প্রতিবাদ নিয়ে কবিতা। যারা প্রতিবাদ নিয়ে কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কারো সাথে অন্যায় করা কোন ভাবেই উচিৎ নয় এবং অন্যায় দেখলে প্রতিবাদ করা আমদের সবার কর্তব্য । তাই অনেকে প্রতিবাদ নিয়ে কবিতা লিখে অনুসন্ধান করে। তাই আজকের এই পোষ্ট প্রতিবাদ নিয়ে লেখা। আপনি যদি প্রতিবাদ নিয়ে কবিতা পেতে চান। তাহলে আমাদের আজকের এই পোস্ট থেকে অনেক ভালো ভালো প্রতিবাদ নিয়ে কবিতা পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
Contents
প্রতিবাদ নিয়ে কবিতা
প্রতিবাদ নিয়ে কবিতা অনেকেই উরতে খুব ভালবাসে। কারণ বর্তমানে সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কবিতা পোস্ট করতে পছন্দ করে থাকে থাকে। তাই আমরা আপনাদের সুবিধার্থে প্রতিবাদ নিয়ে কবিতা তুলে ধরেছি। আপনারা এখান থেকে কবিতা গুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারেন।
প্রতিবাদ
_কাজী জুবেরী মোস্তাক
শিক্ষার্থী তোমরা তোমাদের বই বুকসেল্ফে রেখে দাও ;
চাকরীজীবিরা তোমরা আজ স্ব কর্মস্থলে ইস্তফা দাও ,
ব্যবসায়ীগণ তোমাদের ব্যবসা আপাতত গুছিয়ে নাও ;
হারানো গণতন্ত্র আর স্বাধীনতা ফেরাবার প্রস্তুতি নাও ।
স্বাধীনতা সেতো আজ শুধুই নেতাদের ঘরের বনসাই ;
এই শহরের রাস্তায় আজ কোন স্বাধীনতার দেখা নাই ,
গণতন্ত্র আছে লাল এর বুকে, সবুজ সেতো বেঁচে নাই ;
স্বৈরশাসকের ইচ্ছায় চলছে শহর গণতন্ত্রের মূল্য নাই ।
এই শহরে স্বাধীনতা নেই গণতন্ত্র নেই কোন কিচ্ছু নেই ;
ক্ষমতা টাকাকড়ি যার সবকিছু আজ বরাদ্দ তার জন্যেই ,
ঘুষখোড় দূর্নীতিবাজদেরও আজকে অসৎ বলতে নেই ;
এখানে সাদা কে সাদা কালো কে কালোও বলতে নেই।
পুলিশকে সৎ ও সততার কথা বলাই আজ যেন পাপ ;
আর স্বাধীনতা চাওয়াটা এযেন আজ আজন্মের মহাপাপ,
স্বপ্ন সাধের গণতন্ত্র আমজনতার জন্য আজকে অভিশাপ ;
পরিবারতন্ত্রর অভিশাপ থেকে গণতন্ত্রও পায়নি মাফ।
শহরটা আজ প্রতিবাদ প্রতিরোধের অপেক্ষায় আছে ;
ভীত মুখগুলো গর্জে ওঠার জন্যই আজ প্রহর গুনছে ,
রাজপথটা নির্যাতিতের মিছিলের জন্যই উন্মুখ আছে ;
গণতন্ত্রর দেশে স্বাধীনতাই আজ পরাধীন হয়ে আছে ।
অন্যায়ের প্রতিবাদ কবিতা
আপনারা যারা প্রতিবাদের কবিতা অনুসন্ধান করছেন। আপনাদের জন্যই আজকের এই পোষ্ট। আজকের পোস্টে আমরা প্রতিবাদের কবিতা দিয়েছি। প্রতিবাদের কবিতা গুলো পড়ে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্পৃহা পাবেন। তাই নিচ থেকে দেখে নিন প্রতিবাদের কবিতা –
রুখে দাঁড়া
by দেবব্রত সিংহ
মেয়েটি বললে, আমি বিষ খাব স্যার,
আমার আর ইচ্ছে করছে না বাঁচতে।
আমি শুধালাম, কি হয়েছে তোমার
সাতসকালে এসব কি বলছ তুমি।
মেয়েটি বললে, সত্যি বলছি স্যার,
আমার আর একফোঁটাও ইচ্ছে নেই বাঁচার।
আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমার বলবে তো।
মেয়েটি বললে, মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে
চারজন ছেলে মিলে– –
আর বলতে পারবো না স্যার
নামতে নামতে কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন
আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে,
যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই
সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে
আর একটুও ইচ্ছে করছে না আমার ।
আমি বললাম, তুমি পাথর খাদানের মঙলিকে জানো
“মঙলির কথা” মনে আছে তোমার।
