দৈনন্দিন যাতায়াতের জন্য একটি বাইক প্রয়োজন এক্ষেত্রে কম বাজেটের মধ্যে একটি বাইক হলে অনেক ভালো হয়। যারা এক লক্ষ টাকার মধ্যে বাইক কিনতে আগ্রহী। আপনি জানতে চাচ্ছেন আপনার বাজেট অনুযায়ী আপনার জন্য কোন বাইক ভালো হবে। আপনার বাজেট যদি এক লক্ষ টাকা আশেপাশে হয়ে থাকে। তাহলে আমাদের এই পোস্ট আপনাদের উপকারে আসবে। এখান থেকে আপনি জানতে পারবেন। বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে। এক লক্ষ টাকার মধ্যে ভালো বাইক।
সাধারণত এক লক্ষ টাকার মধ্যে বাজেট সেগমেন্টের বাইক পাওয়া যায়। যেমন হিরো, হোন্ডা, সুজুকি, টিভিএস, কোম্পানির বেশ কিছু মডেল রয়েছে। এই বাইকগুলো বাজারে জনপ্রিয়তা পেয়েছে। এই বাইক গুলোতে ১০০ সিসি এবং ১১০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাই আশা করা যায় আপনার বাজেট অনুযায়ী। এই লিস্টে থাকা বাইক গুলো আপনার পছন্দের মধ্যে থাকবে। কম দামের মধ্যে ভালো বাইকের লিস্ট জানতে এখানে প্রবেশ করুন।
Contents
১ লাখ টাকার মধ্যে বাইক
এক লক্ষ টাকার মধ্যে যে সকল বাইক বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য।
- Honda dream 110, বাইকের বাজার মূল্য ১,০৫,৫০০ টাকা।
- Suzuki hayate, বাইকের বাজার মূল্য ৯৯,৯৫০ টাকা।
- TVS Metro, বাইকের বাজার মূল্য ১,১২,৯৯০ টাকা।
- TVS Metro KLS, বাইকের বাজার মূল্য ৯৩,০০০ টাকা।
- Bajaj CT, বাইকের বাজার মূল্য ১,০৭,০০০ টাকা।
- Hero iSmart, বাইকের বাজার মূল্য ৯৯,৯৯০ টাকা।
- Suzuki hayate EP, বাইকের বাজার মূল্য ৯৯,৯৫০ টাকা।
- TVS Metro ELS, বাইকের বাজার মূল্য ৯৩,৯০০ টাকা।
১ লাখ টাকার মধ্যে বাইক বাংলাদেশ
প্রথমেই দেখে নিব হোন্ডা কোম্পানির ১০০ সিসি এবং ১১০ সিসির বাইকের দাম।
Honda dream 110, এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 110 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 86 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 74 kmpl, সব মিলিয়ে এই বাইক দুর্দান্ত বাজেট সেগমেন্টের মধ্যে। এই বাইকের বাজার মূল্য ১,০৫,৫০০ টাকা।
এখন দেখে নেব হিরো কোম্পানির একটি মডেল hero splendor Plus, এই বাইকে ১০০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 90 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 65 kmpl, বাইকের ডিজাইন নতুনত্ব নেই, তবে বাজেট অনুযায়ী ঠিক। বাইকের বাজার মূল্য ১,১১,৫০০ টাকা।
১ লক্ষ টাকার মধ্যে বাইক ২০২৪
এখন দেখে নেব সুজুকি ব্র্যান্ডের এক লক্ষ টাকার মধ্যে বাইক সুজুকি হায়াতে। বাংলাদেশ বাজারে এই বাইকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
- Suzuki hayate, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 110 সিসির ইঞ্জিন, এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 80 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 55 kmpl, এই বাজেটের মধ্যে এই বাইকটি অনেক জনপ্রিয়তা পেয়েছে।
- TVS Metro, এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ইস্পিড পাওয়া সম্ভব 85 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 50 kmpl, বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১২ লিটার।
১০০০০০ টাকার মধ্যে বাইক
Bajaj CT, এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 90 kmph, এবং মাইলেজ পাওয়া যায় 55 kmpl, বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১০.৫ লিটার সবমিলিয়ে বাইকের ওজন ১১০ কেজি।
Suzuki hayate special edition এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া যায় 80 kmph এবং মাইলেজ পাওয়া যায় 55 kmph, বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১০.৫ লিটার সবমিলিয়ে বাইকের ওজন ১১৪ কেজি।
আশা করা যায় এক লক্ষ টাকার মধ্যে বাইকের নাম এবং দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের উপকারে আসে। তাহলে আমাদের ওয়েব সাইটে থাকা অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের ভালো লাগতে পারে।
আরও দেখুনঃ
সুজুকি জিক্সার বাইকের দাম কত বাংলাদেশ