রিপন ভিডিও কবিতা – রিপন ভিডিও গান লিরিক্স

যারা রিপন ভিডিও কবিতা (ripon kobita) খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম গরম গরম রিপন ভিডিও কবিতা। এই রিপন ব্যক্তির কথা গুলো কিছুদিনের মধ্যে ফেসবুকে ভালো হয়ে যায়। জানতাম কারন তার কথাটি তিনি স্পষ্ট ভাবে বলতে পারেন না। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো।

তাই আমরা আজকে এসে গেলাম রিপনের ছন্দ ভিডিও কবিতা। আজকের ভিডিও থেকে রিপন্দার মজার কবিতা, রিপন ভিডিও কবিতা লিরিক্স। এবং রিপন ভিডিও অস্থির মজার ছন্দ ও কবিতা জানতে পারবেন। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন।

রিপনদার মজার কবিতা

প্রতিদিন ফেসবুক এবং ইন্টারনেটে রিপন্দার মজার কবিতা জানতে চাই মানুষ অনুসন্ধান করে।তাই যারা রিপন্দার মজার কবিতা পড়তে ভালোবাসেন তাদের জন্য আমরা রিপন দা মজার মজার কবিতা আজকের পোস্টে উল্লেখ করেছি। আশা করছি কবিতাগুলি আপনারা অনেক আকর্ষিত হবেন এবং রিপন দা কে আরো বেশি ভালোবাসবেন।

বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক
তুমার সাথে কথা বলবো আমি সারারাত

থাকতে চাইলে হাই
যেতে চাইলে গুড বাই

আম চুক্কা জাম চুক্কা
চুক্কার নাই শেষ
রিপন মিয়া এগিয়া চলো
রিপন মিয়ার বাংলাদেশ

ripon video kobita

 

রিপন ভিডিও কবিতা

বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই রিপনদার বিভিন্ন কবিতা ভিডিও আকারে আপলোড করা হয়েছে। রিপন দা কবিতা তাই আমরা এখানে রিপন ভিডিও কবিতা গুলো লিখে দিয়েছি। আপনি চাইলে কবিতা গুলো সংগ্রহ করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। কারন অনেকেই রিপন ভিডিও কবিতা পড়তে ভালবাসে।

তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে
তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে
তুমি দিবে কিছু, আমি দিব কিছু
সেই থেকে জন্ম নিবে ছোট্ট এক শিশু

তুমার মুখের হাশিটুকু লাগে আমার ভালো
তুমায় ছাড়া ক্যামনে আমি থাকি ভালো

 

ripon lyrics kobita

 

আম গাছে আম ফলে
কুমড়ো ফলে চালে,
দূর থেকে কিস দিলাম
তুলে নাও গালে

রিপন ভিডিও কবিতা লিরিক্স | Ripon Video Kobita Lyrics

মানুষ ভিডিও দেখার সাথে সাথে অনেক সময় ভিডিওর লিরিক্স জানতে চায়। আমরা এখানে রিপন ভিডিও কবিতা লিরিক্স গুলো দিয়েছি। আপনি চাইলে লিরিক্স গুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারেন। কারণ প্রতিদিন অনেকেই রিপন ভিডিও কবিতা লিরিক্স জানতে চাই।

লাল, নীল কালো
মনটা আমার ভালো
লাল, নীল টিয়ে
করবে কি আমায় বিয়া

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উপুস মাথায় দিয়ে,
দরজা খুলে যারে দেহুম
তারে করুম বিয়ে

 

ripon mojar kobita

 

ইয়েস মানে পিয়েজ পাতা
আমি একন কলকাতা
যে না বোঝে তার সাথে কিসের কথা!

লাগছে ভালো ছাড়বো ঘর
জুমাতে যাবো বারো টার পর
আকাশের রং দিচ্ছে আলো
জুমার নামায পড়তে লাগবে ভালো

Ripon Video Lyrics

যারা রিপন্দার ভিডিওর অস্থির মজার ছন্দ ও কবিতা পেতে চান‌। তাদের জন্য এখানে রিপন ভিডিওর অস্থির মজার ছন্দ গুলো আমরা লিখে দিয়েছি। আপনি চাইলে মজার ছন্দ ও কবিতা গুলো সবার সাথে শেয়ার করতে পারেন।

আম গাছে আম নেই
ঢিল কেন ছুড়ো,
তোমার সাথে প্রেম নাই
চোখ কেন মারো?

