ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া। আজকে আমরা কথা বলবো ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য নিয়ে। ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন অনেক মানুষ জয়দেবপুরের উদ্দেশ্যে যাতায়াত করে। এবং বর্তমান সময়ে ঢাকা থেকে জয়দেবপুর এর দিকে অনেক ট্রেন যাতায়াত করে। আপনি খুব সহজেই ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেন খুঁজে পাবেন।  আমরা আমাদের এই পোস্টে ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী যাওয়ার সকল ট্রেনের তথ্য তুলে ধরবো।

ঢাকা থেকে জয়দেবপুর বাসের মাধ্যমে যেতে চাইলে। সেটা হবে অনেক কষ্টকর। যার জন্য সবাই খুব কম সময়ের মধ্যে ট্রেন এর সাহায্যে ঢাকা থেকে জয়দেবপুর চলে যায়। এবং সবাই আরামদায়ক ভ্রমণের পদ্ধতি খুঁজে বেড়ায়। ঢাকা শহরের জামের ভিতর বাসে যাতায়াত করা খুবই কষ্টকর। আপনারা চারটে ঢাকা থেকে জয়দেবপুরের সকল ট্রেনের তথ্য ও টিকিটের মূল্য সম্পর্কে জানতে পারেন সেই চেষ্টাই আমরা করেছি।

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের উদ্দেশ্যে অনেক ট্রেন গন্তব্যের দিকে ছেড়ে যায়। যার জন্য জয়দেবপুর পর্যন্ত সব ট্রেনী একই লাইনে থাকে। আপনি চাইলে ময়মনসিংহ অথবা উত্তরবঙ্গের যে কোন ট্রেনে চড়ে জয়দেবপুর পর্যন্ত যেতে পারেন। নিচে ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেনের সময়সূচীর তালিকা উল্লেখ করা হলো:

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
একতা এক্সপ্রেস (৭০৫)নাই১০ঃ১৫১১ঃ০৫
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)নাই১৮ঃ১৫১৯ঃ০৫
যমুনা এক্সপ্রেস (৭৪৫)নাই১৬ঃ৪৫১৭ঃ৩৪
লালমনি এক্সপ্রেস (৭৫১)শুক্রবার০৯ঃ৪৫২২ঃ৩৬
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩)রবিবার১৪ঃ৪০১৫ঃ৩০
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)নাই২০ঃ০০২০ঃ৫৩
পদ্মা এক্সপ্রেস (৭৫৯)মঙ্গলবার২২ঃ৪৫২৩ঃ৩৬
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)রবিবার১৯ঃ৩০১৯ঃ৪০
ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯)বৃহস্পতিবার০৬ঃ০০০৬ঃ৫০
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬)শনিবার১৬ঃ১৫১৭ঃ০৬
হাওর এক্সপ্রেস (৭৭৮)বুধবার২২ঃ১৫২৩ঃ০৫
জামালপুর এক্সপ্রেস (৭৯৯)রবিবার১০ঃ০০১০ঃ৪৯
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫)শনিবার১৭ঃ০০১৭ঃ৫১
টাঙ্গাইল কমিউটার (১০৩৩)শুক্রবার১৮ঃ০০১৮ঃ৫০

এখানে দেখুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের টিকিটের মূল্য

আপনি যদি এর আগে যাতায়াত করে থাকেন। হলে অবশ্যই জানেন ঢাকা থেকে জয়দেবপুর খুব বেশি দূরে নয়। যার জন্য আপনি খুব অল্প খরচের মাধ্যমে ঢাকা থেকে জয়দেবপুর যেতে পারেন। এবং একটি ট্রেনের ভিতরে বিভিন্ন আসন ব্যবস্থা থাকে। আপনি চাইলে কম টাকার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। অথবা চাইলে বেশি টাকার মাধ্যমে ভালো আসন ব্যবস্থা কিনে যাতায়াত করতে পারেন। নিচে ঢাকা টু জয়দেবপুর ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করা হলো:

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৪৫ টাকা
শোভন চেয়ার৫০ টাকা
প্রথম সিট৯০ টাকা
প্রথম বার্থ১১০ টাকা
স্নিগ্ধা১১৫ টাকা
এসি সিট১২৭ টাকা
এসি বার্থ১৫০ টাকা

আশা করছি আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট তথ্যটি খুঁজে পেয়েছেন। এবং পোস্টটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই খুব সহজেই এই তথ্যটি খুঁজে পায়। আপনার যদি ট্রেন ভ্রমণ এর বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।

আরও জানুনঃ 

Leave a Comment