মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, ছবি, কবিতা ২০২৪

মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, ছবি, কবিতা ২০২৪। চলে এলাম আপনাদের জন্য মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, ছবি ও কবিতা সকল তথ্য নিয়ে। আপনারা যারা 16 ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা খুঁজছেন। তারা খুব সহজেই আমাদের এই পোস্ট থেকে শুভেচ্ছা বার্তা, মহান বিজয় দিবসের ছবি, এবং মহান বিজয় দিবসের কবিতা পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের পোস্টে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। এখানে আমরা বিজয় দিবসে সকল তথ্য তুলে ধরেছি।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা

দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এই মহান বিজয় দিবস উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। আপনি হয়তো মহান বিজয় দিবস উপলক্ষে কাউকে শুভেচ্ছাবার্তা পাঠাবেন বলে শুভেচ্ছা বার্তা খুঁজছেন। তাই আমরা আপনাদের কথা চিন্তা করে সবচাইতে ভালো ভালো শুভেচ্ছা বার্তা গুলো আমরা আমাদের পোস্টে দিয়েছি। আশা করি আপনারা এটি পছন্দ করবেন।

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, জাতির অহঙ্কার,
এ বিজয়কে রাখবো সমুন্নত, এই হোক অঙ্গীকার।
একাত্তরে সাড়ে সাতকোটি বাঙালি হয়েছিল ঐক্যবদ্ধ,

২৬ মার্চ থেকে শুরু হয়, ৯ মাস র*ক্তক্ষয়ী মুক্তিযু*দ্ধ।

ত্রিশলক্ষ শহীদের বুকের তাজা র*ক্ত দিয়েছিল বিসর্জন,

অবশেষে হানাদার পাকিস্তানবাহিনী করলো আত্মসমর্পণ।
বীর বাঙালিদের কাছে তারা করেছিল শির অবনত,
বাংলাদেশ প্রতিষ্ঠালাভ করেছে, স্বাধীন সার্বভৌমত্ব।

মুক্তিকামী জনতা প্রায় খালি হাতে, দাঁড়িয়েছিল রুখে!

জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল পাষাণ বেঁধে বুকে।

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা;

ভুলবো না সেই দুঃসাহসী বীরত্বপূর্ণ মুক্তিযো*দ্ধাদের কথা।

জীবন উৎসর্গ করে উপহার দিয়েছে লাল-সবুজের পতাকা,

এনেছে ৫৬হাজার বর্গ মাইলের স্বাধীন বাংলার সীমারেখা।

মুক্তিযু*দ্ধে বিজয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ;

এত বছর পরেও কি করতে পেরেছি তাদের স্বপ্ন পূরণ?

দূর করতে হবে বৈষম্য বিভাজন, চাই অর্থনৈতিক মুক্তি,

রুখতে হবে সকল বঞ্চনা, আছে ষোল কোটি জনশক্তি।

লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত গৌরবময় এ বিজয়,

সকলে মিলে গড়বো দেশ, মানবো না কোনো পরাজয়।

মহান বিজয় দিবসের ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে সবাই সব জায়গাতে ছবি প্রেরণ করে। আপনি হয়তো এই দিনটি পালনের জন্য ভালো কিছু ছবি সংগ্রহ করতে যাচ্ছেন। তাই আমরা আপনাদের জন্য সবচাইতে ভালো ছবিগুলো আমরা আমাদের পোস্টে উপস্থাপন করেছি। আশা করি আপনারা এই ছবিগুলো অবশ্যই পছন্দ করবেন। এবং আপনি চাইলে ছবিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন।

16 december bijoy dibosh

Victory day of bangladesg-min

মহান বিজয় দিবসের কবিতা

অনেকেই আছে পুরো বছর কবিতা আবৃত্তি করতে ভালোবাসে। তাঁরা মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা রচনা করেছে।দেখা যায় সেই কবিতাগুলো বিভিন্ন নিউজ পেপার প্রকাশিত করে।

তাই আমরা অভিজ্ঞ লোকদের দ্বারা মহান বিজয় দিবস উপলক্ষে ভালো কিছু কবিতা আমাদের পোস্টে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কবিতা গুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারেন।

