প্রিয়ো পাঠক আজকে আমরা ষড়যন্ত্র নিয়ে কবিতা নিয়ে এসেছি। যারা ষড়যন্ত্র নিয়ে কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা কোন ভাবেই উচিৎ নয়। তাই অনেকে ষড়যন্ত্র নিয়ে কবিতা লিখে অনুসন্ধান করে। তাই আজকের এই পোষ্ট ষড়যন্ত্র নিয়ে লেখা। আপনি যদি ষড়যন্ত্র নিয়ে কবিতা পেতে চান। তাহলে আমাদের আজকের এই পোস্ট থেকে অনেক ভালো ভালো ষড়যন্ত্র নিয়ে কবিতা পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
ষড়যন্ত্র নিয়ে কবিতা
ষড়যন্ত্র করা মোটেও ভালো কাজ নয়। আমাদের কারো উচিৎ নয় ষড়যন্ত্র করা। আজকের পোস্টে আপনাদের জন্য ষড়যন্ত্র নিয়ে কবিতা তুলে ধরেছি। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আপনি যদি ষড়যন্ত্র নিয়ে কবিতা পেতে চান। তাহলে এখান থেকেই খুব সহজে পেয়ে যাবেন ষড়যন্ত্র নিয়ে কবিতা।
“ষড়যন্ত্র”
– দুখাই রাজ
অষ্টপ্রহর তিমির জাগরণে ফুলেছে চোখের পাতা
আমোদ প্রমোদ জলাঞ্জলী হল নষ্ট করে মাথা ।
ভ্রষ্ট চৈতন্য গলা টিপে মারে দ্যুতির
জাগানিয়া আত্মপ্রত্যয় আজ রুদ্র মুর্তির ।
স্বপ্নচারীর হৃদয় সকলের তরে বিলায়
জন্ম হবে আরেকটিবার তিতুমিরের কিল্ল ।
দেশপ্রেম আবার ও কালের কাছে লুপ্ত
ষড়যন্ত্রে মেতেছে সব তাও আবার সুপ্ত ।
ঘুমন্ত মনুষ্যত্ব আর কবে জাগবে ?
ষড়যন্ত্রের মূল হোতারা পুটলি নিয়ে ভাগবে ;
আহত অনেক, মরবে অনেক আরও কত কি যে আছে
যে যাই বলুক আমি নেমেছি, আছে কী কেউ পাছে ?
নষ্ট গদ্যের বিলুপ্তিতে সুস্থ্য পদ্যের সৃষ্টি
পদ্য যু*দ্ধে সম্ভব নয়, আত্ম যু*দ্ধেই তুষ্টি ।
“ষড়যন্ত্র”
– মো. আবু ইউসুফ
ষড়যন্ত্র-চক্রান্তের গন্ধ আর ক্ষমতা লোভে,
মাতোয়ারা হয়ে মানুষ আজ মিথ্যে প্রলোভনে।
জীবনের আদর্শ সব বিসর্জন দিয়ে,
ভুলে গেছে আজ মাথার উপর ছায়ার মত পিতাকে।
ক্ষমতার নোংরা-জঘন্য দাপট আর টাকার নেশায়,
নিহীত ষড়যন্ত্রের মিথ্যা মিটিং ও গোপন সেটিংয়ে।
লিপ্ত থাকে প্রকাশ্যে-গোপনে প্রতিক্ষনে,
মঙ্গল হবে না কারও ক্ষতি সাধন করিলে।
চক্রান্তকারীর পক্ষে নয় বিপক্ষে অবস্থান নিন,
কুচক্রী মহল চিহ্নিত হবে সার্বজনীন।
এদের নেতৃত্ব হয় না কখন স্থায়িত্ব,
যতই করুক সমাজে কর্তৃত্ব।
দেখাতে চায় অনেক বাহাদুরি,
নেই কোন মূল্যবোধ সবই করে ছলছাতুরি।
ঐ পথে আর যেও না, ষড়যন্ত্র করো না,
মিথ্যের সুতোয় ষড়যন্ত্রের জাল আর বুনোনা।
ধ্বংস করে দিওনা নিষ্পাপ লোকের স্বপ্নকে,
বেরিয়ে আসতে দাও তোমাদের স্বপ্ন দ্রষ্টাকে।
উদয়ের সূর্য হতে পারে ভোরে পতন,
লুটায় যেতে পারে এ ধরায় বিজয় কেতন।
স্বার্থের কারণে ষড়যন্ত্র যিনি করে,
ধ্বংসের প্রভাব পড়ে সবার উপরে।
মানবতা জেগে উঠুক সবার অন্তরে,
বিপদে ফেল না কাউকে ষড়যন্ত্র করে।
দুষ্কৃতী ষড়যন্ত্রে মেতে থাকে বিভিন্ন খুপড়িতে,
ঐ সরণীতে আর যেওনা, হতে পারি বন্ধু সকলে।
হৃদয়ে প্রশ্ন জাগে ঘুমন্ত মনুষ্যত্ব কখন জাগবে?
