প্রতিদিন অসংখ্য মানুষ ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা পাওয়ার জন্য অনুসন্ধান করে। আমরা আজকে পোস্ট লিখেছি ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা সম্পর্কে। তাই আপনারা যারা ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা (ghum na asa niye kichu ukti) পেতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট এ বিখ্যাত ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা দেওয়া হয়েছে। আশা করছি ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা আপনাদের জীবনে সময়কে আরো সুন্দর ভাবে ব্যবহার করতে সাহায্য করবে। আশা করি পোষ্টটি সবার ভাল লাগবে।
Contents
ঘুম না আসা নিয়ে উক্তি
তাই যারা ঘুম না আসা নিয়ে উক্তি ও বাণী পেতে চান তাদের জন্য আমরা জনপ্রিয় ঘুম না আসা নিয়ে উক্তি গুলো আমাদের এখানে দিয়েছি। আপনারা চাইলে ঘুম না আসা নিয়ে উক্তি ও বাণী এখান থেকে সংগ্রহ করে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারেন।
- “রাত্রি সবার ছখে ঘুম আনতে পারে না”
- “যার ঘুম নেই, তার মত দুঃখী কেউ নেই। – অস্কার হ্যারল্ড”
- “যার ভাল ঘুম হয় না তার চিন্তা ভাবনা সুন্দর হয় না। আর যে সৎচিন্তা করে সে মহৎ কাজে ব্রতী হয়।—উইলিয়াম লিথগাে”
- “কেউ যখন প্রেমে পড়ে তখন সে ঘুমাতে পারে না কারণ অবশেষে বাস্তবতা স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে ওঠে।— ডক্টর সেউস”
- “চাপ নিয়ে ঘুমানো উচিত না, সেটার সাথে লড়েই ঘুমানো উচিত।— ফিলিস ডিলার”
- “যার ঘুম আসে না। সেই বুঝে, গুম না আসার কষ্ট”
ঘুম আসে না স্ট্যাটাস
আপনারা যারা ঘুম না আসা কিছু স্ট্যাটাস এবং এসএমএস পেতে চান। তাদের জন্য এখানে ঘুম না আসা অসাধারণ স্ট্যাটাস দেওয়া হয়েছে। আশা করছি এগুলো আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভালো লাগবে।
রাতগুলো সব গভীর হয়, নিদ্রা নেই তবুও
কেমন করে কাটবে সময়, কি করিবো প্রভু!
জোছনাতে তাও আকাশ দেখি, প্রহর কেটে যায়-
অমাবস্যার অন্ধকারে কি করিবো হায়!
জীবন থেকে নিদ্রা গেছে, নেই ঘুমপরীদের গান
স্বপ্নরাও সব গেছে ছাড়ি- একাকিত্ব মোর প্রান;
বিষন্নতায় আছে ছেয়ে মনের কারাগার
ইচ্ছে আমার পেরিয়ে যায় দুঃখের পারাবার।নিদ্রা আমায় ছেড়ে গেছে আপন ঠিকানায়
একলা আমি দগ্ধ হই মনের যাতনায়,
সংঘর্ষটা নিজের সাথে, নিদ্রা উপমা
দোহাই প্রভু নিদ্রা দাও, করো করুনা।
ঘুম না আসার কষ্টের স্ট্যাটাস
পড়াশোনার নামে আমার চোক্ষে আসে ঘুম
গভীররাতে ঘুম বাবাজি হয়ে যাবে গুম,
দিনের বেলায় নিদ্রা যাবো, রাতেরবেলা কাজ
