রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম। আজকে আমরা কথা বলবো রবি পোষ্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম নিয়ে। বাংলাদেশের সবচাইতে স্ট্রং নেটওয়ার্ক হচ্ছে রবি সিমের। তাই যারা রবি সিমের পোস্টপেইড প্যাকেজ থেকে প্রিপেইড প্যাকেজ একটিভ করতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ।কারণ এখানে আমরা তুলে ধরেছি রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম। বর্তমানে অনেকেই আছেন যারা রবি পোস্টপেইড প্যাকেজ থেকে প্রিপেইড প্যাকেজ ট্রানস্ফার হতে চান। কিন্তু সঠিক নিয়ম না জানায় তারা টান্সফার হতে পারছেন না। তাই এখানে আমরা তুলে ধরেছি রবি প্রিপেইড মাইগ্রেশন সম্পর্কে সকল তথ্য।আশা করি এর মাধ্যমে আপনারা খুব সহজেই রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

রবি প্রিপেইড থেকে এইস্‌ মাইগ্রেশন অফার

সম্প্রতি সময়ে রবি প্রিপেইড সিম থেকে এইস্ মাইগ্রেশন অফার অ্যাক্টিভ করলে। আপনার জন্য থাকবে আকর্ষণীয় কল রেট অফার, free-sms, আকর্ষণীয় বান্ডেল অফার এবং মিনিট অফার। নিচে আপনাদের সুবিধার্থে রবি প্রিপেইড থেকে রবি এইস্ এ মাইগ্রেশন করলে যা যা পাবেন সেই তথ্য এখানে দেওয়া হলো।

প্রিপেইড থেকে রবি এইস্‌ -এ মাইগ্রেশন করলে যা যা পাবেন-

  • যেকোনো নেটওয়ার্কে ফ্ল্যাট ৯০ পয়সা/মিনিট কল রেট
  • বিনাশর্তে ১ সেকেন্ড পাল্‌স
  • সাশ্রয়ী এসএমএস চার্জ: ২৫ পয়সা/এসএমএস (পি২পি লোকাল)
  • *০*০# চাপলেই এক্সক্লুসিভ এইস্‌ প্ল্যান
  • দেশ সেরা রোমিং অফার
  • অব্যবহৃত ব্যালেন্স১ ক্যারি ফরওয়ার্ড
  • বিশেষ সুবিধাসহ মাইগ্রেশনের পরে একই রবি নম্বর
  • ইনবক্সে আইটেমাইজড ই-বিল
  • অটো ডেবিট ফিচার২ চালু করলে মান্থলি ৫% ছাড়
  • ফ্রি মাইগ্রেশন

প্রিপেইড থেকে রবি এইস্‌-এ মাইগ্রেশন প্রক্রিয়া:

  • সকল রবি প্রিপেইড (ইজিলোড, উদ্যোক্তা, কর্পোরেট এবং এসএমই বাদে) গ্রাহক নিকটস্থ রবি সেবাকেন্দ্রে গিয়ে রবি এইস্‌ প্যাকেজে মাইগ্রেশন করতে পারবেন।
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলতি প্রক্রিয়াতেই রবি এইস্‌-এর ট্যারিফ নির্ধারিত হবে।
  • মাইগ্রেশনের পরেও নম্বর একই থাকবে এবং সিম কার্ড পরিবর্তনের প্রয়োজন নেই।
  • মাইগ্রেশনের জন্য কোনও চার্জ নেই। তবে জামানতের পরিমাণ বাড়িয়ে আপনি পছন্দমত ক্রেডিট লিমিট নিতে পারবেন।
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
এক্সপেরিয়েন্স এখন আপনার হাতে অথবা ভিজিট করুন নিকটস্থ
ডায়াল করুন *১২৩*৭০০# কাস্টমার কেয়ার সেন্টার

রবি প্রিপেইড টু পোষ্টপেইড মাইগ্রেশন করার নিয়ম

আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ রবি সার্ভিস পয়েন্টে গেলে। আপনাকে তারা রবি প্রিপেইড প্যাকেজ থেকে পোষ্টপেইড প্যাকেজে মাইগ্রেশন করতে সাহায্য করবে। আপনাকে সাথে কি কি নিয়ে যেতে হবে সেই সকল তথ্য আমরা এখানে দিয়েছি।আশা করি এর মাধ্যমে আপনি খুব সহজেই রবি প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম জানতে পারবেন।

  • আপনার ভোটার আইডি কার্ড
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার সিম নাম্বার এবং মোবাইলসহ আপনার নিকটস্থ রবি সার্ভিস পয়েন্ট
  • অথবা রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
  • তারা আপনাকে সকল ধরনের তথ্য দিয়ে সাহায্য করবে।

রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

বর্তমানে রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার কোন নিয়ম নেই। তবে আপনার যদি এ বিষয়ে আরো বিশেষ তথ্য প্রয়োজন হয়।তাহলে নিচে উল্লেখিত কাগজপত্রসহ রবি কাস্টমার কেয়ার এ যোগাযোগ করুন। তারা আপনাকে সকল তথ্য দিয়ে সাহায্য করবে। আশা করি এর মাধ্যমে আপনি জানতে পারবেন রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম আসলে কি।

সর্বশেষ কথা

আশা করি আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম জানতে পেরেছেন। তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন। যাতে সবাই রবি পোষ্টপেইড থেকে কিভাবে প্রিপেইড করতে হয়। এই সকল তথ্য পেতে পারে।

আরও দেখুনঃ 

Leave a Comment