অন্যায়ের প্রতিবাদ কবিতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা

অন্যায়ের প্রতিবাদ কবিতা | অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা

অন্যায়ের প্রতিবাদ কবিতা। যারা অন্যায় নিয়ে কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কারো সাথে অন্যায় করা কোন ভাবেই উচিৎ  নয়। তাই অনেকে অন্যায় নিয়ে কবিতা লিখে অনুসন্ধান করে। তাই আজকের এই পোষ্ট অন্যায় নিয়ে লেখা। আপনি যদি অন্যায় নিয়ে কবিতা পেতে চান। তাহলে আমাদের আজকের এই পোস্ট থেকে অনেক ভালো ভালো অন্যায় নিয়ে কবিতা পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

অন্যায়ের প্রতিবাদ কবিতা

অন্যায় নিয়ে কবিতা অনেকেই উরতে খুব ভালবাসে।কারণ বর্তমানে সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কবিতা পোস্ট করতে পছন্দ করে থাকে থাকে। তাই আমরা আপনাদের সুবিধার্থে অন্যায় নিয়ে কবিতা তুলে ধরেছি। আপনারা এখান থেকে কবিতা গুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারেন।

সভ্যতায় অন্যায়
– এম. আশিকুর রহমান
অন্যায়ের কাছে মাথা নত নয়,
প্রতিবাদ করে, অন্যায়ের অন্যায় শিকার হতে নিস্তার চাই।
পুরুষত্বের ধার কাম কামনার ভালবাসায় থাক,
নারীর মাংস পিণ্ডে অধিকারের নামে হিংস্রতা!
এ কোন সভ্যতার স্তর,
অন্যায় সীমাহীন করে ভর,
নিজেকে নিয়েই ব্যস্ত সকলে, কিসের এতো ডর!
ওহে ঘুমন্ত সমাজ, জেগে উঠো আজ,
সভ্যতা বেঁচে থাক, আদিম হিংস্রতায়,
ভালবাসা অতন্দ্র প্রহরী মানবতায়।

আমি তো বলি-
মনুষ্যত্ব মানবতাহীন কেউ মানুষ নয়,
সামনে এসে কেউ বলুক, আমি মহামানবতার মহা মানব!
কাপড় খুলে দেখা, কোথায় তোর মানবতা!
ন্যায়ের চাবুক মেরে খুলি তোর মুখোশটা,
সভ্যতা দেখাস, পশ্চাতে লাথি তোর, অসভ্য ব্যাটা!

ন্যায় অন্যায়
– আনিছুর রহমান
অন্যায় দিয়ে অন্যায়ের নয় মোকাবেলা
তাতে বাড়ে বিষাদ যন্ত্রণা অন্তর জ্বালা
অন্যায় দিয়ে হয়না প্রতিরোধ প্রতিবাদ
তাতে বাড়ে চাপা ক্ষোভ তীব্র অবসাদ।

ধীরে ধীরে পুড়ে পুড়ে হয় ছারখার!
দিবা নিশি সর্বত্র সর্বহারা হাহাকার
তিলে তিলে নিঃশ্বেষ –
একদিন আর রয়না কিছু অবশেষ।

ভালবাসা দিয়ে কাউকে ডাকলে কাছে
তাতে হৃদয় উজাড় করে সব আসে হাতে
আর অনাদরে ঠেলে দিলে দূরে
রোজ রোজ আরও বিচ্ছেদ বাড়ে।

অন্যায় দিয়ে অন্যায়কে দমে হয়না জেতা
সেটা নিজের কাছে নিজে ঠকা কাপূরুষতা
জাহান্নামের কাঠ-খড়ি-কয়লা লু হাওয়া
জাতীয় রীতিমত রং তামাশা মশকারা।

ন্যায় দিয়ে অন্যায়কে যায় বস করা
তাতে আশা ভরসা খুঁজে পায় বাসা,
ভালোবাসা আস্কারা পায় আনন্দ ধারা
দেশে বিদেশে আকাশে ওঠে ধ্রব তারা।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা

যারা অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অন্যায়ের বিরুদ্ধে কবিতা খুঁজছেন। আজকের পোষ্টটি তাদের জন্য। আপনি এখান থেকে খুব সহজেই অন্যায়ের বিরুদ্ধে কবিতা পেয়ে যাবেন। আশা করি অন্যায়ের বিরুদ্ধে কবিতা আপনার খুব ভালো লাগবে।

onnay niye kobita

প্রতিবাদের ভাষা

– শাহিনুর রহমান সোহাগ
প্রতিবাদের ভাষা আমি জানি শুধু একটাই
সব অন্যায়ের বিরুদ্ধে আমি শ্লোগান দিতে চাই ।
সুদ খাও ঘুষ খাও কর চাঁদাবাজী
ইচ্ছে হলে মদ খাও কর চোরাকারবারী।
মানা তোমায় করবে না কেউ রুখবে না কেউ ভাই
সব অন্যায়ের বিরুদ্ধে আমি শ্লোগান দিতে চাই।
কত শত বললাম নিয়ো নাকো যৌতুক
সমাজ তোমায় ঠাট্টা করবে, করবে উপহাস আর কৌতুক
শুনলে না তুমি মানলে না মোর উপদেশ বাণী
করলে না মনে, যৌতুক নিয়ে হয়েছে মানহানি।

বলব না তোমায় করব না মানা করব না সাবধান
জানি আমি সব অন্যায় শ্লোগানেই সমাধান।
দরকার হলে লাঠি সোটা নেব লাগাব দু’ঘা
তবুও যদি সোজা না হও তবে তুলে দেব বুকে পা।
কথাগুলো শুনে তিতো লাগে মুখে, থু থু করে ওঠ
মনে রেখ, শ্লোগানে মিছিলে তাড়াবো তোমাদের
কোটি জনতা আগুন চোখে নিয়েছি এই ব্রত ॥

শেষ কথা

আমরা চেষ্টা করেছি আমাদের এই পোস্টে অন্যায় নিয়ে কবিতা তুলে ধরার জন্য। আপনাদের যদি আমাদের পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো ভালো মাতৃভাষা দিবসের কবিতা পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করেন।সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরও দেখুনঃ 

একতা ও ঐক্য নিয়ে কবিতা

ঈদের ফেসবুক স্ট্যাটাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top