একতা ও ঐক্য নিয়ে কবিতা

একতা ও ঐক্য নিয়ে কবিতা। যারা একতা ও ঐক্য নিয়ে কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কারন একতা বা ঐক্য সবার জন্য অনেক প্রয়োজন। আবার অনেকে একতা কবিতা লিখে অনুসন্ধান করে। তাই আজকের এই পোষ্ট একতা নিয়ে লেখা। আপনি যদি ঐক্য নিয়ে কবিতা পেতে চান। তাহলে আমাদের আজকের এই পোস্ট থেকে একতা ও ঐক্য নিয়ে কবিতা পাবেন।

একতা নিয়ে কবিতা

অনেকেই আছেন যারা একতা নিয়ে কবিতা পড়তে ভালবাসেন। কারণ একতা নিয়ে কবিতা সবার কাছে অনেক জনপ্রিয়।তাই আমরা চেষ্টা করেছি একতা নিয়ে কবিতা এখানে তুলে ধরার জন্য। এবং সেইসাথে একতা নিয়ে বিশেষ কবিতা তুলে ধরেছি।

একতা
– অমরেশ বিশ্বাস

ঝগড়া বিবাদ করব না ভাই
থাকব মিলেমিশে
এর চেয়ে সুখ পৃথিবীতে
বল আছে আর কিসে?

গর্জে উঠব দেখলে কোথাও
অন্যায় অবিচার
আমরা গড়ব সভ্য সমাজ
ধুয়ে মুছে ব্যভিচার।

বিপদ এলে সবাই মিলে
করব মোকাবিলা
শত্রুর মনোবল নিমেষে
তা দেখেই হবে ঢিলা।

অন্যায় মেনে নোয়াবো না শির
পাব না মৃত্যু ভয়
রব সত্যের সাথে সর্বদা
সত্যেরই হবে জয়।

একতা নিয়ে উক্তি

– বেঞ্জিন বেঞ্জয়েট

ধমনীর শিরায় শিরায় র*ক্তের তীব্র বহমান আজ ,
শিহরিত প্রাণ হেরিয়া শ্বাপদের বীভৎস কারুকাজ ।
বেলঘড়ির চর … …
দু’শ কাল আগে শাম ডাকাত তুলেছিল সেথা ঘর ।
জন্ম দিয়েছিল সন্তান এক নাম তার আসাম আলী ,
ছোট কাল থেকেই মুখে ছিল তার নোংরামো গালি ।
কু’পিতার কু’সন্তান শিখে নাই কোন আদব কায়দা ,
ফাঁক ফোঁকরে ছোট কাল থেকেই লুটিত শুধু ফায়দা ।
হাতের সামনে যাহাই পেত নিতো আপনার দখলে ,
চোখে হেরিলে সুন্দরী নারী টানি’ত আপনার বগলে ।

ছোট কাল থেকে বেয়াদব গুরু নেই কোন ভয়ভীতি ,
গডফাদারে পরিণত হলো বাবা টানিলে আয়ুর ইতি ।
এলাকার সকল সুন্দরী নারী তাহার যেন সম্পত্তি ,
ইচ্ছে মতো দখল করে সে, রহে না আর কেউ সতী ।
অর্চনা নামে সুন্দরী নারী এলাকার বিবেক বলা চলে ,
সেদিন প্রাতে ঘর থেকে বাহিরিলেই আসামের কবলে ।
“জোর যার মুল্লুক তার” করিল দখল সে অর্চনার দেহ ,
“জান বাঁচা ফরজ ” ভাবি আসেনি তার উদ্ধারে কেহ ।
শিয়াল যেন পাইল ভেড়া, নিয়ে চলিল সে ধরি ঘাড় ,
কত রোনাজারি কত আহাজারি শোনেনি সে আবদার ।
শরীর ‘পর আঘাত সহে, সহেনা কেউ মনের আঘাত ,
জান দিবে সে মান দিবে না অর্চনার তীব্র এক বাত ।

ঐক্য নিয়ে কবিতা

অনেকে আছেন যারা ঐক্য নিয়ে কবিতা লিখে অনুসন্ধান করেন। তাই আপনাদের জন্য এখানে ঐক্য নিয়ে কবিতা দেওয়া হয়েছে। আশাকরি ঐক্য নিয়ে লিখিত কবিতাগুলো আপনাদের অনেক পছন্দ হবে। কবিতা গুলো পছন্দ হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

