শীতের রোমান্টিক কবিতা

শীতের রাতের রোমান্টিক কবিতা

অনেকেই শীতের রোমান্টিক কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে। সবার আশা পূরণ করার জন্য আমাদের আজকের এই পোস্টে শীতের রোমান্টিক কবিতা উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে অতি দ্রুত শীতের রোমান্টিক কবিতা ডাউনলোড করতে পারবেন আমাদের পোষ্ট থেকে। তাই মনোযোগ সহকারে আজকের এই পোষ্ট দেখুন আর সংগ্রহ করুন শীতের রোমান্টিক কবিতা।

শীতের রোমান্টিক কবিতা

আপনাদের কথা চিন্তা করে আজকের পোষ্টে শীতের রোমান্টিক কবিতা তুলে ধরেছি। তাই আর দেরি না করে আজকের পোস্ট থেকে শীতের রোমান্টিক কবিতা সংগ্রহ করে নিন।

তুমি শীতের সন্ধ্যায় কুয়াশা হও,,
আমি হবো শীতের সকাল।
তুমি প্রেমের বাতাস হও
আমি মত্ত হবো ভালবাসার আকাশে।
চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে;
আমরা ভেসে যাই একাকী আনমনে‍❤️‍
আবীর রাঙানো তোমার মুখটা
যেন ফুলের বাগানে রঙের ঘনঘটা
সুদূর নীলাকাশে ওই মেঘরাশি☁️
তোমাকে ভিজিয়ে দিচ্ছে এক পশলা বৃষ্টিতে️
তুমি বৃষ্টি ভেজা হয়ে-
আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস দিলে
পাহাড়ের বুকে ঝর্ণা যদি মাতোয়ারা হয়
তোমাকে জড়িয়ে ধরবো
এক পলকের দেখায়,,
তুমি সাঁঝবাতি হয়ে জ্বালিয়ে দিলে
আমার অন্ধকার মন।
আমি যদি হই খরস্রোতা নদী,
তবুও রোজ নিয়মমাফিক জ্বালাবো-
তোমার দেওয়া আলোর বাতি
তোমাকে পেয়ে নিজেকে নদী ভরা ঢেউ ভাবি
এসেছো জীবনে‌ আমার;
করো নি কোনদিন কোন দাবী!
নিজেকে যখন করছিলাম বন্দী,
তুমি এসে আমাকে শেখালে
এক নতুন জীবনের সন্ধি
তুমি আমার বাঁচার প্রেরণা,,
তুমি আমার কল্পনার কবিতা,,
তুমি মুক্ত আকাশে মৃদঙ্গ,
তুমি আমার জীবনের
শ্রেষ্ঠ একটা অঙ্গ।।

শীত নিয়ে কবিতা

তোমায় মনে পড়ে,
শীতের সন্ধ্যা সাজানো
এই বিকেলে,
মিনি মিনি কুয়াশা ঘেরা
প্রকৃতির নীচে।
তোমায় মনে পড়ে,
ছাদের কানায় সাজানো
বেঞ্চিতে বসে,
ঐ দূরের পথ দিয়ে
এক্ষুণি যাবে কোথাও।
ছিঁড়ে গেছে প্রেম
ভালোবাসার বাঁধন,
তবু ভালোবাসি
ভালোবাসি আমি তোমাকে।
একটু দেখি বা না দেখি
তবু তার পূবাভাষ
বয়ে আসে বাতাসে,
ঐ আম বাগান
পুকুরের বুক চিরে।
মনে পরে যায়
তোমার ও মুখ খানা,
শরীরের লাবণ্য,
মনে পরে যায়
সেদিনের সেই
দূরে সরানোর ভাষা,
ছিঁড়ে ফেলা ভালোবাসার
কুটি কুটি চাহনি।
মনে পরে যায়
প্রথম দেখা তোমার
মুচকি হাসির ঝলকানি
ভালোবাসার ইশারায়।
ভালোবাসা, ভালোবাসা,
হা, ভালোবাসা,
তোমায় মনে পরে।
—-০—

শীতের কবিতা

তোমার খোলা চুলে ছুঁয়ে যায় পড়ন্ত শীতের বিকেল ,
গোধূলির লাল সাজে সেজে ওঠে দূর দিগন্তরেখা –
জোনাকির কোলাহল বলে দেয় হাতে নেই সময় অঢেল ,
তবুও আমার বিজ্ঞাপনে তোমারি কবিতা লেখা ।

রোজ ভাবি নাবিকের বেশে পথ হারাই তোমার ঠোঁটে ;
এবং রাত্রি সাজুক কোন এক প্রাচীন ভৈরবী বেহাগ –
আমি তো খুঁজিনি প্রেম কোনদিন বইয়ের মলাটে ,
তবু কেন উড়ো চিঠি নিয়ে আসে অচেনা ফুলের পরাগ ।

বেজে ওঠে গল্পের সাইরেন- ঘরে ফেরে পরিযায়ীর দল,
তখন বারান্দা জুড়ে তোমার নূপুরের রিনিঝিনি-
ঝিনুক খুঁজতে চেয়ে ডুব দিয়ে সাগরের গহীন অতল,
ভোর রাতে মনে পড়ে আমি কোন স্বপ্নই দেখিনি ।

শীতের কবিতা প্রেমের

আপনি হয়তো শীতের প্রেমের কবিতা নিয়ে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে চান। কিন্তু কোথাও নিজের মনের মত শীতের প্রেমের কবিতা খুঁজে পাচ্ছেন না। তাই আমরা শীতের প্রেমের কবিতা নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি আজকের এই পোস্টে।

