বিদেশ ভ্রমণের বিমানের সাহায্য নিতে হয় এক্ষেত্রে অল্প খরচে ভ্রমণ করতে কে না চায়। এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আপনার কাঙ্খিত স্থানে যাওয়ার জন্য এমিরেটসের টিকিট সংগ্রহ করতে হবে। আপনি যদি ইতিমধ্যে এই এয়ারলাইন্সের টিকিট হাতে পেয়ে থাকেন। আপনি চাচ্ছেন টিকিট চেক করতে। সাধারণত টিকেট চেক করার মূল উদ্দেশ্য হচ্ছে দুটি কারণ, এক হচ্ছে টিকিট আসল কিনা এবং টিকিটের সিডিউল। আপনার হাতে থাকা টিকেট যদি নকল হয়, কিংবা সিডিউল পরিবর্তন হয়, আপনাকে ফিরে আসতে হবে। টিকিট চেক করার মাধ্যমে জানতে পারবেন টিকিট আসল না নকল।তাই এমিরেটস এয়ারলাইন্সের টিকিট চেক করার জন্য। আমাদের এই পোস্টে থাকা পদ্ধতি গুলো অবলম্বন করে, খুব সহজেই চেক করে নিতে পারবেন।
এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম প্রয়োজন। কিভাবে টিকিট চেক করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আশা করা যায় এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার টিকিটের যাবতীয় তথ্য।
Contents
ইমারত এয়ারলাইন্স টিকেট চেক
আপনি যদি এমিরেটস এয়ারলাইন্সের সাহায্যে আপনার কাঙ্খিত স্থানে পৌঁছানোর জন্য, টিকিট সংগ্রহ করে থাকেন। তা হতে পারে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে। এক্ষেত্রে টিকিট চেক করা জরুরী। এখানে টিকিট চেক করার পদ্ধতি দেখানো হয়েছে। টিকিট চেক করার পূর্বে এই সংস্থার বিষয়ে কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। অল্প খরচে এই এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমণ করা যায়। এই সংস্থাটি আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। দুবাইয়ের গারাউদে এর সদর দপ্তর, এখান থেকে ফ্লাইট পরিচালনা করা হয়। এয়ারলাইন্সের বহরে ২৫২ টি বিমান রয়েছে এবং ১৫৭ টি ডেসটিনেশনে পরিচালনা করছে। সব মিলিয়ে বলা যায় গ্রাহকদের সেবা প্রদানে যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এতে করে ভ্রমণযাত্রায় অনেক সহজ হয়।
এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক করার পদ্ধতি
আপনার টিকিট চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কিছু তথ্য প্রেরণ করতে হবে, যেমন টিকিটের বুকিং রিফারেন্স নাম্বার, বা পিএনআর নাম্বার এবং টিকিটের থাকা আপনার নামের শেষের অংশ। টিকিটের এই তথ্য প্রেরণ করার মাধ্যমে আপনাকে একটি স্ট্যাটাস দেখাবে। এখান থেকে দেখে নিতে পারবেন টিকিটে যাবতীয় তথ্য। যদি কারণবশত টিকিটের তথ্য না আসে। এক্ষেত্রে আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে যার মাধ্যমে টিকিট তৈরি করেছেন।
এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক করার লিংক
অনলাইনে টিকিট চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। আমাদের এই পোস্টে থাকা লিংকে প্রবেশ করুন। তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। কিংবা একটি ব্রাউজার সিলেক্ট করুন, ব্রাউজারের সার্চ বক্সে লিখুন এমিরেটস এয়ারলাইন্স, এরপর প্রবেশ করুন। তাদের অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন। এ সকল ঝামেলা অতিক্রম করতে আমাদের ওয়েবসাইটে থাকা লিঙ্কে প্রবেশ করুন।
- প্রথম ধাপ: ওয়েবসাইটের প্রবেশ করার পর accept এ প্রবেশ করুন।
- দ্বিতীয় ধাপ: মেনু বার খেয়াল করুন manage booking নামে অপশন রয়েছে প্রবেশ করুন একটি বক্স খুলবে।
- তৃতীয় ধাপ: উক্ত স্থানে last name ও booking reference number বসিয়ে manage booking এ প্রবেশ করুন। (বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট কোথায় পাবেন। আপনার টিকিট হাতে নিন, উপরের দিকে খেয়াল করুন ৬ সংখ্যার বুকিং রেফারেন্স নাম্বার আছে। এবং টিকিটের যেকোন অংশে আপনার নাম রয়েছে, নামের শেষের অংশ হচ্ছে লাস্ট নেম।)
- চতুর্থ ধাপ: টিকিটের বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম যদি সঠিক হয়। তাহলে একটি স্ট্যাটাস আসবে। এই স্ট্যাটাস থেকে আপনি টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম
একটি টিকিট চেক করার মাধ্যমে সাধারণত কি জানা যায়, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। প্রথমটি হচ্ছে টিকিট আদৌ আসল কিনা। দ্বিতীয়টি হল টিকিট সিডিউল পরিবর্তন হয়েছে কিনা। এই দুটি বিষয়ে জানা না থাকলে আপনাকে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে। স্ট্যাটাস থেকে আরো যে সকল বিষয়ে জানতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য।
- প্রথম: বুকিং রেফারেন্স নাম্বার
- দ্বিতীয়: passenger details (প্যাসেঞ্জার নাম, যদি গ্রুপ টিকিট হয়)
- তৃতীয়: flight status (কোন স্থান থেকে কোন স্থানে পৌছাবে, এবং কাঙ্খিত স্থানে পৌঁছাতে কত সময় লাগবে)
এ সকল তথ্য ছাড়াও অন্যান্য বিষয়বস্তু দেখতে পারবেন। আপনাকে একটু ঘাটাঘাটি করে দেখে দিতে হবে।
আশা করা যায় এই পোস্ট আপনাদের উপকারে এসেছে। এই পোস্টে থাকা পদ্ধতি গুলো অবলম্বন করে খুব সহজে দেখে নিতে পেরেছেন। আপনার টিকিটের যাবতীয় তথ্য। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
আরও দেখুনঃ