যখন সুখ মানে,দেখছি অনাহারে কোটি মানুষের দিন কাটছে অনিদ্রায়

যখন স্বাধীনতা মানে,কোটি মানুষ কাঁদছে পরাধীনতায়

এ দেশ ভুল পথে বিকৃত,ভাঙ্গা হাতে লাঞ্ছিত,কৃষকের স্বপ্ন ধূসর,বিবর্ণ

যখন রাজনীতি মানে,হাজার প্রতিশ্রুতি,আর স্বপ্ন দিন বদলের

যেখানে গনতন্ত্র মানে রাজপথে ছুটে চলা নীল মার্সিডিস

যখন প্রতিবাদ মানে দাউ দাউ করে জ্বলছে মানুষের লাশ

যখন আন্দোলন মানে টকশোতে দুটো গালি শুনে,রাজনীতির মুন্ডুপাত

আর হাসি মুখে মেনে নেয়া শত অবিচার

যখন ক্ষণিকের দেশপ্রেম থেকে বিজয় মিছিল স্মৃতিসৌধে

আর প্রতিজ্ঞা,দেশকে ভালোবাসার

তখন চলুক,যেমন চলেছে………..

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয় দিবসের কবিতা আবৃত্তি

“মুক্তির মন্দির সোপানতলে

কত প্রাণ হল বলিদান,

লেখা আছে অশ্রুজলে ।।

কত বিপ্লবী বন্ধুর র*ক্তে রাঙা,

বন্দীশালার ওই শিকল ভাঙ্গা

তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,

যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন

স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি

এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি

সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।

যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,

মৌন মলিন মুখে জোগালো ভাষা

আজি র*ক্ত কমলে গাঁথা মাল্যখানি

বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে। “

আমাদের শ্রদ্ধার্ঘ

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয় দিবসের কবিতা

যখন সুখ মানে,দেখছি অনাহারে কোটি মানুষের দিন কাটছে অনিদ্রায়

যখন স্বাধীনতা মানে,কোটি মানুষ কাঁদছে পরাধীনতায়

এ দেশ ভুল পথে বিকৃত,ভাঙ্গা হাতে লাঞ্ছিত,কৃষকের স্বপ্ন ধূসর,বিবর্ণ

যখন রাজনীতি মানে,হাজার প্রতিশ্রুতি,আর স্বপ্ন দিন বদলের

যেখানে গনতন্ত্র মানে রাজপথে ছুটে চলা নীল মার্সিডিস

যখন প্রতিবাদ মানে দাউ দাউ করে জ্বলছে মানুষের লাশ

যখন আন্দোলন মানে টকশোতে দুটো গালি শুনে,রাজনীতির মুন্ডুপাত

আর হাসি মুখে মেনে নেয়া শত অবিচার

যখন ক্ষণিকের দেশপ্রেম থেকে বিজয় মিছিল স্মৃতিসৌধে

আর প্রতিজ্ঞা,দেশকে ভালোবাসার

তখন চলুক,যেমন চলেছে………..

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয় দিবস নিয়ে কবিতা

Victory day 16 december

পৃথিবীর বুকে দুটিমাত্র দেশ যারা কিনা স্বাধীনতা দিবস ঘোষণা করার পর বিজয় ছিনিয়ে আনে।

একটি হল বর্তমান বিশ্বের প্রাধান্য বিস্তারকারী যুক্তরাষ্ট্র।

আর অন্য আরেকটি হল আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার সেসব দামাল ছেলেদের যারা কিনা নিজের জীবনের থেকে বেশি ভালবেসেছে দেশকে।যাদের ত্যাগের জন্য আমরা আমাদের দেশ নিয়ে এতটা গর্ব করতে পারি।অদম্যশক্তি মনের মধ্যে রেখে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয় দিবস কবিতা