উল্টোপাল্টা স্বভাব আমার জীবনেরই সাজ।ঘুমের ঘোরে স্বপ্ন সাজাই, করি অসাধ্য সাধন
জানি ঘুম বাবাজি এ জীবনের অমোঘ বাধন,
ঘুমের মাঝে শ্রান্তি মেলে- পাই সুখের পারাবার
দুচোখ ভরা স্বপ্ন আছে, নেই কিছুই হারাবার।যেথায় সেথায় নিদ্রা যাবো সমস্যাতো নাই
মেজাজ খুবই খারাপ হবে ব্যঘাত যদি পাই,
ঘুমের মাঝেই সুখ যে আমার, ঘুমের নামেই সব
দুচোখ থেকে ঘুম কেড়ো না আমার প্রিয় রব।
ঘুম না আসা নিয়ে কবিতা
আপনারা যারা ঘুম না আসা নিয়ে কবিতা পড়তে ভালবাসেন। তাদের জন্য এখানে ঘুম না আসা নিয়ে কবিতা দেওয়া হল।আশা করি সবার ভাল লাগবে। এখান থেকে ঘুম না আসা নিয়ে কবিতা আপনার ফেসবুক টাইম লাইন এ দিতে পারবেন।
ঘুম না আসা রাতে
আমার ঘুম না আসা রাতেজানি ঘুমিয়ে থাকিস তুইআমার দুঃখ মাখা হাতেতোকে কেমন করে ছুঁই
আমি অপেক্ষাতেই থাকিকখন আসবে ঘুমের রাতকখন সুখের মত হবেআমার দুঃখ নীলাভ হাত
আমার অশ্রু ভিষণ নোনাআমার কস্ট চাপা বুকআমি মুখোশ পরে হাসিআমি আসলে মিথ্যুক
সাদা কালো কিছু শব্দ সিলিং জুড়ে ভাসে,
অপেক্ষায় ক্লান্ত চোখের পাতা, না জানি কখন ঘুম আসে!
রাতের নিস্তব্ধতায় এলোমেলো সব ভাবনারা দানা বাঁধে,
ভয় হয়, ভালো মন্দের আপেক্ষিকতা, ভাবনায় না বাধ সাধে!
মনের সাদা ক্যানভাসেতে করি আঁকিবুঁকি যত,
নানান রঙে ভরিয়ে তুলি ইচ্ছে খুশি মতো।
শব্দগুলো গান হয়ে যায় হাওয়ার সাথে মিশে,
ইচ্ছেগুলো মেলে ডানা যায় হারিয়ে রূপকথার দেশে।
পেতে চায় প্রাণ ভালোবাসা, যন্ত্রময় জীবনের অবকাশে,
দেখা দিক রামধনু বাস্তবের কঠোর কালো আকাশে।
মাঝে মাঝে বেশ লাগে আকাশ কুসুম কল্পনায় ডুব দিতে,
তুমি না হয় হয়ো মোর কাণ্ডারি এই ঘুম না আসা রাতে।
এক সাথে দেবো পাড়ি সুদূর কোনো নাম না জানা দ্বীপে,
আর না হয় হবো অমর, ভালোবাসার সলিল সমাধিতে।
ঘুম না আসা রাতে
ঘুম না আসা আঁধার রাতে
জেগে থাকি রোজ,
তোমার স্মৃতি বুকের মাঝে
করি আমি খোঁজ।একলা কাঁদি আঁধার ঘরে
খাটের উপর শুয়ে,
চোখের জলে আমার দেহ
যায় যে শুধু ধুয়ে।
মনে মনে তোমার কথা
বলি আমি কত?
বুকের ভেতর তখন আমার
ব্যথা শত শত!দুটি চোখে চেয়ে দেখি
শুধু তোমার ছবি,
কাগজ-কলম হাতে নিয়ে
হঠাৎ আমি কবি!তোমার মুখের কথা গুলো
আছে আমার মনে,
সুখের আশায় জীবন আমার
এখন দুখের বনে।
সর্বশেষ কথা
আশা করি আজকের পোস্ট এর সাহায্যে সবাই ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের যদি ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা পোস্ট ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে সবাই ঘুম না আসা নিয়ে উক্তি বাণী ও কবিতা সম্পর্কে জানতে পারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আরও দেখুন