21 february kobita

২১ শে ফেব্রুয়ারি কবিতা, ছোট কবিতা | একুশের কবিতা

২১ শে ফেব্রুয়ারি, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাভাষী অঞ্চলের জন্য একটি বিশেষ দিন। এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে, তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে বরকত, সালাম, রফিক, জব্বার সহ অনেক তরুণ শহীদ হন। ভাষা আন্দোলনের এই শহীদদের স্মরণে ও বিশ্বের সকল মাতৃভাষার প্রতি সম্মান জানাতেই এই দিনটি পালিত হয়।

এই দিনটি আমাদের ভাষা সৈনিকদের ত্যাগ ও আত্মত্যাগের স্মরণ করিয়ে দেয়। মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। ভাষাগত বৈচিত্র্য রক্ষার জন্য অনুপ্রাণিত করে। সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই আমরা এই দিনটিতে বারবার বলি, আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছিল। পরবর্তীতে সেই দিনটিকে ভাষা শহীদ দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে।যারা ভাষা শহীদদের স্মরণে ২১ শে ফেব্রুয়ারি কবিতা (21 se february bangla kobita) দেখতে চান। তারা আমাদের আজকের এই পোস্ট থেকে 21 ফেব্রুয়ারি কবিতা (21 february kobita) দেখতে পারবেন। 21 শে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা দেওয়া হয়েছে আমাদের পোস্টে। 21 শে ফেব্রুয়ারি কবিতা ভাষা শহীদদের স্মরণে লেখা হয়েছে। অসংখ্য মানুষ বাংলা ভাষার জন্য এই ফেব্রুয়ারীতে প্রাণ দিয়েছিল।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

প্রতিদিন অসংখ্য মানুষ ২১ শে ফেব্রুয়ারি কবিতা (ekushe february kobita) পেতে ইন্টারনেটে অনুসন্ধান করে। তাই আমরা আজকে একুশে ফেব্রুয়ারি কবিতা আমাদের পোস্টে তুলে ধরেছি। একুশে ফেব্রুয়ারির রয়েছে বিশেষ ইতিহাস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের জন্য সারা বিশ্বে পরিচিত। কারণ ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন ঘটনা বিরল। তাই দেখে নিন ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা। এখানে ২১ শে ফেব্রুয়ারি এর কবিতা গুলো দেওয়া হয়েছে।

আজ ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আরও একবার নিজের মাতৃভাষা কে স্মরণ করার ও শ্রদ্ধা জানানোর দিন।

মাতৃভাষার অবমাননা বন্ধ করে তাকে আরও মহিমান্বিত করে তুলুন। 

ভাষা সেতো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণ মিঠালো
সেইতো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা
ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা
যে ভাষাতে সদা থাকে জাগি
সে ভাষার কোন দশা আজি
তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা
হায়নার গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনি পতি ধনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই
ভাষা সেতো র*ক্তে ভেজা ২১শের দুপুর
র*ক্ত! সেতো নতুন সূর্যদয়
যে ভাষার লাগি র*ক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী
ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি
পৃথিবীর মানুষ অভাব রয়
বাংলা ভাষার হলো জয়।

আরও দেখুনঃ

২১ শে ফেব্রুয়ারি ছোট কবিতা

কবিতা বড় করে লেখা যায় আবার ছোট করে লেখা যায়। তাই যারা ২১ শে ফেব্রুয়ারি ছোট কবিতা পেতে চান। তাদের জন্য এখানে ২১ ফেব্রুয়ারি কবিতা দেওয়া হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে কবিতা আরো পেতে নিচের অংশ খেয়াল করুন।

মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
র*ক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
র*ক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা…

আরও দেখুনঃ ২১ শে ফেব্রুয়ারি ছোট কবিতা

ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, ছবি ও উক্তি

২১ শে ফেব্রুয়ারি বাংলা কবিতা

আজকের এই দিনটিতে মনের গভীর থেকে ভাষা শহীদদের স্মরণ করছি। তাই যারা ২১ শে ফেব্রুয়ারি বাংলা কবিতা (21 february bangla kobita) সবার সাথে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কিত বাংলা কবিতা দেয়া হয়েছে। আশা করি একুশে ফেব্রুয়ারি বাংলা কবিতা (21 february kobita bangla) গুলো আপনারা সবার সাথে শেয়ার করতে পারবেন।

21 se february kobita

বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ
শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান,
ভুলিনি আজো, তাদের র*ক্ত বৃথা যায়নি
স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।
বায়ান্ন সালের একুশের এমন এক দিনে
সালাম রফিক জব্বার আর কত কত জনে
মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।
বিল ঝিল হাওড় নদী কলকল তানে
আমারে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।
পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
রাতের জোনাকী ফুল ফল, খুশি মানেনা বাধ
মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ
এইতো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।
ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা, মায়েরই ভাষা ।
শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই
কোন কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।

কবিতা

21 february bangla kobita

আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
র*ক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!

এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই র*ক্ত লালে
নয় অজানা কারো।

একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!

এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?

সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি…।

আরও পড়ুনঃ

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা

মহান মাতৃভাষা দিবস উদযাপনের জন্য ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেকে কবিতা লিখে থাকে। আপনারা যারা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা সবার সাথে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে একুশে ফেব্রুয়ারির জনপ্রিয় কবিতা গুলো দেওয়া হয়েছে।আমরা আশা করছি একুশে ফেব্রুয়ারি কবিতা গুলো আপনাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে আরো সুন্দর করবে।

equshe february new kobita

জহিরের কথাগুলো দৈববাণী হয়।
আরেক ফাল্গুনে দেখো, জনতার স্রোত,
সত্যিই দ্বিগুণ হয় –
রাজপথে নেমে আসে, গলিত লাভার মত;
স্ফুলিঙ্গ অনল হয়ে দাবানল হয়।
বাংলার ঘরে ঘরে গাফফার গেয়ে উঠে,
আমার ভায়ের র*ক্তে রাঙ্গানো …….. একুশের গান।

আমাদের অন্তর্গত হৃদয়ের বাণী,
ছড়ায় সমগ্র বিশ্বে – গানে গানে, কবিতা কথায়।
সুদূর টরেন্টো হয়ে, চেরিদের বনে,
পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।
ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙ্গারুর ভূমি।
মাতৃভাষা স্মৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,
মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।

শুন হে বরকত শুন, শুন হে সালাম,
তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
তোমরা দিয়েছ প্রাণ, তাই –
আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।

আরও দেখুনঃ ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা উক্তি

মাতৃভাষা নিয়ে কবিতা, উক্তি ও ছবি

একুশ নিয়ে কবিতা

21 february kobita cover

একুশের নতুন কবিতা দেওয়া হয়েছে আমাদের পোস্টে। আমরা চেষ্টা করেছি একুশের সেরা কবিতা গুলো আমাদের পৌঁছে দেওয়ার জন্য। তাই যারা একুশের কবিতা সমগ্র পিডিএফ ডাউনলোড করতে চান। তারা আমাদের পোষ্ট থেকে করতে পারবেন।

21 february images

আমরা মাতৃভাষা কবিতা আমাদের পোষ্টে দিয়েছি। তাই দেখে নিন ভাষা দিবসের কবিতা। ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কিত কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি কবিতা (21 february er kobita) সবার সাথে শেয়ার করবেন।

একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।

বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
র*ক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।

তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
র*ক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।

বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
র*ক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।

ফেব্রুয়ারী নতুন কবিতা 

21 february er kobita

ও মা তোর মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওই হায়ানার দল ।
আমার চৌদ্দ পুরুষ বাপ-দাদাদের আঁখড়ে ধরা
আপন বুলি কেমনে ভুলি বল ?
জারি –সারি-ভাটিয়ালী –নকশি কাঁথার গান
এসব আমার বাংলা ভাষার অমূল্য উপাদান।
মাগো ওরা কয়, উর্দু হইব দুই বাংলার কথা,
সয়নায় তোর সন্তানেরা এ অন্যায়ের ব্যাথা ।
ছাত্র-শিক্ষক,স্রমিক-মজুর উঠেছিল ফেঁপে
সারা বাংলা আন্দোলনে উঠেছিল কেঁপে ।
একতার মুঠো হাত – বিক্ষোভের স্বর
আকাশে –বাতাসে তোলে প্রতিবাদের ঝড় ।
জয় বাংলা, বাংলার জয়-
হবে হবে হবে –হবে নিশ্চয়
কোটি বাঙ্গালী একসাথে , জেগেছে অরুনপ্রাতে
মায়ের ভাষা রবে সুরক্ষিত –অক্ষয় ।
রাষ্ট্র ভাষা বাংলা চাই,রাষ্ট্র ভাষা বাংলা চাই
সকলের প্রানে বাজে এক সুরের সানাই ।
থামবে না প্রতিবাদ চলবে লড়াই
ছাড়বনা নিজ মায়ের বুলি –মরে হবো ছাই ।
বজ্র মুষ্টি,জোর প্রতিবাদ চলে বারংবার
পাক পুলিশের গুলিতে মিছিলে উঠে হাহাকার,
লুটে পড়ে সালাম,বরকত,রফিক,জব্বার।
দিনটি ২১, মাস ফেব্রুয়ারী
আমার ভাইয়ের র*ক্ত মাখা শার্ট ভুলতে কি পারি ?
নাম নাজানা কত ভাষা শহীদ গন
ছিনিয়ে এনেছিল মাগো তোর চির আসন ।
বিশ্বের দরবারে আজ কত সম্মান,
মায়ের তরে রেখে গেলো যারা অবদান
তাদের জানাই সস্রদ্ধ কোটি কোটি সালাম।

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারি কবিতা আপনাদের সাথে শেয়ার করার জন্য।আপনাদের যদি ২১ শে ফেব্রুয়ারি কবিতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো ভালো ভালো কবিতা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।

আরও পড়ুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top