ফ্লাই দুবাই এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম ও লিংক

ফ্লাই দুবাই এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম ও লিংক ২০২৪

আরব আমিরাত আমরা সাধারণত দুবাই নামে চিনি। উন্নত রাষ্ট্র দুবাই, তাদের বিলাসবহুল জীবন যাপন, চারদিকে নান্দনিক দৃশ্য পর্যটকদের ভিড় জমায়। যারা ভ্রমণ করতে পছন্দ করে অনেকেরই দুবাই যাওয়ার আগ্রহ থাকে। পর্যটকদের জন্য দুবাই অত্যন্ত আকর্ষণীয় শহর। এজন্যই পর্যটকদের আনাগোনা দুবাইয়ে অনেক বেশি। বিভিন্ন দেশ থেকে দুবাইয়ে পর্যটকদের আনাগোনা হয়। এর মধ্যে থেকে বাংলাদেশ থেকেও দুবাই অনেকেই যায়।

হয়তো আপনি দুবাইয়ে ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন। যাই হোক না কেন শুধু ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়না। একেকজনের একেক ধরনের কর্মব্যস্ততা থাকে অনেকেই কর্মসংস্থানের উদ্দেশ্যে যায়। কেউবা ব্যবসা বাণিজ্যের জন্য যায়। এছাড়া প্রবাসীরা তো রয়েছেই তাদের কর্মসংস্থানের জন্য। বাংলাদেশ থেকে প্রায় বিভিন্ন কাজের জন্য দুবাই পাড়ি জমায় অনেকেই। আপনি হয়তো দুবাই যাওয়ার জন্য সকল বিষয়বস্তু সংগ্রহ করেছেন। শুধু টিকিট সংগ্রহ করা বাকি কিংবা টিকিট হাতে পেয়েছেন। এখন টিকিট চেক করতে চাচ্ছেন। কেননা টিকিট তৈরি করার জন্য দালাল বা এজেন্সি সাহায্যের প্রয়োজন। এক্ষেত্রে দেখা যায় প্রতারক চক্রের হাতে পড়লে ক্ষতির সম্মুখীন হতে হয়।

তাই সতর্কতা অবলম্বনে টিকিট চেক করা জরুরী। তাই আপনার হাতে থাকা টিকিট আসল না নকল বা টিকিটের তথ্য জানার জন্য আজকের এই পোস্টে থাকা নিয়মাবলী দেখে নিন। এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

ফ্লাই দুবাই টিকেট চেক

বিদেশ ভ্রমণে পাসপোর্ট ও ভিসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি টিকিট অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেমন বিমান ছাড়া ভ্রমণ করতে পারবেন না। তেমনি টিকিট ছাড়া বিমানে উঠতে পারবেন না, তাই টিকিট চেক করা জরুরী। টিকিট চেক করার পূর্বে দুবাই এয়ারলাইন্স সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। স্বল্প খরচে দুবাইয়ের বিমান সংস্থা একটি। দুবাই এয়ারলাইন্স দুবাইয়ের একটি বিমান সংস্থা। এই সংস্থাটির পরিচালনা সরকারের তত্ত্বাবধানে। এটি সরকারি মালিকানাধীন সংস্থা। বর্তমানে মোট বিমান সংখ্যা ৫৪ টি এবং সংস্থাটি মোট ৯৪ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করেছেন। তাই বলা যায় অন্যান্য দেশের তুলনায় ভালো উদ্যোগ নিয়েছে তারা। এই সংস্থা থেকে যাত্রীবাহন বিমান পরিচালনা অনেক সহজ এবং মজবুত।

Fly Dubai Ticket Check

বিভিন্ন কাজের জন্য কিংবা ট্যুরের জন্য অনেকেই পাড়ি জমায় দুবাইয়ে, আবার অনেকেই ব্যবসাবাণিজ্যে যায়। দুবাই যাওয়ার জন্য হয়তো আপনি টিকিট সংগ্রহ করেছেন। আপনি এখন জানতে চাচ্ছেন টিকিট আসল কিনা এবং টিকিটের যাবতীয় তথ্য। ফ্লাই দুবাই এয়ারলাইন্স দুবাইয়ের একটি বিমান সংস্থা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফ্লাই দুবাই। আপনার হাতে থাকার টিকিট চেক করার জন্য তাদের ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এজন্য আপনাকে আপনার স্মার্টফোনটি ব্যবহার করতে হবে।

ফ্লাই দুবাই টিকেট প্রাইস

আপনার মোবাইল ফোনের একটি ব্রাউজার ওপেন করুন। হতে পারে তা ক্রোম ব্রাউজার এটি সহজ মাধ্যম ওয়েবসাইটের প্রবেশ করার জন্য। ক্রোম ব্রাউজারে fly dubai লিখে অনুসন্ধান করুন। অথবা আমাদের ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর ওয়েবসাইটের হোম পেজ চালু হবে।

  • প্রথম ধাপ: টিকেট চেক করার জন্য ফ্লাই দুবাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • দ্বিতীয় ধাপ: মেনুবার থেকে manage booking‌ এ ক্লিক করুন। এরপর একটি বক্স আসবে এখানে last name এবং booking reference number প্রেরণ করুন। (বলতে পারেন রেফারেন্স নাম্বার কি বা লাস্ট নেম কোথায় পাবো। আপনার কাঙ্খিত টিকিটের উপরে দিকে খেয়াল করুন। বুকিং রেফারেন্স নাম্বার রয়েছে সাধারণত ৬ ডিজিটের হয়। এবং টিকেটের মাঝামাঝি অবস্থায় বা টিকিটের যেকোনো জায়গায় আপনার নাম দেয়া আছে নামের শেষর অংশ)
  • তৃতীয় ধাপ: সঠিক স্থানে last name ও booking reference নাম্বার বসিয়ে view booking ক্লিক করুন। এখন দেখে নিন আপনার টিকিটের স্ট্যাটাস। এই স্ট্যাটাস থেকে আমি দেখে নিতে পারবেন টিকিটের যাবতীয় তথ্য।

ফ্লাই দুবাই এয়ারলাইন্স টিকিট চেক

টিকিট কি কারণে চেক করার প্রয়োজন। প্রথমে যে বিষয়ে খেয়াল রাখতে হয় টিকিট আসল না নকল। এরপর প্রয়োজন টিকিটের schedule পরিবর্তন হয়েছে কিনা। সাধারণত এই দুই বিষয় চেক করলেই হয়। এছাড়াও টিকিট স্ট্যাটাস থেকে আপনি আরো কি জানতে পারবেন। টিকিটের বেশ কিছু তথ্য জেনে নিতে পারবেন। যেমন- সিডিউল পরিবর্তন হয়েছে কিনা, গ্রুপ টিকিট কিনা, সিট নাম্বার, সর্বোচ্চ কত কেজি মালামাল নিতে পারবেন, কখন ফ্লাইট ছাড়বে, দুবাই কোন এয়ারপোর্টে থামবে ইত্যাদি সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবেন।

আশা করা যায় এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই দুবাইয়ের টিকিট চেক করে নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারেন। হয়তো আপনার উপকারে আসতে পারে।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top