দামি বাইকের কথা চিন্তা করলে প্রথমেই প্রিমিয়াম সেগমেন্টের বাইকের কথা মনে পড়ে। সুন্দর ডিজাইন, আধুনিক ডিজাইন, আধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন, ভালো সার্ভিস, ব্যান্ডের জনপ্রিয়তা এবং দেখতে স্টাইলিশ হতে হবে। সাথে দাম হতে হবে ফিচার অনুযায়ী অর্থাৎ ভালো ফিচার থাকবে দাম হবে বাজেটের মধ্যে। এমন বেশ কিছু বাইকের লিস্ট এখানে তুলে ধরব। স্পেসিফিকেশন অনুযায়ী দাম হবে ঠিকঠাক। যে বাইক গুলো বাংলাদেশ বাজারে জনপ্রিয়তা লাভ করেছে এবং গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনতে হলে গুনতে হবে ৫ লক্ষ টাকার থেকেও বেশি। তবে বেশ কিছু বাইক রয়েছে তিন লক্ষ টাকার আশেপাশে যেগুলো দেখতে স্টাইলিশ। সব মিলিয়ে আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের বাইক কেনার চিন্তা করেন। এক্ষেত্রে এই পোস্ট আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বেশকিছু জনপ্রিয় বাইকের নাম ও দাম।
Contents
বাংলাদেশের দামি বাইক
প্রিমিয়াম সেগমেন্টের বাইকের দাম যত বেশি। ব্যান্ডের জনপ্রিয়তা তত বেশি, গ্রাহকদের চাহিদাও তত বেশি। বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে কাওয়াসাকি, ইয়ামাহা, সুজুকি, কেটিএম, হুন্ডা এ ব্যান্ডের জনপ্রিয়তা। আধুনিক টেকনোলজি সবমিলিয়ে গ্রাহকদের পছন্দের তালিকায়।
- Yamaha MT 15 বাইকের দাম – ৪,২৫.০০০ টাকা
- Yamaha R15M বাইকের দাম – ৬,০৫,০০০ টাকা
- Honda CBR 150R ABS বাইকের দাম – ৫,৬৫,০০০ টাকা
- Honda CBR 150R ABS Motogp Edition বাইকের দাম – ৫,৭৫,০০০ টাকা
- KTM RC 125 বাইকের দাম – ৫,৬৬,০০০ টাকা
- Kawasaki Ninja 125 বাইকের দাম – ৪,৯৯,০০০ টাকা
- Suzuki GSX R Dual ABS বাইকের দাম – ৪,৫৫,০০০ টাকা
- Yamaha R15 V4 বাইকের দাম – ৫,৯০,০০০ টাকা
বাংলাদেশের দামি বাইক ২০২৪
কাজের জন্য বা অন্য কোন প্রয়োজনে সুন্দর একটি বাইক প্রয়োজন। তা যদি তিন লক্ষ থেকে ছয় লক্ষের মধ্যে। তাহলে এই বাইক লিস্ট দেখতে পারবেন। প্রথমে দেখে নিব হোন্ডা কোম্পানির একটি জনপ্রিয় মডেল। Honda CB 150R Exmotion দুর্দান্ত এক ডিজাইন যা একজন গ্ৰাহকের পছন্দের লিস্টে থাকবে।
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার 20 HP এবং টর্ক উৎপন্ন হয় 14.50 NM। ট্রান্সমিশন অটোমেটিক, গিয়ার বক্স ম্যানুয়াল, bore 57.3 mm, stroke 57.8mm ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৮.৫ লিটার। বাইকের সর্বোচ্চ ওজন ১২৩ কেজি। ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। বর্তমান বাজার মূল্য ৫,৫০,০০০ টাকা।
বাংলাদেশের সবচেয়ে দামি বাইক ২০২৪
এখন দেখে নিব যাদের বাজেট তিন লক্ষের আশেপাশে সুজুকি ব্র্যান্ডের। সুজুকির একটি মডেল যা বাজারে সাড়া ফেলেছে। বলতে গেলে এই বাজেটের মধ্যে একটি দুর্দান্ত ডিজাইন। মডেল নাম্বার হচ্ছে সুজুকি জিএক্স আর এস এফ।
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। ইঞ্জিনের ক্যাপাসিটি ৮৫০ গ্রাম। পাঁচটি গিয়ার বক্স সমৃদ্ধ ইঞ্জিন। ট্যাংকের ধারণক্ষমতা ১২ লিটার। বোর এবং স্টোকের পরিমাণ যথাক্রমে 56 mm এবং 62.9 mm এবং বাইকটির ওজন ১৪১ কেজি। বাইকটির বাজার মূল্য ২,৯৪,৯৫০ টাকা। এর আরো কয়েকটি মডেল রয়েছে বাজার মূল্য এর থেকে বেশি।
বাংলাদেশের সবচেয়ে দামি বাইক কোনটি
বাংলাদেশের পাওয়া যায় এমন অনেক বাইক রয়েছে যা ছয় লক্ষ টাকার থেকেও বেশি। বাংলাদেশের দামি বাইকের মধ্যে Yamaha R1M একটি। যারা প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক পছন্দ করে। তাদের এই বাইকটি পছন্দের তালিকায় থাকবে।
ইয়ামাহা আর ১৫ এম বাইক দেখতে যেমন সুন্দর এর ইঞ্জিন ততটাই মজবুত। এই বাইটিতে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে 13.5kW(18.4ps)/10000PRM, সর্বোচ্চ 14.2 Nm টার্ক উৎপাদন করে এবং সর্বোচ্চ শক্তি উৎপাদন করে (1.4 kgfm) @7,500RPM, বাইকটির ওজন ১৪২ কেজি। বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে ৫,৭০,০০০ টাকা। এর পাশাপাশি বাংলাদেশে অনেক বাইক পাওয়া যাচ্ছে এই বাজেটের মধ্যে। তবে বাইকটি দেখতে স্টাইলিশ সুন্দর ডিজাইন।
বাংলাদেশের সবচেয়ে দামি বাইকের দাম কত
জনপ্রিয় ব্যান্ডের কিছু মডেলের বাইক এর দাম জানতে পারলাম। বাংলাদেশের দামি বাইকের মধ্যে এই বাইক গুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। এখন আরো বেশ কিছু দামি বাইকের লিস্ট দেখে নিব।
আশা করা যায় এখান থেকে বাংলাদেশ বাজারে পাওয়া যায়। এমন বেশ কিছু দামি বাইকের নাম জানতে পেরেছেন এবং দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েব সাইটে থাকা আরো বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারেন।
আরও দেখুনঃ
সুজুকি জিক্সার এস এফ বাংলাদেশ প্রাইস
হিরো কোম্পানির ১০০ সিসি এবং ১২৫ সিসির বাইকের দাম কত
১১০ সিসি বাইক দাম বাংলাদেশ | কম টাকায় বেস্ট বাইক
ইয়ামাহা কোম্পানির স্কুটির দাম | ইয়ামাহা স্কুটি প্রাইস ইন বাংলাদেশ