সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

সিঙ্গাপুর ভিসা চেক ২০২৪ | সিঙ্গাপুর আইপি চেক দেওয়ার নিয়ম

যে কয়টি ছোট দেশ রয়েছে তার মধ্যে সিঙ্গাপুর একটি। সেই সাথে যত উন্নত রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে প্রায় বিভিন্ন কাজের ভিসা প্রদান করে। বাংলাদেশি অনেকেই কর্মসংস্থানের জন্য বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে এ সকল ভিসা সংগ্রহ করে থাকে। দেখা যায় অনেকেই প্রতারক চক্রের হাতে পড়ে। এক্ষেত্রে সচেতন হওয়া জরুরী। আপনি যদি সচেতন হন তাহলে ভিসা সংক্রান্ত বা অন্যান্য বিষয়বস্তুতে অসুবিধার করতে হবে না। ভিসা চেক করার জন্য প্রয়োজন তাদের অফিসিয়াল ওয়েবসাইট। কিছু তথ্য প্রেরণ করার মাধ্যমে ভিসার তথ্য জানা যায়। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। এছাড়াও সিঙ্গাপুরের এয়ারলাইন্সের টিকিট চেক করার জন্য এখানে ক্লিক করুন। এই পদ্ধতি অবলম্বন করে সিঙ্গাপুরের টিকিট চেক করতে পারবেন।

সিঙ্গাপুর ভিসা চেক

বিদেশ ভ্রমণে পাসপোর্ট, ভিসা, টিকিট অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেমন পাসপোর্ট ছাড়া ভিসা তৈরি করতে পারবেন না। তেমনি ভিসা ছাড়া টিকিট কাটতে পারবেন না। তাই পাসপোর্ট, ভিসা, টিকিট সহ বেশ কিছু বিষয়বস্তু সংগ্রহ করে, বিমানে সাহায্যে ভ্রমণ করতে পারবেন। আপনি যদি সিঙ্গাপুরে যাওয়ার জন্য সকল বিষয়বস্তু সংগ্রহ করে থাকেন। কিংবা ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এক্ষেত্রে আমাদের উপকারে আসবে।

সিঙ্গাপুর টুরিস্ট ভিসা চেক

বাংলাদেশ থেকে বহু মানুষ সিঙ্গাপুরে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমায়, অর্থ উপার্জনের জন্য। আপনি যদি ইতিমধ্যে সিংগাপুরের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। এক্ষেত্রে জেনে রাখুন সিঙ্গাপুর কাজের ভিসা হচ্ছে আইপিএ কাজের জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্য এ ভিসা অনেক গুরুত্বপূর্ণ। ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এই বিষয়টি আসল কিনা এবং এ বিষয়টি কোন কাজের জন্য বুকিং করা হয়েছে।

সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট চেক

ভিসা চেক করার জন্য যা প্রয়োজন। পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, ডেট অফ বার্থ। আপনি যখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করবেন। কিছু তথ্য প্রেরণ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর যে ফর্রমটি আসবে। পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে, কিংবা ভিসা নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে চেক করে নিতে পারবেন।

singapore visa check by passport number

ভিসা চেক করার জন্য আপনি আপনার ফোনের একটি ব্রাউজার সিলেক্ট করুন। হতে পারে তা ক্রোম ব্রাউজার এবং সার্চ বক্সে লিখুন Singapore wp check এবং অনুসন্ধান করুন। অথবা আমাদের এই পোস্টে থাকা লিঙ্কে ক্লিক করুন। তাহলে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন। এরপর কিছু স্টেপ পার করার মাধ্যমে আপনার ভিসার যাবতীয় তথ্য দেখে নিতে পারবে।

সিঙ্গাপুর আইপি চেক দেওয়ার নিয়ম

  • প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করার পর হোমপেজ চালু হবে।
  • দ্বিতীয় ধাপ: নিচের দিকে লক্ষ্য করুন check work pass and application status এখানে ক্লিক করুন, একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে ভাষা সিলেক্ট করতে হবে। আপনার বুঝার সুবিধার্থে ভাষা সিলেক্ট করুন এবং continue বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে start বাটনে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপ: পরবর্তী পেজে date of birth বসিয়ে দিন। এরপর select one অপশন থেকে foreign identification number (pin) সিলেক্ট করুন অথবা passport number সিলেক্ট করুন।
  • চতুর্থ ধাপ: যদি প্রথমটি সিলেক্ট করেন এখানে ভিসা নাম্বার দিন। যদি দ্বিতীয়টি সিলেক্ট করেন এখানে পাসপোর্ট নাম্বার দিন। এরপর ক্যাপসা পূরণ করুন এবং submit বাটনে ক্লিক করুন।

সাবমিট বাটনে ক্লিক করার পর। যদি ভিসাটি সঠিক হয় এর ফলাফল দেখতে পারবেন।

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

আপনার বিষয়টি যদি সঠিক হয় যে স্ট্যাটাস আসবে। এখান থেকে আপনি আপনার ভিসার আইপিএ রেজাল্ট দেখতে পারবেন। যদি সঠিক হয় এক্ষেত্রে approved সেই সাথে। check a work pass থেকে আপনার ভিসার অন্যান্য তথ্য দেখে নিতে পারবেন। চাইলে ভিসাটি প্রিন্ট করে রাখতে পারবেন।

আশা করা যায় এই পদ্ধতি গুলো অবলম্বন করে। আপনি খুব সহজেই ভিসা চেক করে নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে এরকম আরও বিভিন্ন ধরনের পোস্ট দেখে নিতে পারেন।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top