২ লক্ষ টাকার মধ্যে ভালো বাইক

২ লাখ টাকার মধ্যে বাইক বাংলাদেশ ২০২৪ | কম দামে ভালো বাইক

একটি বাইক কেনার জন্য পর্যাপ্ত অর্থ জোগাড় করতে হয়। কাঙ্খিত বাজেট অনুযায়ী একটি ভালো বাইক কেনার আগ্রহ থাকে। আপনার বাজেট যদি ২ লক্ষ টাকার আশেপাশে হয়। এক্ষেত্রে বাংলাদেশ বাজারে ২ লক্ষ টাকার মধ্যে অনেক বাইক পাওয়া যাচ্ছে। বাজেট সেগমেন্টের বাইক, কমিউটার সেগমেন্টের বাইক, প্রিমিয়াম সেগমেন্টের বাইক, স্পোর্টস সেগমেন্টের বাইক, বাংলাদেশ বাজারে চাহিদা রয়েছে। কমিউটার সেগমেন্টের বাইক গ্রাহকদের মাঝে বেশ সারা ফেলেছে।

প্রিমিয়াম সেগমেন্ট এবং স্পোর্টস সেগমেন্টের বাইক। কিনতে হলে গুনতে হবে তিন লক্ষ থেকে ৬ লক্ষ টাকা। যেহেতু ২ লক্ষ টাকার মধ্যে কমিউটার সেগমেন্টের বাইক পাওয়া যায়। ২ লক্ষ টাকার মধ্যে এমন বেশ কিছু কমিউটার সেগমেন্টের বাইক রয়েছে।

যে বাইকগুলো প্রিমিয়াম কোয়ালিটির, দুর্দান্ত ডিজাইন, দেখতেই স্টাইলিশ। সাথে ভালো মাইলেজ পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায় আপনার বাজেট যদি ২ লক্ষ টাকার আশেপাশে হয়ে থাকে। আপনি চাচ্ছেন একটি ভালো বাইক কিনতে। তাহলে দুই লক্ষ টাকার মধ্যে বাইক দেখে নিন। আশা করা যায় আপনাদের কাছে ভালো লাগবে।

২ লাখ টাকার মধ্যে বাইক বাংলাদেশ ২০২৪

২ লক্ষ টাকার মধ্যে বাইক কিনতে চাইলে বাজারে অনেক মডেলের বাইক পেয়ে যাবেন। যেহেতু ২ লক্ষ টাকা বাজেট, সেই অনুযায়ী বাইক হতে হবে স্টাইলিশ, থাকতে হবে সুন্দর ডিজাইন এবং কোম্পানির জনপ্রিয়তা। সব মিলিয়ে বাইকের লিস্ট তুলে ধরব যে বাইক গুলো বাংলাদেশ বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক হিরো কোম্পানির বাইকের লিস্ট নিয়ে।

  • Hero Hunk 150 বাইকের দাম – ১৫১,৯৯০ টাকা
  • Hero Hunk 150 (DD) বাইকের দাম – ১৬১,৯৯০ টাকা
  • Hero Hunk বাইকের দাম – ১,৫৪,০০০ টাকা
  • Hero Hunk 150R বাইকের দাম – ১,৮০,৫০০ টাকা
  • Hero Hunk 150R ABS বাইকের দাম – ১,৯৬,৫০০ টাকা
  • Ignitor FV XTEC বাইকের দাম – ১,৫১,০০০ টাকা

২ লক্ষ টাকার মধ্যে বাইক ২০২৪

বাজাজ কোম্পানির পালসার সিরিজের জনপ্রিয়তা অনেক। বাংলাদেশের সাধারণত পালসার নামেই পরিচিত বেশি। বাজাজ কোম্পানির দুইটি জনপ্রিয় সিরিজ পালসার এবং ডিসকভার। এখানে পালসার সিরিজের বাইক লিস্ট তুলে ধরা হয়েছে। সাথে ডিসকভার বাইকের লিস্ট তুলে ধরা হয়েছে। আশা করা যায় এই বাইক গুলো আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক।