শীতের ভালবাসা
– মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি সেই কথা মনে রেখেছ?
মনে রেখেছ কি ?
সেই শীতের প্রেম লগ্ন।
উষ্ণ আর গভীর প্রেম ছিল সেটি।

আজ তুমি নেই
এই খবর চারদিকে কেউ জানে না।

আমিও বসে আছি।
রাতে এখন কম্বলের নীচে;
একা একা মনে অশান্ত ভাবনা;
চারদিকে অশান্ত সব স্বপ্ন —
ভির করেছে মনের কোণে

লেপের উষ্ণতা যেন কমে গেছে
কম্বলে কিছু ঠান্ডা ডুকে গেল
এই বুঝি কেউ কিছু বলছে
সেই কণ্ঠ যেন চীর চেনা

শীতের কম্বলের আচরণ
বার বার বলে
তুমি নেই ।

শীতের রাত।
একা একা কাটে না সময়।
কম্বলের আচরণ কেমন বৈরি হয়ে গেছে ।
কেমন যেন অচেনা আচরণ

সব কিছুতেই যেন কিছু নেই
নেই তুমি নেই।
নেই সেই উষ্ণ রাত।
নেই বুকে নরম সেই হাত

নেই তুমি নেই।।
কেউ নেই পাশে।

শীতের প্রেমের কবিতা

শীতের রাতের রোমান্টিক কবিতা

অনেক মানুষ শীতের ভালোবাসার কবিতা ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাই শীতের ভালোবাসার কবিতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাদের সবার কথা চিন্তা করে আজকের এই পোস্টের শীতের ভালোবাসার কবিতা উল্লেখ করা হয়েছে।

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

এল শীত তোমার ধারে,
একা তুমি থেকো নারে।
সাথে রেখ শুধু তারে,
ভালোবাসো তুমি যাঁরে।
এখন শুধু তার কাম,
জানি আমি তার নাম।
সেই তোমার সম্বল,
তার নাম কম্বল।

শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

যারা এখনো শীত নিয়ে কবিতা খুঁজে পাননি। তাদের জন্য আজকের পোষ্টে শীত নিয়ে কবিতা নিচে উপস্থাপন করা হয়েছে। এখান থেকে আপনারা খুব সহজেই খুজে পাবেন শীত নিয়ে কবিতা। জনপ্রিয় শীত নিয়ে কবিতা গুলো পেতে নিচের অংশ খেয়াল করুন।

  • শেষ হলো বর্ষার দিন,
    সামনে আসিতেছে শীতের দিন।
    কাপতে হবে টিন টিনা টিন টিন।
    আগে থেকেই প্রস্তুতি নিন।
    শীতের জামা কাপড় কিনে নিন।**

শীতের ভালোবাসার কবিতা

  • ঈদ গেল শীত এলো,
    খুশির জোয়ার ফিরে এলো।
    শীতের এখন নতুন রূপ,
    কুয়াশা হলো অপরূপ।
    তুমি আমার আপনজন,
    তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।**
  • শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।
  • শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরান কথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।
  • এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে । সাথে রেখো শুধু তারে, ভালোবাসো তুমি যারে । এখুনো শুধু তার কাম, জানি আমি তার নাম । সেই তোমারসম্বল, তার নাম কম্বল । …Happy Winter Season..!!
  • শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল । গরমের এখনো নূতন রুপ, নদীতে দিতে হবে ডুপ । ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ ।
  • গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ । সব পাখির মন খারাপ শীতের হল শেষ । নতুন রুপে, নতুন সাঁঝে নিভাবে মনের আগুন । তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন ।
  • শীত শীত শীতের হাওয়া, কুয়াশাতে হারিয়ে যাওয়া। শীত আসলেই বহুত পুরানকথা মনে পড়ে। পুরাই আবেগে কাইন্দা লাইতে মন চায়। সেই সকালে স্কুলে যাওয়া, পিটি তে খাড়াইয়া কাপাকাপি করা, সব কিছুরেই মিস করি।
  • শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটোদাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমিআছি তোমার পাশে সারাক্ষন…!!
  • ঈদ গেল শীত এলো, খুশির জোয়ার ফিরে এলো। শীতের এখন নতুন রূপ, কুয়াশা হলোঅপরূপ। তুমি আমার আপনজন, তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।
  • শীত গেলো গরম এল, পুকুরেরপানি ময়লা হল। গরমেরএখনো নুতন রুপ,নদীতে দিতে হবে ডুপ।ওরে আমার বন্ধু গন,তোমাদের গরমের নিমন্ত্রণ।
  • এল শীত তোমার ধারে,একা তুমি থেকো নারে।সাথে রেখ শুধু তারে,ভালোবাসো তুমি যাঁরে।এখুনো শুধু তার কাম,জানি আমি তার নাম। সেই তোমার সম্বল, তার নামকম্বল। …Happy Winter Season..!!
  • শেষ হলো বর্ষার দিন, সামনে আসিতেছে শীতের দিন। কাপতে হবে টিন টিনা টিন টিন। আগে থেকেই প্রস্তুতি নিন। শীতের জামা কাপড় কিনে নিন।

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি আজকের পোষ্টের মাধ্যমে সবাইকে শীত নিয়ে কবিতা তুলে ধরার জন্য। আজকের পোষ্ট ভাল লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন শীত নিয়ে কবিতা পেতে আমাদের ওয়েবসাইট সবসময় ভিজিট করবেন।

আরও দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top