মেয়েটি বললে, এখন আর মনে পড়ছে না কিছুই
কারো কথাই মনে পড়ছে না,
সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে
এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে
প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা
অন্যায়ের প্রতিবাদ কবিতা। অন্যায় দেখলে প্রতিবাদ করা আমাদের কর্তব্য। আমরা কবিতার মাধ্যমেও অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আজকের পোস্টে আমরা অন্যায়ের প্রতিবাদ কবিতা নিয়ে এসেছি। এই কবিতার মাধ্যমে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারব। তাই নিচ থেকে দেখে নিন অন্যায়ের প্রতিবাদ কবিতা –
প্রতিবাদ জানাই
– বিপ্লবী কবি ,এস,এম,মতিউল হাসান(মইন)
আমি প্রতিবাদ করি
প্রতিবাদ জানাই
আমার কবিতার ভাষায়
গুম খুন হত্যার প্রতিবাদ।
আমি নই বীর সেনাপতি
আমি কবি অগ্নীগিরি
নেই কোন ভয়
প্রতিবাদ করি আমি।
পারবো না কেন আমি
আজ তো হয়েছি কবি
প্রতিবাদ জানাবোই আমি
আমার কবিতার কাব্যের ভাষায়।
অন্যায় অপরাধের চিত্র যত
কবিতার ভাষায় তুলবোই ধরে
মানবো না পরাজয়
আমি জাগাবোই বারবার।
এখন আর থেমে থাকা নয়
জয়ী হতে হবে আমার
আসুক যত বাঁধার প্রাচীর
সেতো কবির পথ চলা নয়।
লিখে যাব সব কথা
ওরে তোরা সব সাবধান
সমাজের সব অশ্লীলতা
র*ক্ত চোষা সব বেহায়পনার দল।
আমি প্রতিবাদ করি
প্রতিবাদ জানাই
সত্যের মুখোশ খুলবো এবার
আমার কবিতার ভাষায়।
প্রেমের প্রতিবাদী কবিতা
যারা প্রেমের প্রতিবাদী কবিতা পেতে চান। এবং যারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তে প্রেমের প্রতিবাদী কবিতা শেয়ার করতে চান। আজকের পোস্টে তাদের জন্য প্রেমের প্রতিবাদী কবিতা দিয়েছি। আশা করি কবিতা গুলো আপনাদের পছন্দ হবে।
প্রতিবাদী প্রেমিক।
– তন্ময় শরীফ
বলেছিলে রাত জেগে জেনো না ঘুমোই,
রাত জাগা একদমই ভালো নয়।
আমি কিন্তু এখান প্রতিদিনই রাত জাগি।
ইচ্ছে করেই জাগি, এতে আমার যদি কিছু হয় তো হক, আমার জন্যে আমার বিন্দু পরিমাণ কোন চিন্তে নেই।
নিজেকে নিয়ে নিজে কজনই বা ভাবে বলো? আমিও ভাবচিনা।
আর ভাববোই বা কেনো? আমার তো তোমার বা তোমাদের মতো ওমনও কেউ নেই, যে উল্টা পাল্টা কিছু একটা শরীরে হয়ে গেলে তার বকুনি শুনতে হবে বা আমার জন্যে তার দুঃখ হবে।
যদি এতে অসুখও বাঁধে তবেও তো ফোন করে ঔষধ খেতে বলার মতো বা ঔষধ না খাবার জন্যে রাগ, অভিমান করার মতো ওরকম তো কেউ নেই, তাবে আমাকে কেন অত ভাবতে হবে?
অত নিয়ম মেনেই বা কেনো চলতে হবে?
নিয়ম মেনে তো তারাই চলবে…
যাদের জন্যে কেউ ভাবে, যাদের কষ্টে কেউ কষ্ট পায়, যাদের কেউ আছে, বা থাকে।
অত নিয়ম মেনে চলা আমাকে দিয়ে হবেনা, নিয়ম মানার বয়স এবং ধৈর্য এর কোনটাই যে এখন আর আমার নেই!
আমার তো এখন উপভোগের সময়, ইচ্ছে মতো জীবনকে যাপান করার সময়, এ ঘর ও ঘর সব ঘরে যাওয়া-আসার করার সময়।
নামের পাশেই যদি এখনো দু-একটা নালিশ না থাকে, আমারর জন্যে দু’একজনের চোখের জ্বলই যদি না গড়ায়, তবে আমি কেমন পুরুষ হলাম!
আমাকে দেখলে ছিঃ ছিঃ করবে না? জায়গা দেবে আমায় তাদের চতুর সমাজে?
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আমাদের এই পোস্টে প্রতিবাদ নিয়ে কবিতা তুলে ধরার জন্য। আপনাদের যদি আমাদের পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো ভালো ভালো কবিতা পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও দেখুনঃ