিখতে হবে Jazeera airways এরপর সার্চ করতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে, কিছু তথ্য প্রদান করে, দেখে নিতে পারবেন টিকিটের বিষয়বস্তু। অথবা এই লিংকে ক্লিক করুন তাহলে সরাসরি তাদের ওয়েবসাইটের প্রবেশ করা যাবে।

  • প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করার পর allow করতে বলবে allow বাটনে ক্লিক করুন।
  • দ্বিতীয় ধাপ: মেনুবার লক্ষ্য করুন কয়েকটি অপশন রয়েছে flight, manage booking, check in যেহেতু টিকিট চেক করব। এজন্য দুই নাম্বার অপশনে ক্লিক করব অর্থাৎ manage booking এ।
  • তৃতীয় ধাপ: ক্লিক করার পর একটি বক্স আসবে এখানে booking reference number এবং last name প্রেরণ করে, manage booking এ ক্লিক করুন। (Booking reference number বা last name কোথায় পাবেন। আপনার টিকিট হাতে নিন, খেয়াল করুন টিকিট এর উপরের দিকে। সবাই সংখ্যার বুকিং রেফারেন্স নাম্বার রয়েছে এবং টিকিটের মাঝামাঝি অবস্থায় প্যাসেঞ্জার নাম রয়েছে।)
  • চতুর্থ ধাপ: উক্ত স্থানে booking reference number এবং last name বসিয়ে manage booking এ ক্লিক করার পর। টিকিটের তথ্য যদি সঠিক হয়, তাহলে টিকিটের স্ট্যাটাস আসবে। এই স্ট্যাটাস থেকে টিকিটের সকল তথ্য জানতে পারবেন।

জাজিরা এয়ারওয়েজ টিকিট চেক করার নিয়ম

একটি টিকিট চেক করার মাধ্যমে সাধারণত কি জানা যায়। টিকিট চেক করার মাধ্যমে একটি স্ট্যাটাস আসবে। এখান থেকে টিকেটের বুকিং রেফারেন্স নাম্বার এবং প্যাসেঞ্জার নেম দেখায়।

  • প্রথম: modify flight option এ গিয়ে আপনি চাইলে আপনার মত করে মডিফাই করে নিতে পারবেন।
  • দ্বিতীয়: সিট বাছাই করে নিতে পারবেন।
  • তৃতীয়: baggage তথ্য জানতে পারবেন।

এরপর reservation details এখান থেকে আপনার টিকিটের অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য,

  • প্রথম: টিকিটের PNR নাম্বার।
  • দ্বিতীয়: কখন ফ্লাইট ছাড়বে কখন গিয়ে পৌঁছাবে‌।
  • তৃতীয়: কোথায় ল্যান্ড করবে।
  • চতুর্থ: টার্মিনাল নাম্বার।

আপনি চাইলে টিকিট print করতে পারবেন।

passenger details থেকে যা জানতে পারবেন:

  • প্রথম: টিকিটে থাকা passenger name
  • দ্বিতীয়: baggage কত কিলো।
  • তৃতীয়: Reservation date ( কখন টিকিট তৈরি করেছেন)
  • চতুর্থ: Reservation status ( confirmed)

টিকিটের দাম, Payment method, সহ আরো বেশ কিছু তথ্য। আপনাকে একটু ঘাটাঘাটি করে দেখে নিতে হবে।

আশা করা যায় এই পোস্ট থেকে আপনি জানতে পেরেছেন কিভাবে টিকিট চেক করতে হয়। আশা করা যায় এই পদ্ধতি অবলম্বন করে টিকিট চেক করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন হয়তো আপনাদের উপকার আসতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top