মা হলো আমাদের প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম ভালোবাসা এবং এমন একটি বন্ধু যে আমাদের সকল বাধা বিপত্তি ও সমস্যায় আমাদের পশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে। এই পৃথিবীতে মায়ের মত আর একটি মানুষও নেই। মায়ের তুলনাই হয় না।
তাই আজকের পোস্টে আমরা আমাদের সবার প্রিয় মানুষ মা কে নিয়ে কবিতা তুলে ধরেছি। আজকের পোষ্টটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
Contents
মা কে নিয়ে কবিতা
অনেকেই মা দিবসে মা কে নিয়ে কবিতা খুজে থাকেন ।তাদের যাতে এতো কষ্ট করে মা কে নিয়ে কবিতা খুজতে না হয়। তাই আমরা আজকের পোস্টে মা কে নিয়ে কবিতা দিয়েছি। এখান থেকে আপনারা খুব সহজেই মা কে নিয়ে কবিতা পেয়ে যাবেন।
মা
মাগো…
তুমি এসেছো তাই
আলোকিত হয়েছে এ ভুবন,
জন্মেছি আমি তোমার কোলে
ধন্য হয়েছে জীবন ।
শত জনমেও তোমাকেই
যেনো বারবার ফিরে পাই,
পরকালেও আমি শুধু
‘মা’ তোমাকেই চাই ।
মা মানে
_শর্মী
মা মানে অকৃত্রিম ভালোবাসা
মা মানে স্নেহ আর মমতার ঝুলি
মা মানে অযথা আবদার
মা মানে পড়তে না বসার বকুনি
মা মানে মা’র শাড়িঁর আঁচলের খুব প্রিয় পরিচিত একটি গন্ধ
মা মানে শত অপরাধেও ক্ষমাসুলভ দৃষ্টি
মা মানে সন্তানের প্রতি অগাধ বিশ্বাস
মা মানে গুন গুন করে গাওয়া কোন ঘুমপাড়ানি গান
মা মানে গভীর রাতে ভয় পেয়ে প্রচন্ড চিৎৎৎৎৎতকারে মা’কে খোঁজা
মা মানে খাবার নিয়ে পিছনে ছোটাছুটি
মা মানে মেয়ের সাথে কিশোরীর মত অভিমান
মা মানে মায়ের ভয়ে মিথ্যে বলা এবং ধরা পড়ে যাওয়া
মা মানে সন্তানের চোখ দেখে সব অন্যায় বুঝে ফেলা
মা মানে মেয়ের সব অর্থহীন যুক্তির কাছে ইচ্ছোকৃত হারমানা
মা মানে প্রচন্ড দুঃখ পেলে আশ্রয়ের প্রত্যাশা
মা মানে সন্তানের দেরিতে বাড়ি ফেরার চিন্তায় অস্থির কোন মুখ
মা মানে চুল বেঁধে দেয়া
মা কে নিয়ে বিখ্যাত কবিতা
মা কে নিয়ে বিখ্যাত কবিতা। যারা মা কে নিয়ে বিখ্যাত কবিতা পেতে চান। তারা এখান থেকে মা কে নিয়ে বিখ্যাত কবিতা পাবেন। এখানে মা কে নিয়ে বিখ্যাত কবিতা দেওয়া হয়েছে। তাই নিচ থেকে খুব সহজেই মা কে নিয়ে বিখ্যাত কবিতা সংগ্রহ করতে পারবেন।
মা
– কাজী নজরুল ইসলাম
যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।
কত করি উৎপাত
আবদার দিন রাত,
সব স’ন হাসি মুখে, ওরে সে যে মা!
আমাদের মুখ চেয়ে
নিজে র’ন নাহি খেয়ে,
শত দোষী তবু মা তো তাজে না।
ছিনু খোকা এতটুকু,
একটুতে ছোট বুক
যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন
বুকে করে নিশিদিন
আরাম-বিরাম-হীন
দোলা দেয় শুধাতেন, ‘কি হোলো খোকন?’
