শীতের সকালের কবিতা ও শিশির ভেজা সকালের কবিতা

এই শীতের আবহাওয়াতে অনেকের মন চায় শীতের সকাল নিয়ে কবিতা লিখতে। আবার অনেকে চায় সকালের মিষ্টি রোদের মিষ্টি কবিতা লিখতে। শীতের সকালগুলো একদম অন্যরকম। চারপাশে ঘন কুয়াশা সকালের দিকে পাখির কিচিরমিচির। এ যেন এক অনন্য রূপ। শীতের দিনে বাংলার সবুজ চারপাশে সরিষার ফুল। আপনারা যাতে আমাদের থেকে কিছু ভালো রকমের শীতের কবিতা পেতে পারেন। তার জন্য আমরা আমাদের এই পোষ্ট ব্যক্ত করেছি।এখানে আমরা শীতের সকাল নিয়ে মিষ্টি কবিতা শীতের সকালের শিশির ভেজা কবিতা। সকল ধরনের কবিতা আমরা এখানে তুলে ধরেছি। আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

শীতের সকালের কবিতা

বাংলার মানুষ কবিতা শুনতে অনেক ভালোবাসে।আবার অনেকেই কবিতাকে ভালবেসে সেই কবিতাটি সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই শীতকে নিয়ে অনেক বিখ্যাত কবিগণ শীতের কবিতা লিখে গেছেন।আমরা তাদের স্পেশাল কবিতা এবং আগমনী বিভিন্ন কবিদের নিয়ে শীতের সকালের কবিতা এখানে তুলে ধরেছি। আশা করছি আপনারা সবাই এটিকে পছন্দ করবেন।

কুয়াশার চাদর মুড়ি দিয়ে
সবুজ দিগন্ত ঘুমিয়ে আছে,
মেঠো পথ পেরিয়ে।
সহশায় –
শীতের সোনালি সকাল
রবি কর – কুয়াশার মায়াজাল
ছিন্ন করে,
জেগেছে দিগন্তে ঝলমল।
শীতার্ত পাখিরা কুঞ্জবনে-
কলোরব মুখর আহারের সন্ধানে,
বুলবুলি, পাপিয়া মেতেছে খেজুর রস পানে,
এ গাছ ও গাছ আর শিমুলের ফুলে
সাথীকে কাছে ডাকে বকুলের ডালে।
শীতার্ত মানুষ মিষ্টি রোদের তরে,
ছুটে যায় সূর্যের কিনরে ।
পাড়ার কিশোর কিশোরী দল বেধেঁ
মটর শুটির ক্ষেতে –
খড়ের আগুনে কাঁচা মটর শুটি
পুড়িয়ে খেতে,
দেহ খানি গরম করিতে
আগুনের চারি পাশে
মেতেছে সবাই উল্লাসে,
পৌষের সকাল বেলা সোনালী রোদ
হিম শীতল প্রকৃতির পাশে
প্রেমিকার মতো
আজও যেন হাসে।।

আরও দেখুনঃ ২০+ শীতের সকালের কবিতা

মিষ্টি সকালের কবিতা

শীতের সকালের মিষ্টি রোদের মঞ্চায় মিষ্টি কবিতা আমার প্রিয়জনকে শুনিয়ে দেই।অনেকের মনে আসে না কবিতা থেকে কিভাবে গোছাবে। তাই আমরা বিখ্যাত সকল কবিদের শীতের সকালের মিষ্টি কবিতা গুলো এখানে দিয়েছি। আপনি চাইলে কবিতা গুলো পড়ে আপনার প্রিয়জনকে শীতের সকালের মিষ্টি কবিতা টি পাঠাতে পারেন। এই শীতের সকালে আপনার মিষ্টি কবিতা টিপে আপনার প্রিয় জন অবশ্যই অনেক খুশি হবে।