  • Bajaj Discover 125 Disc  বাইকের দাম – ১,৫৭,৫০০ টাকা
  • Bajaj Pulsar 150 বাইকের দাম – ১,৮৮,৫০০ টাকা
  • Bajaj Pulsar 150 Neon বাইকের দাম – ১,৫৪,৫০ টাকা
  • Bajaj Pulsar 150 Twin Disc বাইকের দাম – ২,০০,৫০০ টাকা
  • Bajaj Pulsar 150 Twin Disc ABS বাইকের দাম – ২,১৫,৫০০ টাকা
  • Bajaj Pulsar NS160 TD ABS বাইকের দাম – ২,১০,০০০ টাকা

কম দামে ভালো বাইক ২০২৪

স্টাইলিশ এবং দুর্দান্ত ডিজাইনের বাইকের কথা বলতে গেলে সুজুকি বাইকের কথা বলতে হয়। সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের বাইকে ডিজাইন এবং আধুনিক টেকনোলজি বেশি থাকে। তবে যারা সুজুকি কোম্পানির বাইক কিনতে আগ্রহী। এক্ষেত্রে জেনে নিন সুজুকি জিক্সার সিরিজের কয়েকটি বাইকের দাম।

  • Suzuki Access 125 Fi বাইকের দাম – ১,৭৪,৫০০ টাকা
  • Suzuki Gixxer বাইকের দাম – ১,৯২,৫০০ টাকা
  • Suzuki Gixxer Carburetor বাইকের দাম – ২,৪৩,৫০০ টাকা
  • Suzuki Gixxer Classic Matte  বাইকের দাম – ১,৯৯,৫০০ টাকা
  • Suzuki GSX 125 বাইকের দাম – ১,৪১,৫০০ টাকা

যারা ইয়ামাহা কোম্পানির বাইক কিনতে চান। তারা এই লিস্ট দেখে নিতে পারেন। এই কোম্পানি কম দামের মধ্যে ভালো ফিচার দিয়ে থাকে এবং সুন্দর ডিজাইন। সব মিলিয়ে যারা ইয়ামাহা কোম্পানির বাইক কিনতে চান। তারা এই বাইক গুলো দেখতে পারেন।

  • Yamaha FZS v2 বাইকের দাম – ২,২৪,৫০০ টাকা
  • Yamaha FZS V3 ABS  বাইকের দাম – ২,৫৪,০০০ টাকা
  • Yamaha FZS V3 ABS (BS6)  বাইকের দাম – ২,৬৫,০০০ টাকা
  • Yamaha FZS V3 Vintage Edition বাইকের দাম – ২,৪৯,০০০ টাকা
  • Yamaha Ray ZR Street Rally Fi বাইকের দাম – ২,৩৫,০০০ টাকা
  • Yamaha Saluto 125cc (UBS) বাইকের দাম – ১,৫২,০০০ টাকা

২ লাখ টাকার মধ্যে বাইক বাংলাদেশ

হোন্ডা কোম্পানির জনপ্রিয়তা পেয়েছে কম দামের মধ্যে ভালো বাইক তৈরির মাধ্যমে। শক্তিশালী ইঞ্জিন, দেখতে স্টাইলিশ, দাম অন্যান্য কোম্পানির থেকে অনেকটাই কম। সব মিলিয়ে যারা কম দামের মধ্যে ভালো বাইক খোঁজ করছেন। তারা হোন্ডা কোম্পানির বাইক গুলো দেখতে পারেন।

  • Honda CB Hornet 160R CBS বাইকের দাম – ২,০৮,৫০ টাকা
  • Honda CB Shine SP বাইকের দাম – ১,৪৬,০০০ টাকা
  • Honda Dio বাইকের দাম – ১,৮৫,৫০০ টাকা
  • Honda X Blade বাইকের দাম – ১,৯০,৫০০ টাকা
  • Honda X Blade ABS বাইকের দাম – ২,১৫,৫০০ টাকা

আশা করা যায় এখান থেকে ২ লক্ষ টাকার মধ্যে ভালো বাইকের দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েব সাইটে থাকার আরো অন্যান্য পোস্ট দেখতে পারেন হয়তো আপনাদের উপকারে আসতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top