ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া। আজকে আমরা কথা বলবো ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য নিয়ে। ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন অনেক মানুষ জয়দেবপুরের উদ্দেশ্যে যাতায়াত করে। এবং বর্তমান সময়ে ঢাকা থেকে জয়দেবপুর এর দিকে অনেক ট্রেন যাতায়াত করে। আপনি খুব সহজেই ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেন খুঁজে পাবেন।  আমরা আমাদের এই পোস্টে ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী যাওয়ার সকল ট্রেনের তথ্য তুলে ধরবো।

ঢাকা থেকে জয়দেবপুর বাসের মাধ্যমে যেতে চাইলে। সেটা হবে অনেক কষ্টকর। যার জন্য সবাই খুব কম সময়ের মধ্যে ট্রেন এর সাহায্যে ঢাকা থেকে জয়দেবপুর চলে যায়। এবং সবাই আরামদায়ক ভ্রমণের পদ্ধতি খুঁজে বেড়ায়। ঢাকা শহরের জামের ভিতর বাসে যাতায়াত করা খুবই কষ্টকর। আপনারা চারটে ঢাকা থেকে জয়দেবপুরের সকল ট্রেনের তথ্য ও টিকিটের মূল্য সম্পর্কে জানতে পারেন সেই চেষ্টাই আমরা করেছি।

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের উদ্দেশ্যে অনেক ট্রেন গন্তব্যের দিকে ছেড়ে যায়। যার জন্য জয়দেবপুর পর্যন্ত সব ট্রেনী একই লাইনে থাকে। আপনি চাইলে ময়মনসিংহ অথবা উত্তরবঙ্গের যে কোন ট্রেনে চড়ে জয়দেবপুর পর্যন্ত যেতে পারেন। নিচে ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেনের সময়সূচীর তালিকা উল্লেখ করা হলো:

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
একতা এক্সপ্রেস (৭০৫) নাই ১০ঃ১৫ ১১ঃ০৫
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) নাই ১৮ঃ১৫ ১৯ঃ০৫
যমুনা এক্সপ্রেস (৭৪৫) নাই ১৬ঃ৪৫ ১৭ঃ৩৪
লালমনি এক্সপ্রেস (৭৫১) শুক্রবার ০৯ঃ৪৫ ২২ঃ৩৬
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) রবিবার ১৪ঃ৪০ ১৫ঃ৩০
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) নাই ২০ঃ০০ ২০ঃ৫৩
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) মঙ্গলবার ২২ঃ৪৫ ২৩ঃ৩৬
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) রবিবার ১৯ঃ৩০ ১৯ঃ৪০
ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) বৃহস্পতিবার ০৬ঃ০০ ০৬ঃ৫০
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) শনিবার ১৬ঃ১৫ ১৭ঃ০৬
হাওর এক্সপ্রেস (৭৭৮) বুধবার ২২ঃ১৫ ২৩ঃ০৫
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) রবিবার ১০ঃ০০ ১০ঃ৪৯
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) শনিবার ১৭ঃ০০ ১৭ঃ৫১
টাঙ্গাইল কমিউটার (১০৩৩) শুক্রবার ১৮ঃ০০ ১৮ঃ৫০

এখানে দেখুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের টিকিটের মূল্য

আপনি যদি এর আগে যাতায়াত করে থাকেন। হলে অবশ্যই জানেন ঢাকা থেকে জয়দেবপুর খুব বেশি দূরে নয়। যার জন্য আপনি খুব অল্প খরচের মাধ্যমে ঢাকা থেকে জয়দেবপুর যেতে পারেন। এবং একটি ট্রেনের ভিতরে বিভিন্ন আসন ব্যবস্থা থাকে। আপনি চাইলে কম টাকার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। অথবা চাইলে বেশি টাকার মাধ্যমে ভালো আসন ব্যবস্থা কিনে যাতায়াত করতে পারেন। নিচে ঢাকা টু জয়দেবপুর ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করা হলো:

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৪৫ টাকা
শোভন চেয়ার ৫০ টাকা
প্রথম সিট ৯০ টাকা
প্রথম বার্থ ১১০ টাকা
স্নিগ্ধা ১১৫ টাকা
এসি সিট ১২৭ টাকা
এসি বার্থ ১৫০ টাকা

আশা করছি আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট তথ্যটি খুঁজে পেয়েছেন। এবং পোস্টটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই খুব সহজেই এই তথ্যটি খুঁজে পায়। আপনার যদি ট্রেন ভ্রমণ এর বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।

আরও জানুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top