রাজার যেমন রাজ্য আছে,
আমার আছো তুমি।
তোমায় ছাড়া কেমনে বল
থাকতে পারি আমি?

বন্ধু বলো , বান্ধুবি বলো
কেউ তো আপন নয়
ক্ষণিকের মেলামেশা সবটাই অভিনয়

 

ripon kobita

 

আমি রিপন মিয়ার উস্তাদ
ভইরা থুইছি বস্তাত
আফনেরা যদি কইন
ছাত্রছাত্রী ভাই বইন
যুদি না যায় ছুইট্যা
ঢেহির মাঝে কুইট্যা
যে দেশের যে ভাউ
আমি রিপনে পাক করবাম দম-পোলাউ

রিপন ভিডিও

রিপন দা কে সবাই ছন্দ কবি বলে জানে।কারণ সে মজার মজার কবিতা বলে মানুষকে হাসায়। তাই অনেকেই রিপন ভিডিও ছন্দ কবি রিপন্দার ছন্দ শুনতে চাই। এখানে আমরা ছন্দ কবি রিপন্দার ছন্দ গুলো দিয়েছি।

আমি কতা কই না ডড়াইয়া
আমার কতা যায়গা ছড়াইয়া
কতা কই না হাতে গুতাইয়া
যে কতা কয় না, সে কয় আরেক কতার জাতে
যে পান খাইয়্যা চুন খায় না হেরে কয় গাবর
যে কতার পৃষ্ঠে কতা কয় না হেরে কয় জাবর

আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ।
আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিংবাজ, চিটিংবাজ

তেসপাতাটা তেস করে
গোলাপ ফুলের বাসনা
কোন কাজে মন দিয়েছো ….?
মোবাইল করো না …!”

বারণ হয় না চোখের পানি
আছেন যত বদ্দোষ
তার সবার কাছে নুয়াই মাতা
কিসের এত আতা আতা
মইরা গেলেই গু*** হুতা

পাগল ছাগলের লেনেদেনা
অইখ্যান ছাড়া কেউ বোঝে না
আছেন যত জ্ঞ্যানী গুনী
তারা করতাছে কোণাকুনি
আমি রিপন মিয়া কানে শুনি

কে এই রিপন ভিডিও?

আপনারা অনেকেই আছেন যারা জানতে চান কে এই রিপন ভিডিও। হঠাৎ করেই রিপন দা ফেসবুক ফলোয়ার বেড়ে যায়। কারণ তার কথাগুলো এবং তার ফানি কবিতাগুলো সবাই পছন্দ করে। এই রিপন্দার বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায়। এবং তারেক ইন্টারভিউতে বেরিয়ে এসেছে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।

Ripon Video Poem

ফুলফুল করোনা
ফুল আমি দেবোনা
ফুল যদি দিতে হয়
ভালোবাসা নিতে হয়
ফুল তুমি নিয়ে যাও
আই লাভ ইউ তো বলে যাও

কি করে করো তুমি ফযরের নামাজ কাজ্বা
দুপুরের টাইমে হতেও পারে আমাদের জানাজা

কেন তুমি এসেছিলে
আমার এই জীবনে,
সুখটুকু কেড়ে নিয়ে
জল দিলে নয়নে

আউলা জাউলা পাকিস্থান
দেশে আছে ইরিধান
ইরিধানের গন্ধ
নয়া ভাবির কান্ড
ভাবিরে ভাবি কান্দ ক্যা
আপনার ভাইয়ে মারছে ক্যা
আমরা দুইজন মিস্ত্রী
চকবাজার কাজ করি

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রিপন ভিডিও কবিতা এবং রিপন ভিডিও কবিতা লিরিক্স গুলো তুলে ধরার। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং রিপন্দার পরবর্তী সকল কবিতা পেতে আমাদের সাথেই থাকুন।

আরও দেখুন

ইমুতে কল রেকর্ড করবেন যেভাবে (কথা সহ ইমু কল রেকর্ড করার নিয়ম)

শীতের সকালের শুভেচ্ছা

ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো

মোটা হওয়ার সহজ উপায়

ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

Leave a Comment