ভালো মানের একটি বাইক কিনতে পারা ভালো সার্ভিস পাওয়া । যাদের বাজেট ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা মধ্যে। তারা চায় একটি ভালো বাইক কিনতে। বাংলাদেশ বাজারে কম দামের মধ্যে ভালো মানের বাইক পাওয়া যায়। এক্ষেত্রে বাজারের বিভিন্ন ব্র্যান্ডের বাইক পেয়ে যাবেন। যারা হিরো কোম্পানির বাইক পছন্দ করেন আর তা যদি হয় ১০০ সিসি, ১১০ সিসি, ১২৫ সিসির বাইক। তাহলে আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন। জানতে পারবেন বাইক সম্পর্কে কিছু তথ্য, বাইকের দাম।
হিরো কোম্পানির ১০০ সিসি, ১১০ সিসি এবং ১২৫ সিসির কিছু নির্দিষ্ট মডেল রয়েছে। যা বাংলাদেশ বাজারে গ্রাহকদের মাঝে ভালো সাড়া ফেলেছে, জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। চাইলে কম দামের মধ্যে ভালো বাইকের লিস্ট এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। হয়তো আপনাদের কাছে এই বাইক গুলো ভালো লাগতে পারে।
Contents
হিরো বাইক 100 সিসি দাম কত
এখন আমরা জেনে নিব হিরো কোম্পানির ১০০ সিসি বাইক এর লিস্ট, দাম এবং স্পেসিফিকেশন। প্রথমে কথা বলব ১০০ সিসির বাইক নিয়ে এরপর পর্যায়ক্রমে ১১০ সিসির এবং ১২৫ সিসির দাম উল্লেখ করব এই লিস্ট থেকে হিরো কোম্পানির যে সকল মডেল দেখতে পারবেন তা হল
- Hero HF Deluxe Self বাইকের দাম – ১,০৬,০০০ টাকা
- Hero Pleasure বাইকের দাম – ১,৪৬,০০০ টাকা
- Hero Maestro Edge বাইকের দাম – ১,৫৩,০০০ টাকা
- Hero Passion X Pro Disc বাইকের দাম – ১,১৪,৫০০ টাকা
- Hero Passion X Pro Drum বাইকের দাম – ১,০৭,০০০ টাকা
- Hero Passion X Pro X tec বাইকের দাম – ১,৩০,৫০০ টাকা
- iSmart Plus বাইকের দাম – ১,১৫,০০০ টাকা
- Hero Glamour বাইকের দাম – ১,১৮,৫০০ টাকা
- Hero Glamour BS4 বাইকের দাম – ১,২৭,৫০০ টাকা
- Hero Glamour BS4 i3S বাইকের দাম – ১,৩১,০০০ টাকা
- Hero Ignitor বাইকের দাম – ১,২৪,৫০০ টাকা
- Hero Ignitor Techno বাইকের দাম – ১,৩৬,০০০ টাকা
- Ignitor FV XTEC বাইকের দাম – ১,৫১,০০০ টাকা
হিরো বাইক 100 সিসি দাম বাংলাদেশ
যাদের বাজেট ৯০ হাজার টাকার আশেপাশে, তারা এই বাইকটি দেখতে পারেন Hero HF deluxe 100 ES বাইকটিতে ১০০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 85 kmph এবং মাইলেজ পাওয়া যাবে 82.9 kmpl সাথে থাকছে চারটি গিয়ার বক্স দেখতে স্টাইলিশ নয় তবে দাম অনুযায়ী ঠিকঠাক আছে। বাইকটির বাজার মূল্য ৮৮,৯৯০ টাকা
- দ্বিতীয়টি স্কুটি Hero pleasure 100 যাদের একটি স্কুটি প্রয়োজন বাজেট যদি হয় ১,২২,৯৯০ টাকা তবে এটি দেখতে পারেন দেখতে স্টাইলিশ তবে এই দামের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের বাইক স্কুটি রয়েছে চাইলে পছন্দের লিস্টে এটি রাখতে পারেন
আরও পড়ুনঃ ১০০ সিসি বাইকের দাম কত | মোটরসাইকেল দাম বাংলাদেশ ২০২৪