ষড়যন্ত্রের মূল হোতারা তাদের স্বার্থ নিয়ে নাহি ভাগবে।
ষড়যন্ত্র চিরকালই এ ধরাধমে থাকবে,
তবু মনুষ্যত্ববাদিরা কভু নাহি থামবে।
উদভাষিত হতে দাও চির সত্যকে,
ঘুরে দাঁড়াতে দাও স্বপ্নবাহু সেই পুরুষকে।
ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা
ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা। কবিতা প্রেমিদের জন্য এখানে ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা কবিতা দিয়েছি। আপনি ছাইলে এখান থেকে ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা টি সংগ্রহ করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তাই নিচ থেকে সংগ্রহ করে নিন ষড়যন্ত্র নিয়ে সেরা কবিতা –
জীবন এক ষড়যন্ত্র
এই যে আপনি,
গাছ যেমন ক্রমে পাতায়,
ফলে-ফুলে, সৌগন্ধে, ভ্রমরে,
কামনার জোনাকিতে ভরে গিয়েছিল,
তারপর একদিন হেলেদুলে যেতে যেতে
এই আপনার চুল পেকেছে,
দাঁত ক্ষয়ে গেছে,
নিভে যেতে যেতে যৌবনে কাঁটাতার পড়েছে,
আপনাকে ফেলে-ফেলে রেখে গেছে জানাশুনা মানুষেরা।
একা এবং একমাত্র একা হতে হতে,
আপনি দেখেছেন র*ক্তে আগুনের বদলে
শুরু হয়েছে শত্রু শত্রু খেলা,
অথচ আপনি জানেন আপনি মারা যাচ্ছেন,
সম্বলহীন, শক্তিহীন, শুন্য ভালবাসায়।
তবুও হয়ত পুরনো অভ্যেসে আরও
উঠে দাঁড়াতেও চাইবেন আপনি।
পারবেন না ! ততদিনে আপনাকে ফেলে রেখে যাওয়া
সেই জানাশুনা মানুষেরা হাট থেকে,
মঞ্চ থেকে, পার্টি থেকে, মাঠ থেকে, সংগম থেকে,
জনসভা থেকে ফিরে ফিরে আসবে,
যেন বৃদ্ধ হাতীর মত দুর্বল আপনার এই শরীর,
যেন অজস্র অভিশাপের মুখে
প্রচুর প্রতিশোধের সম্ভাবনা!
কোন মতে শরীর ঠেকাতে পারলেও,
মানুষ ঠেকাতে পারবেন না!
ষড়যন্ত্র নিয়ে উক্তি
আপনি যদি ষড়যন্ত্র নিয়ে অসাধারন একটি কবিতা খুজে থাকেন। তাহলে আপনি ঠিক যায়গাতে এসেছেন। আমরা আজকের পোস্টে ষড়যন্ত্র নিয়ে অসাধারন একটি কবিতা উল্লেখ করেছি। আশা করি আপনার ভালো লাগবে।
শতাব্দীর ষড়যন্ত্র
আমি বদ্ধ শেকল,
বাস করি প্রজন্ম থেকে প্রজন্মের মাথায়।
মাঝে মাঝে চিৎকার করি বিষাক্ত দাঁতের ব্যথায়
বিপরীতে পথ চলি শতাব্দী থেকে অব্দে।
নিষ্পাপ শিশুটি আমার প্রথম ছোবল
ভেদ করে ঢুকে পড়ি রাজ কপালের কাজল
শিশুদের বিগড়িয়ে চেতনার হুল ফুল ফোটাই
তুমি যেখানেই উড়ো মোর হাতে নাটাই।
আমি থাকি প্রজন্ম থেকে প্রজন্মের চিন্তায়
ছোট,বড়,মাঝারি এবং মানুষের আত্নায়
অধরা,অদেখা জীবাণুর মত বাস্তব সূক্ষ্ম
হৃদয়ের মত,,কোনোকালেই তা দেখে নাই বক্ষ।
আমি থাকি ইবলিসের মত দৃষ্টি সীমার উপরে
সব বয়সীর মাথা গিলে খাই অবলীলায় দিনে দুপুরে।
আমাকে দেখবে না তুমি, আমিই অদৃশ্য শক্তি
প্রমাণ করতে পারে না আমায় চলমান যুক্তি।
আমি বদ্ধ শেকল, প্রজন্মের উপর আমার রাজত্ব
আমার অস্ত্র একটি, মানুষের চিন্তায় ঢুকাই দাসত্ব।
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আমাদের এই পোস্টে ষড়যন্ত্র নিয়ে কবিতা তুলে ধরার জন্য। আপনাদের যদি আমাদের পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো ভালো ভালো কবিতা পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করেন।সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও দেখুনঃ