ঐক্য নিয়ে কবিতা

ঐক্য নিয়ে উক্তি

– কবির হোসাইন

ঐক্য বলছে – চল একসাথে চলি
অনৈক্য বলে – দূর থেকে কিছু বলি

ঐক্য বলে – দূরেই বা থাক কেন
তোমার কারণে পৃথিবী কাঁদছে যেন
ধর্মে কর্মে মানুষেতে ভেদাভেদ
জাতিতে জাতিতে এ কেমন বিচ্ছেদ
তোমার কারণে বিভক্ত রাজনীতি
বিভক্ত মানুষ বিভক্ত সম্প্রীতি
মানুষে মানুষে ভেদাভেদ রেখা দিয়ে
লাভ কি তোমার বিভক্তি-স্বাদ নিয়ে।

অনৈক্য বলে – আফসোস! আফসোস!
সমস্ত কাজে আমাকে দিচ্ছ দোষ?
মানুষের মনে কখনও করি না জোর
বিভেদ পথটি দেখাই নিরন্তর
তুমি যেখানে মানুষের কর মিল
তাদের সামনে আমি আনি পঙ্কিল
দশে মিলে যবে কোন কিছু করে ঠিক
কিছু মানুষকে দেখাই উল্টো দিক
মানুষ যখন খুঁজে ফেরে সব সত্য
আমার কাজই দেখানো মিথ্যা তথ্য
আমি যা বলি মানুষ তা-ই লুফে নেয়
তুমি কি বল এ আমারই অন্যায়?

ঐক্য
– আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

আয় মুসলমান ঐক্যর ডাকে, আয়রে ছুটে আয় মুমিন,
নাস্তিকের ঐ পিষ্ট যাতায়, কলুষিত আজ ইসলামে দ্বীন।
দিন দিন মাত্রা বেড়েই চলছে, ছাড়িয়েছে ধৈর্যের সীমানা,
ওঠ জেগে ওঠ, জেহাদে ছুট, ভাঙ্গ তাদের ঐ দুর্গ খানা।

বুঝিনা আমি, হিজবুল্লাহ, জামাত, তাবলীগ-হেফাজত,
ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ যুক্ত-মুক্ত পথ।
আর যত দল-মত, সাধু দরবেশ, যত সব মুর্শিদ-পীর,
এক আল্লাহ‌র একত্ববাদে যারা, সেজদায় লুটাস শির।
বুঝিনা আমি, বিভেদ-বিভক্ত, বাড়াবাড়ি- বৈষম্য মতামত,
আমি বুঝি এক আল্লাহ‌র দ্বীন, কুরআন-হাদিস, মুহাম্মদের পথ।

আর যাহারা এক আল্লাহ‌র পথে, বিলিন করেছে জীবন,
তাদের মতোই আল্লাহ্‌র রজ্জু ধরি, এসো করি ঐক্যর পণ।
হায় মুসলমান, যতই ভেঙ্গেছিস তোরা ঐক্যর বাঁধ,
ততই তোদের ঈমান-আমল, হয়েছে বরবাদ।

বহু বেশ-বহু রূপ ধরি, যত মুশরিক মোনাফেকের দল,
হরন করিতে ঈমান, নিত্য আঁকে শত ফন্দির শত ছল-কল।
আয়রে মুমিন জিহাদের ডাকে, করি ঐক্যর শপথ,
দ্যাখ নাস্তিক মুরতাদ পালাবার, পাবেনা খুঁজে পথ।।

নবীনের ঐক্য
========
জগৎ নয়তো শূণ্য
প্রাণ নিয়ে পরিপূর্ণ,
জগতের এক নবশক্তি
নবীন মানে তারুন্য।

চলবে নবীন একসাথে
বীরদর্পে যাবে এগিয়ে,
আনবে নতুন সততা
মানবতার পথ কাঁপিয়ে।

নবীন মানে অগ্রগামী
নবীন মানে শক্তি,
সকল দানব পতন করে
করবে মানব মুক্তি।

ওহে নবীন,নবীন রে
বিভেদ যাও ভূলে,
সকল জাতের মানব মোরা
ঐক্য তুলো গড়ে।

চাকমা নয়,ত্রিপুরা নয়,
মারমা নয়,বাঙালী নয়,
জগৎ দৃষ্টিতে মানুষ মোরা
এটাই মোদের পরিচয়।

কনিক মোদের জীবন ঘর
কিছের এত অন্যায়?
বিভেদ ভূলে ঐক্যর পথে
এগিয়ে চলি সবাই।

আসুক যত অন্যায়
করবোনা কোন পরোয়া,
ঐক্যর তালে যাবো এগিয়ে
ভাঙবো শ্রেণী বুর্জোয়া।

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি আমাদের এই পোস্টে একতা ও ঐক্য নিয়ে কবিতা তুলে ধরার জন্য। আপনাদের যদি আমাদের পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো ভালো ভালো কবিতা পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরও দেখুনঃ 

Leave a Comment