৩ লক্ষ টাকার মধ্যে বাইক এর দাম

৩ লাখ টাকার মধ্যে বাইক বাংলাদেশ ২০২৪

প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো দেখতে স্টাইলিশ। দারুন ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, বেশি মাইলেজ এবং কোম্পানির জনপ্রিয়তা। সব মিলিয়ে গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে। প্রিমিয়াম সেগমেন্টের বাইকে পাওয়া যায় ১৫০ সিসি বা ১৫৫ সিসির ইঞ্জিন। প্রিমিয়াম সেগমেন্টের বাইক গুলো যেসকল কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ইয়ামাহা, কেটিএম, সুজুকি, পালসার, কাওয়াসাকি, হোন্ডা সহ আরো বেশ কিছু কোম্পানি।

এক্ষেত্রে আপনি চাচ্ছেন কোম্পানির জনপ্রিয়তা এবং দারুন ডিজাইন লাগবে। আপনার বাজেট যদি তিন লক্ষ টাকার হয়ে থাকে। তাহলে এই পোস্টে থাকা বাইকের লিস্ট দেখে নিন। এখানে যে বাইক উল্লেখ করা হয়েছে দেখতে প্রিমিয়াম এবং দুর্দান্ত ডিজাইন। সব মিলিয়ে বলা যায় এই পোস্টে থাকা বাইক গুলো আপনাদের পছন্দ হতে পারে‌। তাই বাইকের দাম জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আপনি চাইলে দামি বাইক দেখতে পারেন। দামি বাইকের নাম এবং দাম জানতে এখানে ক্লিক করুন।

৩ লাখ টাকার বাইক

সাধারণত ১৫০ সিসি বাইক প্রিমিয়াম সেগমেন্টের। এই সেগমেন্টের বাইকগুলো দেখতে স্টাইলিশ, দাম অনেক বেশি। তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কেটিএম, বাজাজ, ইয়ামাহা, হোন্ডা, সুজুকি টিভিএস সহ আরো বেশ কিছু কোম্পানি। আমরা এখন দেখে নেব ইয়ামাহা কোম্পানির প্রিমিয়াম সেগমেন্টের বাইকের দাম ৩ লক্ষ টাকার মধ্যে।

৩ লক্ষ টাকার মধ্যে বাইক

বাংলাদেশ বাজারে আরেকটি জনপ্রিয় সিরিজ পালসার, এটি মূলত বাজাজ কোম্পানির। তবে আমাদের এই দেশে পালসার নামে বেশ পরিচিত। এর পাশাপাশি বাজাজ কোম্পানির আরেকটি সিরিজ ডিসকভার। তিন লক্ষ টাকার মধ্যে বাজাজ কোম্পানির যে সকল বাইক পাওয়া যাচ্ছে, এখানে উল্লেখ করা হয়েছে। আশা করা এই বাইকগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

  • Bajaj Pulsar 150 বাইকের দাম – ১,৯৮,৫০০ টাকা
  • Bajaj Pulsar 150 Twin Disk বাইকের দাম – ২,০৫,৫০০ টাকা
  • Bajaj Pulsar NS 160 Twin Disc বাইকের দাম – ১,৯২,৯০০ টাকা
  • Bajaj Pulsar NS 160 FI ABS বাইকের দাম – ২,৬২,৫০০ টাকা
  • Bajaj Pulsar NS 160 Twin Disc ABS বাইকের দাম – ২,০৬,০০০ টাকা

৩ লাখ টাকার বাইক ২০২৪

বাংলাদেশ বাজারে আরেকটি জনপ্রিয় কোম্পানি হচ্ছে হোন্ডা। এই কোম্পানির বেশ কিছু মডেলের বাইক পাওয়া যায়। বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম সেগমেন্টের বাইক পাওয়া যায়। প্রত্যেকটি সেগমেন্টের জন্য আলাদা দাম নির্ধারিত রয়েছে। এক্ষেত্রে তিন লক্ষ টাকার মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের বাইক পাওয়া যায়। আপনি যদি হোন্ডা কোম্পানির বাইক কিনতে আগ্রহী হন তাহলে এই বাইক গুলো দেখতে পারেন।

  • Honda CB Hornet 160R (ABS) বাইকের দাম – ২,৫৫,০০০ টাকা
  • Honda X Blade ABS  বাইকের দাম – ২,১১,৫০০ টাকা
  • Honda CB Hornet 160R বাইকের দাম – ২,০১,৯০০ টাকা
  • Honda Activa 125 Fi (CBS) বাইকের দাম – ২,২৫,০০০ টাকা

৩ লাখ টাকার মধ্যে বাইক বাংলাদেশ

বাজেট যদি তিন লক্ষ টাকা হয়ে থাকে তাহলে সুজুকি বাইক দেখতে পারেন। সুন্দর ডিজাইন, দেখতে স্টাইলিশ, কোম্পানির জনপ্রিয়তা, আধুনিক টেকনোলজি সব মিলিয়ে আপনার কাছে বাইকগুলো ভালো লাগবে। তারা প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো বাজারে ছেড়েছে। ওই বাইকগুলোতে ১৫০ সিসি ইঞ্জিন ব্যবহার করেছে। আশা করা যায় আপনাদের কাছে এই বাইক গুলো ভালো লাগবে।

  • Suzuki Gixxer 155 Fi ABS বাইকের দাম – ২৩৯,৯৫০ টাকা
  • Suzuki GSX S150 বাইকের দাম – ৩৫০,০০০ টাকা
  • Suzuki Intruder 150 ABS বাইকের দাম – ২৭৫,০০০ টাকা
  • Suzuki Bandit 150 বাইকের দাম – ৩২৯,৯৫০ টাকা
  • Suzuki Intruder 150 Fi ABS বাইকের দাম – ২৯৯,০০০ টাকা
  • Suzuki Gixxer SF MotoGP বাইকের দাম – ২৪১,৯৫০ টাকা
  • Suzuki Gixxer SF FI ABS বাইকের দাম – ২৭৯,৯৫০ টাকা
  • Suzuki Gixxer 2019 ABS বাইকের দাম – ২৩৯,৯৫০ টাকা

তিন লাখ টাকার মধ্যে বাইক

আমরা যে কয়টি কোম্পানির বাইকের দাম জানতে পারলাম ৩ লক্ষ টাকার মধ্যে। তেমনি আরেকটি জনপ্রিয় কোম্পানির কাওয়াসাকি এই কোম্পানির বেশ কিছু মডেল বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে। চাইলে এই বাইক গুলো দেখতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।

  • Kawasaki Z125 বাইকের দাম – ৩,৪৯,০০০ টাকা
  • Kawasaki KLX 150BF বাইকের দাম – ৩,৬৫,০০০ টাকা

আশা করা যায় এখান থেকে আপনি ৩ লক্ষ টাকার মধ্যে। যে বাইক গুলো বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে। ওই সকল বাইকগুলোর মধ্যে জনপ্রিয় বাইকের দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে দেখতে পারেন। হয়তো আপনার উপকারে আসতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top