রাজবাড়ী জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

প্রতিটি জেলার পোস্ট কোড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সবাই ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আর পোস্ট কোড জানতে চায়। তাই আজকে আমরা কথা বলবো রাজবাড়ী জেলার পোস্ট কোড নিয়ে। আপনি যদি রাজবাড়ী জেলা তে কোন কিছু পাঠাতে চান। অথবা সেখানকার কোন পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চান। তাহলে আপনি খুব সহজেই আমাদের পোষ্ট থেকে সেটি জানতে পারবেন। আমরা এখানে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ তথ্য গুলো তুলে ধরার। আশা করছি পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

রাজবাড়ী জেলা পোস্ট অফিস

রাজবাড়ী জেলার ভিতরে অনেক পোস্ট অফিস রয়েছে। প্রতিটি পোস্ট অফিস একটি নির্দিষ্ট পোস্ট কোড ব্যবহার করে থাকে। আপনি যদি কোনো তথ্য প্রেরণ করতে চান। অথবা কোনো মালামাল প্রেরণ করতে চান। তাহলে অবশ্যই আপনাকে রাজবাড়ী জেলার ভিতরে পোস্ট অফিসের পোস্ট কোড জানতে হবে। পোষ্টকোড ব্যতীত আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি। কাঙ্খিত ঠিকানায় পৌঁছাতে পারবেন না। এবং আপনাকে অবশ্যই সকাল 9 টা থেকে বিকাল 5 টার ভিতরে পোস্ট অফিসে থাকতে হবে।

গোপালগঞ্জ জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

কিশোরগঞ্জ জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

রাজবাড়ী জেলার পোস্ট কোড

নিচের তালিকায় আমরা উল্লেখ করবো রাজবাড়ী জেলার ভিতরের পোস্ট অফিসের নাম। আপনি খুব সহজেই রাজবাড়ী জেলার ভিতরে সকল পোস্ট অফিসের তথ্য খুঁজে পাবেন।এবং পোস্ট কোড ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে পাঠাতে পারেন।

জেলা               থানা               উপকার্যালয়            পোস্ট কোড (ডাক সংকেত)

  • রাজবাড়ী      বালিয়াকান্দি          বালিয়াকান্দি                        ৭৭৩০
  • রাজবাড়ী      বালিয়াকান্দি             নালিয়া                             ৭৭৩১
  • রাজবাড়ী         পাংশা                  মৃগিবাজার                         ৭৭২৩
  • রাজবাড়ী         পাংশা                      পাংশা                            ৭৭২০
  • রাজবাড়ী        পাংশা                     রামকল                            ৭৭২১
  • রাজবাড়ী        পাংশা                     রতনদিয়া                          ৭৭২২
  • রাজবাড়ী        রাজবাড়ী সদর         গোয়ালন্দ                          ৭৭১০
  • রাজবাড়ী        রাজবাড়ী সদর         খনখনাপুর                        ৭৭১১
  • রাজবাড়ী        রাজবাড়ী সদর        রাজবাড়ী সদর                    ৭৭০০

রাজবাড়ী জেলার এরিয়া কোড

অনেকেই ইন্টারনেটে রাজবাড়ী জেলার এরিয়া কোড সম্পর্কে জানতে চাচ্ছেন।প্রত্যেকটি জেলার নির্দিষ্ট জায়গায় একটি এরিয়া কোড থাকে। আপনি যদি রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গায় এরিয়া কোড জানতে চান।সেজন্য আমরা রাজবাড়ী জেলার এরিয়া কোড এর একটি তালিকা সম্পূর্ণ করে নিচে উল্লেখ করেছি। আশা করছি আপনি এখান থেকে আপনার তথ্যটি খুঁজে পাবেন।

উপজেলা        শাখা         কোড

  • পাংশা             পাংশা                 ৭৭২০
  • পাংশা           রামকোল              ৭৭২১
  • পাংশা           রতনদিয়া              ৭৭২২
  • পাংশা          মৃগীবাজার             ৭৭২৩

আপনার কাছে যদি আমাদের তথ্যটি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।এবং বাংলাদেশের সকল জায়গার পোস্ট অফিসের পোস্ট কোড জানতে। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ 

Leave a Comment