লালমনিরহাট জেলার পোস্ট কোড ও এরিয়া কোড। রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাট জেলা টি সবার কাছে বেশি পরিচিত। এই জেলাতে মানুষ বিভিন্ন কাজে চলাচল করে। বাংলাদেশ পোস্ট অফিসের সেবা এখন ডিজিটাল হওয়াতে। মানুষ যেকোনো জিনিস পোস্ট অফিসের সহায়তায় করতে ভালোবাসে। কিন্তু আপনাকে লালমনিরহাট জেলার যে পোস্ট অফিসে আপনি আপনার জিনিস গুলো পাঠাবেন। সে পোস্ট অফিসের পোস্ট কোড জানতে হবে। হয়তো আপনি আপনার জিনিসটি প্রেরন করতে পারবেন না। তাই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।এখানে আপনি লালমনিরহাট জেলার সকল পোস্ট অফিস এবং এরিয়া কোড জানতে।
লালমনিরহাট জেলার পোস্ট অফিস
বর্তমানে পোস্ট অফিস আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে। আমরা আমাদের চাকরির অ্যাপোয়েন্টমেন্ট লেটার। অথবা যেকোনো জিনিস প্রেরণ করার জন্য পোস্ট অফিসের সহায়তা নেয়। আপনি যদি কোন ব্যাংকে একাউন্ট করতে যান তাহলে আপনাকে আপনার নিকটস্থ পোস্ট অফিসের পোস্ট কোড লিখতে হবে। আবার অনেক জায়গায় মোবাইল দিয়ে একাউন্ট খোলার ক্ষেত্রে পোস্ট কোড দিতে হয়। তাই বিভিন্ন কাজে পোস্ট অফিস আমাদের সাহায্য করে। তাই আপনি যদি লালমনিরহাট জেলার পোস্ট অফিসের সেবা পেতে চান। তাহলে আজই চলে যান আপনার কাছাকাছি কোন পোস্ট অফিসে।
লালমনিরহাট জেলার পোস্ট কোড
যারা লালমনিরহাট জেলার পোস্ট কোড তালিকাকারী খুঁজছেন। তাদের সবাইকে স্বাগতম। কারণ এখানে আমরা এই জেলার পোস্ট কোড গুলো তালিকা করে দিয়েছি। যাতে আপনাদের খোঁজাখুঁজি করতে কষ্ট না হয়। তাই লালমনিরহাট জেলার পোস্ট কোড পেতে নিচের তথ্যগুলো লক্ষ্য করুন।
জেলা থানা উপকার্যালয় পোস্ট কোড (ডাক সংকেত
- লালমনিরহাট আদিতমারী আদিতমারী ৫৫১০
- লালমনিরহাট হাতীবান্ধা হাতীবান্ধা ৫৫৩০
- লালমনিরহাট লালমনিরহাট সদর Kulaghat তাই ৫৫০২
- লালমনিরহাট লালমনিরহাট সদর লালমনিরহাট সদর ৫৫০০
- লালমনিরহাট লালমনিরহাট সদর মোঘলহাট ৫৫০১
- লালমনিরহাট পাটগ্রাম বাউরা ৫৫৪১
- লালমনিরহাট পাটগ্রাম বুড়িমারী ৫৫৪২
- লালমনিরহাট পাটগ্রাম পাটগ্রাম ৫৫৪০
- লালমনিরহাট তুষভান্ডার তুষভান্ডার ৫৫২০
লালমনিরহাট জেলার এরিয়া কোড
অনেক মানুষ এরিয়া কোড লিখে ও অনুসন্ধান করে। তারা যেন লালমনিরহাট জেলার বিভিন্ন অংশের এরিয়া কোড জানতে পারে। তার জন্য আমরা এখানে তালিকা আকারে সকল তথ্য দিয়েছি। আপনি হয়তো দেখে থাকবেন কিছু জায়গায় এরিয়া কোড এবং পোস্টাল কোড এর মধ্যে কোন পার্থক্য নেই।অনেক জায়গায় পোস্টাল কোড এবং এরিয়া কোড একই হয়। তাই এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই।
আমরা চেষ্টা করেছি আপনাদেরকে লালমনিরহাট জেলার পোস্ট অফিস পোস্ট কোড এবং এরিয়া কোড জানানোর জন্য। পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।