shiter sms

শীতের সকালে
ধূসর দেয়ালে
একেলা দোয়েল ডাকে
গাঁয়ের পথের
দিনগুলো সব
ভীষণ মনে পড়ে।
কূয়াশা ঘেরা রাতের শেষে
শিশির ভেঁজা ভোরে
দূর্বা ঘাসে পা ডুবিয়ে
হারিয়ে যেতাম দূরে।
সূর্য দিতো উঁকি যখন
পূব আকাশের কোণে
রোদ পোহাতাম সবাই মিলে
বাড়ির উঠোন জুড়ে।
খেঁজুর রসের পায়েস ছিল
ভাপা পিঠের স্বাদ
আরো অনেক পিঠে পুলি
নাম জানা নাই আজ।
দিনের শেষে নামতো আঁধার
কূয়াশা চাঁদর নিয়ে
গল্প কথা শুনেছি কত
কাঁথা মুড়ি দিয়ে।
রাতের শেষে দিনের আলোয়
ধূলো উড়া পথে
ক্লান্তি নাই হেঁটে হেঁটে
হারিয়ে যেতে দূরে।
এখন ভীষণ ক্লান্ত লাগে
সেসব কথা ভেবে
এই শহরে শীত গ্রীষ্ম
কাটাই একই ভাবে।

আরও দেখুনঃ ১০+ শীতের সকালের মিষ্টি কবিতা

সকালের কবিতা

আমরা যখন সকালে ঘুম থেকে উঠি। তখন অনেকেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সকাল সম্পর্কে কবিতা লিখে পোস্ট করে থাকে। তাই আমরা আপনাদের জন্য সকালের কবিতা গুলো সংগ্রহ করে আমাদের এই পোস্টে নিয়ে এসেছি। এখান থেকে সকাল সম্পর্কে বিভিন্ন কবিতা আপনি জানতে পারবেন।তাই সকালের কবিতা গুলো পড়ুন এবং সবার সাথে শেয়ার করেন।

shiter love sms

সারাদিনেও সূর্যটাকে যায় না দেখা
গায় লাগে না কোমল মধুর আলোর রেখা।
শহর হলো খেজুর গাছের বড্ড আকাল
খেজুর গুড় আর রসের পিঠা ছদ্ম মাকাল ।

কুটুম পাখি আসে না তো এই শহরে,
বসে না তো গাছের ডালে খাল নহরে।
কারণ শুধু দালান কোঠায় ভর্তি শহর
নেই এখানে বন বনানী নৌকা বহর।

আরও নিনঃ স্পেশাল সকালের কবিতা

শিশির ভেজা সকালের কবিতা

শীতের দিনে ক্ষেতের আইলে পানি জমে থাকে। ঘাসের উপরে বিন্দু বিন্দু জল জমে থাকা কে বলে শিশির। যারা শীতের সকালে ধান ক্ষেতের আইলে হেঁটেছেন তারা জানেন এই শিশির ভেজা সকাল টা কত ভালো। সকালের শিশির কে উপভোগ করার জন্য আমরা আপনাদের জন্য শিশির ভেজা সকালের কবিতা এখানে নিয়ে এসেছি। এই কবিতাগুলো আপনার শীতের সকালের শিশির ভেজা সকাল টি আরো আনন্দদায়ক করবে। তাই এখান থেকেই শিশির ভেজা সকালের কবিতা গুলো দেখে নিন।

shiter rater sms

আচ্ছা মানিক! শীতের সকাল
কেমন লাগে তোর,
কেমন লাগে মুক্তো দানার
শিশির মাখা ভোর?
মিষ্টি রোদে পিঠ ফিরিয়ে
পায়েস পিঠায় পেট ভরিয়ে
নেচে নেচে কলকলিয়ে
মাতাচ্ছি ঘর-দোর।
শীত দুপুরে চড়ুইভাতি
রান্না বাটি মাতামাতি
হেসে হেসে পাল্লা দিয়ে
চলছে খাওয়ার জোর।
সত্যি করে বলতো মানিক
কেমন লাগে তোর ?