- তৃতীয় বাইকটি Hero Splendor Plus 100 এই বাইকের বর্তমান বাজার মূল্য ৯০,৯৯০ টাকা পূর্বের Hero HF deluxe 100 ES মতোই ১০০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 77 kmph এবং মাইলেজ পাওয়া যাবে 63 kmpl ডিজাইন বাজেট অনুযায়ী ঠিকঠাক।
- চতুর্থ বাইকটি Hero HF deluxe 100 KS এই ভাইকে দাম পূর্বের মডেল থেকে অনেকটাই কম এবং ডিজাইনের পূর্বের মডেলর মত সুন্দর নয় বাইকের বাজার মূল্য ৮৬,৯৯০ টাকা
হিরো বাইক ১১০ সিসি
এখন দেখে নিব হিরো কোম্পানির ১১০ সিসির বাইক Hero Splendor iSmart plus 110 এই মডেলটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 110cc এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড হওয়া সম্ভব 92.1 kmph এবং মাইলেজ পাওয়া যাবে 61 kmpl ফুয়েল ক্যাপাসিটি 9.5 লিটার এর বাজার মূল্য ৯৬,৯৯০ টাকা।
- Hero Splendor iSmart 110, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 সিসি ইঞ্জিন এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 92.1 kmph এবং মাইলেজ পাওয়া যাবে 61 kmpl ট্যাংকের দারুন ক্ষমতা 9.5 লিটার সব মিলিয়ে এই বাইকটির ওজন ১১৬ কেজি। এই বাইকটির বাজার মূল্য ৯৯,৯৯০ টাকা
- Hero Maestro Edge 110, এই স্কুটিতে ব্যবহার করা হয়েছে 110 সিসির ইঞ্জিন। এই স্কুটির বাজার মূল্য ১,২৯,৯৯০ টাকা।
- Hero Passion xpro 110, এই ভাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 110 সিসি যা থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 87 kmph এবং মাইলেজ পাওয়া যাবে 75 kmpl ট্যাংকের দারুন ক্ষমতা 8.2 লিটার সব মিলিয়ে বাইকটির ওজন ১১৯ কেজি। এই বাইকের বাজার মূল্য ১,০৩,৯৯০ টাকা।
হিরো বাইক 125 সিসি দাম কত
হিরো কোম্পানির ১২৫ সিসির বাইকের মডেল বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে Hero ignitor 125, Hero Glamour 125, প্রথম এবং দ্বিতীয় বাইকটিতে ১২৫ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রথম বাইকটিতে ট্যাংকের দারুন ক্ষমতা ৯ লিটার এবং বাইকটির ওজন ১২৯ কেজি দ্বিতীয় বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 125cc একটি ইঞ্জিন ট্যাংকের দারুন ক্ষমতা 10 লিটার সব মিলিয়ে বাইকটির ওজন 125 কেজি। Hero ignitor 125 এই বাইকের বাজার মূল্য ১,২৬,৯৯০ টাকা। Hero Glamour 125 বাজার মূল্য ১,০৯,৯৯০ টাকা
আশা করা যায় আপনারা এখান থেকে হিরো কোম্পানির। ১১০ সিসি এবং ১২৫ সিসির ইঞ্জিনের বাইকের লিস্ট এবং দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের উপকারে আসতে পারে।
আরও দেখুনঃ
রানার কোম্পানির সকল মডেলের দাম কত | রানার মোটরসাইকেল দাম ২০২৪
টিভিএস স্কুটির দাম কত | টিভিএস স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৪
হোন্ডা কোম্পানির সকল মডেলের দাম | হোন্ডা মোটরসাইকেল দাম ২০২৪