বিমানে ভ্রমণ করার জন্য টিকিটের প্রয়োজন এবং পাসপোর্ট ও ভিসা অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রের উদ্দেশ্যে অনেকেই পাড়ি জমায় হতে পারে তা ব্যবসা-বাণিজ্যের জন্য কিংবা প্রবাস জীবন যাপনের জন্য। আপনি যদি সিঙ্গাপুর যাওয়ার জন্য টিকিট হাতে পেয়ে থাকেন। আপনি জানতে চান এই টিকিট আসল না নকল চেক করার মাধ্যমে জানতে পারবেন।
টিকিট আসল বা নকল চেক করার কারণ টিকিট বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে তৈরি করা হয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যার মাধ্যমে টিকিট তৈরি করা হয়েছে তারা আপনার সাথে জালিয়াতি করতে পারে। এক্ষেত্রে টিকিট চেক করার মাধ্যমে জানতে পারবেন এবং দ্রুত এর পদক্ষেপ নিতে পারবেন।
এ বিষয় ছাড়াও যেসব বিষয়ে খেয়াল রাখা উচিত। টিকিটের অন্যান্য তথ্য যেমন শিডিউল পরিবর্তন, কখন ফ্লাইট ছাড়বে, লাগেজের বিবরণ সহ আরো বিভিন্ন বিষয়ে। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে সিঙ্গাপুর এয়ারওয়েজের অফিসার ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এবং আপনার টিকিট কেটে থাকার কিছু তথ্য প্রেরণ করতে হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
Contents
সিঙ্গাপুর টিকিট চেক
আপনি যদি সিঙ্গাপুর যাওয়ার জন্য আগ্রহী হন এবং সকল বিষয়বস্তু হাতে পেয়ে থাকেন। এক্ষেত্রে আপনি জেনে রাখুন সিঙ্গাপুর এয়ারলাইন্সের কিছু তথ্য। সিঙ্গাপুর বিমান সংস্থা তাদের গ্রাহকদের জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুরের একটি বিমান সংস্থা। এটি ১৯৪৭ সালের প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এবং সিঙ্গাপুরের পতাকাবাহী বিমান সংস্থা। বর্তমানে তাদের বহরে বিমানসংখ্যা ১৬১ টি এবং সংস্থাটি পৃথিবীর ১৩৭ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। গ্রাহকদের সেবা প্রদানে যথেষ্ট গুরুত্ব দিয়েছে।
Singapore Airlines Ticket Check Online
সিঙ্গাপুর ছোট রাষ্ট্র হলেও অনেক উন্নত। এ দেশে অর্থ উপার্জনের জন্য বাংলাদেশী অনেক মানুষ রয়েছে। তারা অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করে যাচ্ছে। যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য সকল বিষয়বস্তু হাতে পেয়েছে। এখন শুধু টিকিট হাতে পাওয়া বাকি কিংবা ইতিমধ্যে টিকিট হাতে পেয়েছেন। এখন জানতে চান কিভাবে সিঙ্গাপুরের টিকিট চেক করা যায় অনলাইনের মাধ্যমে।
সিঙ্গাপুর টিকিট চেক করার জন্য আপনাকে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের সাহায্য নিতে হবে। সিঙ্গাপুরের এয়ারলাইন্স ওয়েবসাইটে প্রবেশ করার পর। টিকিটের বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম বসিয়ে দেখে নিতে পারবেন আপনার টিকিটে যাবতীয় তথ্য, বিস্তারিত জানতে নিচে খেয়াল করুন।
Singapore Airlines Ticket Check
সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এজন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, হতে পারে তা ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সার্চ বক্স লিখুন সিঙ্গাপুর এয়ারলাইন্স এরপর প্রবেশ করুন। প্রবেশ করার পর সাথে সাথে তাদের অফিসিয়াল সাইটের হোমপেজ চালু হবে। অথবা এই পোস্টে থাকা Singapore airlines লিঙ্কে প্রবেশ করুন সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। টিকিট চেক করার জন্য আপনার প্রয়োজন হবে টিকেটে থাকা রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম বসিয়ে দেখে নিতে পারেন।
- প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করার পর মেনুবার থেকে manage booking অপশনে প্রবেশ করুন।
- দ্বিতীয় ধাপ: উক্ত স্থানে booking reference এবং e ticket অপশন রয়েছে ডিফল্ট অবস্থায়। বুকিং রেফারেন্স নাম্বার অবস্থায় রেখে দিন। আপনার টিকিটে থাকা booking reference number এবং last name বসান।
- তৃতীয় ধাপ: বলতে পারেন booking reference number বা e ticket number কোথায় পাবো, এবং last name কোথায় পাবো। প্রথমে টিকিটটি হাতে নিন উপরের দিকে লক্ষ্য করুন। বুকিং রেফারেন্স নাম্বার রয়েছে যা ছয় ডিজিটের। এবং টিকিটের যেকোনো অংশে আপনার নাম দেওয়া আছে নামের শেষ অংশ বসান। যদি ই টিকিট নাম্বার দিয়ে চেক করতে চান। তাহলে ই টিকিট সিলেক্ট করুন। ই টিকেটের জায়গায় টিকিটের ১৩ ডিজিটের সংখ্যা রয়েছে তা বসিয়ে দিন।
- চতুর্থ ধাপ: booking reference number ও last name বসিয়ে booking এ প্রবেশ করুন এবং দেখে নিন আপনার টিকিটে যাবতীয় তথ্য।
সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম
টিকিট হাতে পাওয়ার পর কনফার্ম হয়েছে কিনা, জানার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে। টিকিটে বুকিং রেফারেন্স নাম্বার টিকিটে থাকা আপনার নাম খুঁজে বের করতে হবে। তাহলে আপনি যেকোনো টিকিট চেক করে নিতে পারবেন। সাধারণত টিকিট চেক করার মাধ্যমে কি জানা যায়। টিকিট কনফার্ম হয়েছে কিনা, টিকিটের সিডিউল পরিবর্তন হয়েছে কিনা এই দুইটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও যে সকল বিষয় জানতে পারবেন। বুকিং রেফারেন্স নাম্বার, কোথায় থেকে কোথায় ফ্লাইট করবে, ধরুন ঢাকা টু সিঙ্গাপুর, কখন ফ্লাইট ছাড়বে। এ সকল তথ্য ছাড়াও আরো বেশ কিছু তথ্য জানতে পারবেন, আপনাকে শুধু একটু ঘাটাঘাটি করতে হবে।
আশা করা যায় এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার হাতে থাকা টিকিটটি চেক করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। হয়তো আপনাদের উপকারে আসতে পারে।
আরও দেখুনঃ
- মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি ২০২৪ | মালয়েশিয়া টিকেট দাম কত
- ওমানের টিকিট চেক করার নিয়ম ২০২৪ | সালাম এয়ার টিকেট চেক
- কুয়েত এয়ারওয়েজের টিকিট চেক করার নিয়ম | কুয়েত এয়ারলাইন্সের টিকেট দাম কত ২০২৪
- বিমান বাংলাদেশ টিকিট চেক করার নিয়ম ও লিংক ২০২৪
- সৌদি এয়ারলাইন্স টিকিট চেক – অনলাইনে Saudi Airlines Ticket Check