এখানে পাবেন আরও শিশির ভেজা সকালের কবিতা

সকাল নিয়ে কবিতা

শীতের রাতে চারপাশের ঘন কুয়াশা দেখা দেয়। তবে যারা গ্রামে থাকেন তারা অনেক ভাল জানেন শীতের রাত্রি কতটা উপভোগ ময়। আবার রাস্তার মানুষের জন্য শীতের রাত্র কষ্টকর।শীতের রাতে বাইরে বের হলে দেখা যায় কুয়াশা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে। অনেকেই এই শীতের রাত থেকে উপভোগ করার জন্য গায়ে চাদর দিয়ে বাইরে বের হয়ে যায়। তখন মুনচায় এই শীতের রাত থেকে নিয়ে কিছু কবিতা বলে দিতে।আমরা আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য এই শীতের রাত নিয়ে বিভিন্ন রকমের কবিতা আমরা এখানে উপস্থাপন করেছি। আশা করছি এর মাধ্যমে আপনি শীতের রাত সম্পর্কে কবিতা লিখতে পারবেন।

shiter pic

আরও দেখুনঃ শীতের রাত নিয়ে কবিতা

শীত নিয়ে কবিতা

যারা সকালে ঘুম থেকে উঠেন তারা অবশ্যই জানেন সকালের প্রকৃতি দেখতে কত মজা। এই ব্যস্ত নগরীর মাঝে সকালের আবহাওয়াটা যেন এক নতুন আবাস। বিভিন্ন রকমের পাখির আনাগোনা চারপাশে। প্রকৃতি যেন কানে কানে কিছু বলে যায়।আবার অনেকে তো ভালোবাসে সকালের প্রকৃতি দেখতে।তাই সকালে উঠে সকালের প্রকৃতি নিয়ে একটি কবিতা লিখতে অনেক সময় আমাদের মন চায়।কারন মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে অনেক পছন্দ করে। আমরা এখানে সকালের প্রকৃতির কবিতা গুলো দিয়েছি। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

এই শহরে কষ্টে থাকে বস্তিবাসী,
শীত এলে হায় যায় ফুরিয়ে মুখের হাসি।
তাদের মরা নদে ওঠে দুঃখ লহর
শীতটা যেন বস্তিবাসীর মস্ত কহর ।

সকালের প্রকৃতির কবিতা আরও পেতে প্রবেশ করুন 

শীতের কবিতা

মাঝে মাঝে শীতের অবস্থা এমন হয় যে কুয়াশার মাঝে কাউকে দেখা যায় না। এই কুয়াশা ভেজা সকালের কবিতা আমাদের মনে অনেক দাগ কাটে। কুয়াশা ভেজা সকালে মানুষ ঘুরতে বের হয়। উপভোগ করে শীতের দিনের কুয়াশা ভেজা সকাল। আবার অনেকে কুয়াশা ভেজা সকালের অনুসন্ধানে ইন্টারনেটে অনুসন্ধান করে। তাই আমরা এখানে কুয়াশা ভেজা সকালের কবিতা তুলে ধরেছি।

kuyashar sms

পল্লী ছেড়ে এই শহরে থাকি একা,
শীতের আসল রূপ এখানে যায় না দেখা।
ভোরটা কভূ হয়না হেথা শিউলি ঝরা,
ঘাসের ডগায় মুক্তোদানা শিশির ভরা।

কুয়াশার ঐ চাদর যেন কেউ ফেড়েছে,
পাখ পাখালীর কন্ঠ থেকে গীত কেড়েছে;
দালান দিছে হিমেল হাওয়ায় পথটা কেটে,
শৈত্য ঠাণ্ডা রয় লুকিয়ে লেপ জ্যাকেটে।

কুয়াশা ভেজা সকালের কবিতা আরও পাবেন এখানে

শীতের সকালের ছবি

যারা শীতকে উপলক্ষ করে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শীতের সকালের ছবি শেয়ার দিতে চান।তাদের জন্য আমরা বেছে বেছে ভালো মানের কিছু শীতের সকালের ছবি আমরা আমাদের পোস্টে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি এই ছবিগুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারবেন।এখানে আমরা গ্রাম বাংলার শীতের সকালের যে আবহাওয়া থাকে তার উপর ভিত্তি করে ছবি তুলে এখানে দিয়েছি।

shiter picture

১০০ শীতের সকালের ছবি পেতে প্রবেশ করুন

siter kobita

৫০+ শীতের সকালের ছবি পাবেন এখানে 

আমরা বিভিন্ন সকালের কবিতা আমাদের পোস্টে দেই।যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই এই শীত উপলক্ষে আপনার প্রিয়জনকে পোস্টটি শেয়ার করবেন। আশাকরি শীতের কবিতা গুলো আপনার সকালের মুহূর্তটি আরো অনেক ভালো করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন

Leave a Comment