টেলিটক বন্ধ সিম অফার ২০২৪ (Teletalk Bondho SIM Offer)। টেলিটক বন্ধ সিম অফার সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারন অনেকেই আছেন টেলিটক সিম রেগুলার ব্যবহার করেন না। তাদের জন্য বাংলাদেশের এক নম্বর টেলিটক সিম দিচ্ছে আকর্ষণীয় অফার। আপনার বন্ধ সংযোগ পুনরায় চালু করলেই পাচ্ছেন আকর্ষণীয় ইন্টারনেট, মিনিট এবং এসএমএস অফার। এবং সাথে কল রেট অফার তো থাকছেই। তাই আমরা আজকের এই পোস্টে টেলিটক বন্ধ সিম অফার সম্পর্কে আলোচনা করেছি।
Contents
টেলিটক বন্ধ সিম অফার
বাংলাদেশের প্রতিটি টেলিকমিউনিকেশন কোম্পানি বন্ধ সিম অফার teletalk bondho sim offer গুলো দিয়ে থাকে। তাই আপনাদের জন্য টেলিটক বন্ধ সিম অফার দেয়া হয়েছে। আপনার সিম যদি লম্বা সময় যাবত বন্ধ থাকে। এবং কোড ডায়াল করে চেক করে নিতে পারবেন আপনি এই অফারের আওতাভুক্ত কিনা। আপনার নাম্বার যদি টেলিটক বন্ধ সিম অফার পেতে পারে। তাহলে নিচের অংশ মনোযোগ সহকারে পড়ো।
আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভূক্ত কিনা তা জানতে যেকোন টেলিটক নম্বর থেকে আপনার মোবাইল নম্বরটি লিখে SMS করুন 112 নম্বরে (চার্জ ফ্রি)।
- ফ্রি ২ জিবি ডাটা (৭ দিন মেয়াদ) অফারটি সিম চালু করার পর গ্রাহক শুধুমাত্র একবার উপভোগ করতে পারবেন।
- ফ্রি ২৩ মিনিট (অননেট),
- ২৩ এসএমএস (অননেট)
- এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)।
- অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে ।
- ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।
টেলিটক বন্ধ সিম অফার ২০২৪
টেলিটকে ফিরে আসলেই আপনার জন্য থাকবে টেলিটক বন্ধ সিম ইন্টারনেট অফার teletalk bondho sim internet offer। নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট পাবে না একদম ফ্রি সাথে থাকবে আরো অফার। তাই আমরা এখানে টেলিটক বন্ধ সিম ইন্টারনেট অফার সম্পর্কে তথ্য দিয়েছি।
বন্ধ সিমের গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা (১০ বা তার অধিক) রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন আকর্ষণীয় অফারঃ
- ২ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন) এবং
- ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ( ৯০ দিনের জন্য)
১ জিবি @২১ টাকা (মেয়াদ ৩০দিন); যত খুশি ততবার।
অফার পেতে ডায়াল *১১১*২১#
টেলিটক বন্ধ সিমের অফার ২০২৪
টেলিটক বন্ধ সিম চালু করলেই আপনি পাবেন মিনিট একদম ফ্রি। কত মিনিট ফ্রি পাবেন এবং মিনিটের মেয়াদ কতদিন হবে এই সকল তথ্য আমরা নিচে তুলে ধরেছি। তাই নিচে থেকে টেলিটক বন্ধ সিম মিনিট teletalk bondho sim minute offer অফার সম্পর্কে জেনে নিন। টেলিটক
৪৩ টাকায় ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট
- মেয়াদঃ ৭ দিন
- অফার পেতে ডায়াল *১১১*৪৩#
১০৯ টাকায় ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট
- মেয়াদঃ ৩০ দিন
- অফার পেতে ডায়াল *১১১*১০৯#
টেলিটক বন্ধ সিম অফার চেক
টেলিটক বন্ধ সিম চালু করলেই বোনাস পাবেন এসএমএস। এই free-sms ব্যবহার করে সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। তাই দেখে নিন টেলিটক বন্ধ সিমের এসএমএস অফার teletalk bondho sim sms offer সম্পর্কে সকল তথ্য।
২৩ টি ফ্রী এসএমএস পাবেন বন্ধ সিম চালু করলে।
টেলিটক বন্ধ সিম কলরেট অফার
- ১০ বা তার বেশি রিচার্জ করলে পাবেন ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ( ৯০ দিনের জন্য)
- ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা উপভোগ করতে চাইলে গ্রাহককে *১১১*৪৫# ডায়াল করতে হবে
টেলিটক বন্ধ সিম রিচার্জ অফার
টেলিটক বন্ধ সিম অফার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দেওয়া হয়েছে । আপনাদের জন্য এখানে টেলিটক বন্ধ সিম রিচার্জ অফার teletalk bondho sim recharge offer সম্পর্কে তথ্য দেয়া হয়েছে।
৪ জিবি ডাটা ও ৪০ মিনিট @৪৩ টাকা (মেয়াদ ৭ দিন); যত খুশি ততবার।
অফার পেতে ডায়াল *১১১*৪৩#
৫ জিবি ডাটা ও ১০০ মিনিট @১০৯ টাকা (মেয়াদ ৩০ দিন) ); যত খুশি ততবার।
অফার পেতে ডায়াল *১১১*১০৯#
টেলিটক বন্ধ সিম অফার বিশেষ শর্তাবলী
- ফ্রি ২ জিবি ডাটা (৭ দিন মেয়াদ) অফারটি সিম চালু করার পর গ্রাহক শুধুমাত্র একবার উপভোগ করতে পারবেন।
- ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা উপভোগ করতে চাইলে গ্রাহককে *১১১*৪৫# ডায়াল করতে হবে ।
- অফার চলাকালীন সময়ে গ্রাহক যতখুশি ততবার স্পেশাল ডাটা অফার, স্পেশাল কম্বো অফার ও স্পেশাল অফার উপভোগ করতে পারবেন।
- মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা ব্যবহারযোগ্য নয়।
- সকল ট্যারিফে এসডি, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য।
- সকল প্রিপেইড গ্রাহক, বিগত ৯০ দিনে যাদের কোন ব্যবহার নেই তারাই কেবল বন্ধ সিম অফারের আওতাভুক্ত হবেন।
- আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ
- অপশনে গিয়ে কাঙ্খিত নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করতে হবে।
- অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
সর্বশেষ কথা
আশাকরি আমাদের এই পোষ্টের মাধ্যমে টেলিটক বন্ধ সিম অফার teletalk bondho sim offer check সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। আপনার যারা ফ্রেন্ড আছে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। যাতে সবাই টেলিটক বন্ধ সিম অফার
teletalk oporajita bondho sim offer গুলো নিতে পারে।
আরও দেখুনঃ