বিখ্যাত মনীষীরা সফলতা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করেছেন। বিখ্যাত মনীষীদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বিশ্বাসীদের জন্য নানান ধরনের উক্তি বলে বলেছেন । এসব উক্তি থেকে অনেক কিছু শেখা ও জানার আছে। তাই আপনি যদি সফলতা নিয়ে বাছাই করা উক্তি পেতে চান তাহলে আজকের এই পোস্ট থেকে পেয়ে যাবেন। সফলতা অর্জন করার জন্য প্রথমত প্রয়োজন কাজের প্রতি উৎসাহ অর্জন করা। সফলতা অর্জন করার জন্য কয়েকটি দিক এর উপর খেয়াল রাখতে হয়। কাজের প্রতি জ্ঞান রাখা কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার সাথে একাগ্রতা। এসব দিক খেয়াল রাখলে সফলতা অর্জন করাটা খুবই সহজ হয়ে যায়। জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আসে। তবে এ ব্যর্থতা কে কেন্দ্র করে কাজে থেকে পিছিয়ে পড়া যাবে না।
এমন অনেক বিখ্যাত মনীষীরা আছে জীবনে সফলতা অর্জন করার আগে ব্যর্থ হয়েছে। কিন্তু তারা ব্যর্থতার কারণ বের করে আবার কাজ শুরু করেছে এবং সফলতা অর্জন করতে পেরেছে। তাই জীবনের ব্যর্থতা আসলে তা থেকে জ্ঞান অর্জন করে সেই কাজে আবার মনোযোগী হতে হবে। তাহলে সফলতা অর্জন করা যাবে। আজকের এই পোস্টে বিখ্যাত ব্যক্তিদের সফলতার কিছু উক্তি, স্ট্যাটাস দেয়া হয়েছে। এগুলো পড়ে আপনারা নিজেকে আরও কাজের প্রতি উৎসাহ এবং নিজেকে অনুপ্রাণিত করতে পারবে।
Contents
সফলতার স্ট্যাটাস
সফলতা অর্জন করার একটাই রাস্তা হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। একটি লক্ষ্য ঠিক করে, সেই কাজের সমস্ত খুঁটিনাটি জেনে কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তবে এ জন্য প্রয়োজন অধিক ধর্য্য তাহলে জীবনে সফল হওয়া খুবই সহজ হয়ে যায়। বিখ্যাত মানুষেরা সফল হওয়ার জন্য অধিক পরিশ্রম করেছে। তাই আজকে আমরা কিছু বাছাই করা সফলতা নিয়ে উক্তি তুলে ধরেছি আপনাদের মাঝে। আশা করি এই উক্তিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
- যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি” – ডেল কার্নেগী
- ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই “– এরিস্টটল
- সফল হওয়ার উপায় কী জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা “ – বিল কসবি
- মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয় “ – হেনরি ডেভিড থরো
- সফলতার একটাই রাস্তা, চেষ্টা চালিয়ে যাওয়া ।”
- তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।” – কিম গ্রাস্ট
- সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।” – ভিন্স লম্বারডি
- আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো” – নেলসন ম্যান্ডেলা
সফলতা নিয়ে ফেসবুক স্ট্যাটাস
যে ব্যক্তি ব্যর্থতা ঢাকার জন্য নানান তালবাহানা খোঁজে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ যেখানে সংসয় থাকে সফলতা অর্জন করাটা খুবই কষ্টকর। জীবনে সফলতা অর্জন করতে হলে শর্টকাট কোনো রাস্তা খোজা যাবে না। কর্মক্ষেত্রের রাস্তা যতই কঠিন হবে তা থেকে শিক্ষা নেয়া যাবে। এবং সেই শিক্ষা অনুযায়ী কাজে এগিয়ে গেলে সফলতা অর্জন করা যাবে। সফলতা অর্জন করার জন্য আরো কয়েকটি দিক লক্ষ্য রাখা উচিত। কাজের প্রতি সঠিক জ্ঞান, সৃজনশীলতা, কাজের প্রতি জেদ, কাজের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস। এগুলো সাফল্যের একটি মাধ্যম কারণ একটি সুন্দর পরিকল্পনা একজন ব্যক্তির সফলতা অর্জন করার জন্য যথেষ্ট।
তাই ব্যর্থতা কথা চিন্তা না করে, একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে সেই লক্ষ্যকে চিন্তা করে কাজে এগিয়ে যেতে হবে। তাই জীবনে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করে কাজে লেগে যেতে হবে একদিন সফলতা আসবেই।
পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি
আপনারা অনেকেই পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি খোঁজ করে থাকেন। তাই আজকের এই পোস্টে আপনাদের জন্য পরিশ্রম ও সফলতা নিয়ে কিছু বাছাই করা উক্তি তুলে ধরা হয়েছে। আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি খুব সহজেই এই উক্তিগুলোর সংগ্রহ করে নিতে পারবেন
- ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই; এবং তা হলো কঠোর পরিশ্রম। – এরিস্টটল
- সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। – ভিন্স লম্বারডি
- আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। – নেলসন ম্যান্ডেলা
- মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্যে নয় । – বিল কসবি
- আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন। – স্টিভ ওজনিয়াক
- একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। – ফ্রান্সিস বেকন
- যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। – ডেল কার্নেগী
সফলতা নিয়ে স্ট্যাটাস
যারা সফলতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান বা বন্ধুদের মাঝে শেয়ার করতে চান তারা আজকের এই পোস্ট থেকে সফলতা নিয়ে স্ট্যাটাস পেয়ে যাবেন। আমরা আপনাদের জন্য সফলতা নিয়ে কিছু বাছাই করা স্ট্যাটাস স্ট্যাটাস তুলে ধরেছে আজকের এই পোস্টে। স্ট্যাটাস গুলো দেখেছে সংগ্রহ করে নিন
- যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি” – ডেল কার্নেগী
- সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।” – ভিন্স লম্বারডি
- সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।” – ফ্র্যাঙ্ক লয়েড
- ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই ” – এরিস্টটল
- আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। ” – স্টিভ ওজনিয়াক
- তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।” – কিম গ্রাস্ট
- সফল হওয়ার উপায় কী জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা ” – বিল কসবি
ক্যারিয়ার নিয়ে স্ট্যাটাস
সফলতা নিয়ে ছবিসহ স্ট্যাটাস যারা খোঁজ করছেন তারা আজকের এই পোস্টে ছবিতে স্ট্যাটাস পেয়ে যাবেন। অনেকে চাই ফেসবুকে ভালো মানের সফলতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চায় তার জন্য আজকের এই পোস্ট এ ছবিসহ ভালো কিছু স্ট্যাটাস তুলে ধরেছি আপনাদের মাঝে।
- সফল হওয়ার চেষ্টা করার পরবর্তে দক্ষ হওয়ার চেষ্টা করো। সফলতা এমনিতেই আসবে।
– আলবার্ট আইনস্টাইন - যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই।
-উইলিয়াম ল্যাংয়েড - সফলতা হলো একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি তা থেকে সঠিক ফলাফল পাবে।
– অস্কার ওয়াইল্ড - অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।
– জ্যাক মা - রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।
– স্টিভ জবস - প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়। – নেলসন ম্যান্ডেলা
- সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা ; আনন্দ হল আপনি যা চান তা পাওয়া। – ডেল কার্নেগী
সফলতা নিয়ে কবিতা
সফলতা নিয়ে কবিতা অনেকে খোঁজ করে। তাই আজকের এই পোস্টের সফলতা নিয়ে কবিতা তুলে ধরা হয়েছে। আশা করি কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।
সফলতা
– আবু কওছর
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নয়,
সফলতা কেবল তারই আসে
ধৈর্য যাহার রয়।
বিফল হয়ে বসে থাকলে
পড়বে তুমি পিছে,
তোমার দ্বারা আর হবেনা
ভাবছ কেন মিছে।
আজ নয়ত কি হয়েছে
কালতো সুযোগ রবে,
দৃঢ় মনে কাজ করিলে
সফল একদিন হবে।মনের জোরে এগিয়ে চলো
রুখবেনা তোমায় কেউ,
সফল যারা তাদের পথে
পাথর কাঁটার ঢেউ।
অলস যারা পিছেই তারা
যেন প্রানহীন নিরবতা,
কষ্ট বিনা এই ভুবনে
কভু আসেনি সফলতা।
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আজকে পোস্টে পরিশ্রম ও সফলতা সম্পর্কিত উক্তি তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি খুব সহজে আপনার কাঙ্খিত উক্তি, স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে। তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এতে করে তারা সফলতা নিয়ে অনেক কিছু জানতে পারবে।
আরও দেখুন