স্বাধীনতা তুমি

রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।

স্বাধীনতা তুমি

কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো

মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা

স্বাধীনতা তুমি

পতাকাশোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা তুমি

ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি

রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

স্বাধীনতা তুমি

মজুর যুবার রোদে ঝলসিত বাহুর গ্রন্থিল পেশী।

স্বাধীনতা তুমি

অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

স্বাধীনতা তুমি

বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর

শাণিত কথার ঝলসানিলাগা সতেজ ভাষণ।

স্বাধীনতা তুমি

চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ।

স্বাধীনতা তুমি

কাল বোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।

স্বাধীনতা তুমি

শ্রাবণে অকূল মেঘনার বুক

স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।

স্বাধীনতা তুমি

উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

স্বাধীনতা তুমি

বোনের হাতে নম্র পাতায় মেহেদীর রঙ।

স্বাধীনতা তুমি

বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

স্বাধীনতা তুমি

গৃহিণীর ঘন খোলা কালো চুল,

হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।

স্বাধীনতা তুমি

খোকার গায়ের রঙিন কোর্তা,

খুকীর অমন তুলতুলে গালে

রৌদ্রে খেলা।

স্বাধীনতা তুমি

বাগানের ঘর, কোকিলের গান,

বয়েসী বটের ঝিলিমিলি পাতা,

যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

কবিতা ৬ 

জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

হবে হবে হবে হবে নিশ্চয়

কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধ রাতে

নতুন সূর্য ওঠার এই তো সময়

জয় বাংলা বাংলার জয়

জয় বাংলা বাংলার জয়

বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে

আমাদের র*ক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে

নেই ভয়

হয় হোক র*ক্তের প্রচ্ছদপট

তবু করি না করি না করি না ভয়

জয় বাংলা বাংলার জয়

জয় বাংলা বাংলার জয়

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ

চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র

বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র

আর নয়

তিলে তিলে বাঙালির এই পরাজয়

আমি করি না করি না করি না ভয়

জয় বাংলা বাংলার জয়

জয় বাংলা বাংলার জয়

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিনদিন শুধু বেড়ে যাচ্ছে

রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান

বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান

এই দিন

সৃষ্টির উল্লাসে হবে রঙিন

আর মানি না মানি না কোনও সংশয়

জয় বাংলা বাংলার জয়

জয় বাংলা বাংলার জয়

হবে হবে হবে হবে নিশ্চয়

কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে

নতুন সূর্য ওঠার এই তো সময়

জয় বাংলা বাংলার জয়

জয় বাংলা বাংলার জয়

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

কবিতা ৭ 

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

র*ক্ত লাল, র*ক্ত লাল, র*ক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

র*ক্ত লাল, র*ক্ত লাল, র*ক্ত লাল।।

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,

হয়েছে কাল, হয়েছে কাল।।

শোষণের দিন শেষ হয়ে আসে

অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে

র*ক্তে আগুন প্রতিরোধ গড়ে

নয়া বাংলার নয়া শ্মশান, নয়া শ্মশান।

আর দেরি নয় উড়াও নিশান

র*ক্তে বাজুক প্রলয় বিষাণ

বিদ্যুৎ গতি হউক অভিযান

ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

শুভ জন্মদিন বাংলাদেশ…….

ভালো থেকো বাংলাদেশ…

আমার এই বাংলাদেশ…..

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

“মুক্তির মন্দির সোপানতলে

কত প্রাণ হল বলিদান,

লেখা আছে অশ্রুজলে ।।

কত বিপ্লবী বন্ধুর র*ক্তে রাঙা,

বন্দীশালার ওই শিকল ভাঙ্গা

তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,

যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন

স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি

এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি

সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।

যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,

মৌন মলিন মুখে জোগালো ভাষা

আজি র*ক্ত কমলে গাঁথা মাল্যখানি

বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে। ”

আমাদের শ্রদ্ধার্ঘ।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

কবিতা ৮ 

লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে।
কিনেছিলাম র*ক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।
মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।
র*ক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।

মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছ দেখে তাই।
তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই
বিশ্বমাঝে উচ্চাসনে,
পাক বাহিনীর নির্যাতনে,
আর হবেনা শোষণ, এবার তোমার আপন ঘরে।
র*ক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।

সর্বশেষ কথা

আশা করি আমাদের পোষ্ট থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা এবং মহান বিজয় দিবসের ছবি পেয়েছেন। পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।কারণ সবাই এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা ছবি এবং কবিতা খুঁজছে।

আরও দেখুনঃ 

Leave a Comment