রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫: Download PDF

মাত্র প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় www.admission.ru.ac.bd নতুন বছরের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভর্তির আবেদন, ভর্তি ফি ও বিভিন্ন ইউনিট এর বিস্তারিত তথ্য। তাই আজকের এই পোস্ট পড়ে দেখে নিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের নিয়মাবলী ও আবেদনের যোগ্যতা।

প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে একজন শিক্ষার্থীকে যাচাই-বাছাই করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়। পরবর্তীতে সবাই বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। তাই আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়। তাই আপনার স্বপ্ন যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারন আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত সকল তথ্য আজকে তুলে ধরবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। সাধারণ জ্ঞানে সর্বোচ্চ কমন পেতে পড়ুন খন্দকার’স GK। নিচে থেকে জেনে নিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের যোগ্যতা। কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কত টাকা লাগবে দেখে নিন। কবে প্রকাশিত হবে প্রাথমিক সিলেকশন ফলাফল। অন্যদিকে আরো দেখে নিন চূড়ান্ত আবেদন ফি ও চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফলের সর্বশেষ তথ্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের যোগ্যতা ২০২৪

যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন তাদের জন্য যোগ্যতা সম্পর্কিত তথ্য দেয়া হয়েছে। যারা বিজ্ঞান ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা দিবেন তাদের সর্বমোট ৮.০ পয়েন্ট লাগবে। অন্যদিকে মানবিক বিভাগের জন্য ৭.০ পয়েন্ট ও বাণিজ্য বিভাগের জন্য ৭.৫ পয়েন্ট লাগবে। নিচে থেকে বিস্তারিতভাবে দেখে নিন।

আবেদনের যোগ্যতা :

  • ☑️ বিজ্ঞান :8.00
  • ☑️ মানবিক বিভাগ : 7.00
  • ☑️ বাণিজ্য : 7.50

রাবি ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  •  প্রাথমিক আবেদন শুরু ২৫ মে – ৯ জুন।
  • প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।
  • প্রাথমিক আবেদন শেষে সিলেকশন রেজাল্টের পর চুড়ান্ত আবেদন ১৫ জুন -২৮ জুন।
  • চুড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা।
  • প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পাবে ৭২,০০০ জন। পরীক্ষা হবে চার শিফটে। প্রতি শিফটে ১৮,০০০ জন পরীক্ষা দিতে পাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ফি কত

  1. প্রাথমিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফী ৫৫/= টাকা।
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চুড়ান্ত ফি হচ্ছে ১১০০/= টাকা

রাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

  • ☑️ C- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)=২৫ জুলাই,
  • ☑️ A- ইউনিট ( মানবিক বিভাগ)=২৬ জুলাই
  • ☑️ B- ইউনিট (বাণিজ‍্য বিভাগ ) =২৭ জুলাই

১ম শিফট = সকাল ৯ -১০ টা
২য় শিফট = সকাল ১১-১২ টা
৩য় শিফট=দুপুর ১-২ টা
৪র্থ শিফট = দুপুর ৩-৪ টা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও নম্বর বণ্টন ২০২৪

পরীক্ষা হবে ১০০ নম্বরের। MCQ থাকবে ৮০ টি। কোন রিটেন নাই। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। নেগেটিভ মার্ক ০.২০। পাস মার্ক ৪০

A- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে-

  • ক. বাংলা- ৩০ নম্বর
  • খ. ইংরেজি- ৩০ নম্বর
  • গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
  • মোট ১০০ নম্বর।

A- ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)

  • ১. বাংলা- ৩০ নাম্বার
  • ২. ইংরেজি- ৩০ নাম্বার
  • ৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
  • মোট ১০০ নম্বর।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

B- ইউনিট ( এ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন)

শুধু বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-

  • ১. ইংরেজি- ২৫ নাম্বার
  • ২. আইসিটি- ১৫ নাম্বার।
  • ৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
  • ৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
  • ৫. বাংলা- ১০ নাম্বার
  • মোট ১০০ নম্বর।

B- ইউনিট- অবাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন

  • ১. ইংরেজি- ৩০ নাম্বার
  • ২. বাংলা- ২০ নাম্বার।
  • ৩. সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
  • ৪. আইসিটি- ২৫ নাম্বার।

মোট ১০০ নম্বর।বিঃদ্রঃ ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ) বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায় ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে। প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

C- ইউনিট( এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে)

সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর বণ্টন

‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫

  • ১. পদার্থ ২৫টি প্রশ্ন
  • ২. রসায়ন ২৫টি প্রশ্ন
  • ৩. আইসিটি ৫টি প্রশ্ন

‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০

  • ১. গণিত ২৫টি প্রশ্ন
  • ২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
  • ৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।

(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)

অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ pdf download

যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত ২০২৪ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিচে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যারা নিজের মোবাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার পিডিএফ সংগ্রহ করতে চান। তাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ লিংক নিচে দেয়া হয়েছে।

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম ২০২৪

আপনারা অনেকেই আছেন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম জানতে চান। তাদের জন্য নিচে সঠিক গাইডলাইন তুলে ধরা হয়েছে।

  • প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট www.admission.ru.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে প্রবেশ করতে হবে।
  • Apply Now বাটনে প্রবেশ করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
  • তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে প্রবেশ করতে হবে।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে
  • আবেদনের সময় যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে।
  • আবেদনকারীকে তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতেহবে।
  • আবেদনকারী ROCKET অথবা ‘SURE CASH’ অথবা ‘BKASH’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট জন্য আবেদন ফি জমা দিতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। অন্যদিকে আপনারা নিচের লিঙ্ক থেকে প্রবেশ করে সকল ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারেন।

Leave a Comment