আহা সে কতই রাতি
শিয়রে জ্বালায়ে বাতি
একটু আসুখ হলে জাগেন মাতা,
সব-কিছু ভুলে গিয়ে
কেবল আমায়ের নিয়ে
কত আকুলতা যেন জাগন্মাতা।
যখন জন্ম নিনু
কত আসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোন কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু আর পিছু পিছু।
তখন সে মা আমার
চুমু খেয়ে বারবার
চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায়
বুঝিয়া নিতেন যত
আমার কি ব্যথা হোতো,
বল কে ওমন স্নেহে বুকটি ছাওয়ায়।
মাতৃ দিবস কবিতা
আমরা সবাই মাকে অনেক ভালবাসি। তাই আপনারা অনেকে মায়ের কবিতা পড়তে চাই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে চায়। আজকের পোস্টে মায়ের কবিতা দেওয়া হয়েছে। এখান থেকে মায়ের কবিতা সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে খুব সহজেই শেয়ার দিতে পারবেন।
মায়ের ভালোবাসা
_মোঃ নুর হোসেন
মাগো,বিশাল এই পৃথিবীতে
তুমি ছাড়া সবই শূন্যময়
তুমি ছাড়া আমার আপন কেউ নয়।
ছোট্ট বেলায় রৌদ্র যখন
পড়তো আমার গায়ে,
ছায়া দিতে মাগো তুমি
তোমার আঁচল দিয়ে।
অন্ধকারে ভয় পাবো বলে
রাখতে আমায় বুকে লুকিয়ে,
আজ একা পেলে মাগো তুমি
কোথায় গেলে হারিয়ে।
ছোট্ট বেলায় বলতে মাগো
মানুষ মরে গেলে হয়ে যায়
আকাশের তারা,
তাহলে মাগো ঐ আকাশে
দিলে পাড়ি আমায় ছাড়া।
বাবা আমায় সব দিয়েছে
টাকা গাড়ী বিশাল বাড়ী,
তবুও মাগো একা আমি
চলছে আমার জীবন ঘড়ি।
মাগো বিধাতার কাছে শুধু
করি প্রার্থনা,
আমার মতো জীবন যেন
আর কারো হয়না।
মায়ের ভালোবাসার কবিতা
ভালবাসার অপর নাম মা। মায়ের ভালবাসার কাছে সব ভালবাসা হার মানে। তাই আজকের এই পোস্টে আমরা জন প্রিয় কিছু মায়ের ভালোবাসার কবিতা দিয়েছি। কবিতা গুলো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে।
মায়ের ভালোবাসা
– রুবিনা মজুমদার – স্মৃতি ঘেরা আকাশ ।
তুমি আমার নয়নমণি ,
তুমি আমার হৃদয়য়েরখনি
তুমি আমার মা জননী ।
তুমি আমার শৈশবে বেঁচে থাকার
এক মাত্র তরণী ।
মা তুমি ছাড়া এই ভুবন ,
আঁধার কালো সবার জীবন ।
তুমি স্নেহময়ী মা , তুমি প্রানপ্রিয় মা ।
যখন আমি ছোট্ট ছিলাম তোমার কোলে ,
কথা বলতাম আধো আধো বোলে ,
তুমি আমায় ভালোবেসে চুমু খেতে
আমার ছোট্ট গালে ।।
মাগো তুমি হীনা —
থেমে যেতো প্রানের বীণা ।
এখন আমি বড় হলাম
চলে এলাম দূরে ,
তোমার ভালোবাসার কথা মনে করে
ভাসি আমি চোখের জলে ।
তোমার স্নেহের আঁচলের ছায়া
তোমার ভালোবাসার আদরের মায়া ,
ভুলি কেমন করে – ?
তোমার মতো এতো মধুর ভালোবাসা
আর কেহ নাহি দিবে এই জীবনে ।
মাগো তুমি হারা —
আমার জীবন ছন্ন ছাড়া ,
তোমার মতো এতো আদর করে
কে খাইয়ে দিবে ?
আমার দুঃখের দিনে –
প্রতিটা ক্ষণে ক্ষণে কে পাশে রবে ?
তুমিতো শত কষ্টে শত দুঃখে ও
আগলে ধরে রাখতে বুকে ।
মাগো তোমার হৃদয়য়ের শীতল ছায়া ,
তোমার মমতার মধুর মায়া
আর কি আছে এই জগতে ?
শেষ কথা
আশা করি এখান থেকে আপনি মা কে নিয়ে কবিতা পেয়ে গেছেন। আজকের পোষ্টটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে সবাই জীবনসঙ্গী নিয়ে কবিতা গুলো পড়তে পারে। আরও নতুন নতুন কবিতা পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও দেখুনঃ