নারী দিবসের শুভেচ্ছা বার্তা, কবিতা ও রচনা

নারী দিবসের শুভেচ্ছা বার্তা, কবিতা ও রচনা। নারী দিবসের কবিতা ও শুভেচ্ছা বার্তা আজকের পোষ্টে দেওয়া হয়েছে। আজকে আন্তর্জাতিক নারী দিবস। তাই অনেকেই এই উইমেন্স ডে তে শুভেচ্ছা বার্তা শেয়ার করে থাকে।আমরা আজকে আমাদের এই পোস্টে জনপ্রিয় সব নারী দিবসের শুভেচ্ছা বার্তা এবং কবিতা দিয়েছি।

নারী দিবসের শুভেচ্ছা বার্তা

যারা নারী দিবস নিয়ে শুভেচ্ছাবার্তা খোঁজ করছেন।তাদের জন্য আমরা ভালো মানের শুভেচ্ছাবার্তা এখানে দিয়েছি। আপনাদের যদি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা গুলো ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

আমরা কন্যাসন্তান হিসাবে মিষ্টি..
আমরা বোন্ হিসাবে যত্নবান..
আমরা প্রেমিকা হিসাবে সুন্দরী..
আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা..
আমরা মা হিসাবে পরম মমতাময়ী..
আমরা শক্তির উত্স..
আমরা নারী…
হ্যাপি ওমেনস ডে..

জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে,সেই জাতিরই পতন নিশ্চিত…নারীদের সম্মানকরো… শুভ নারী দিবস…

জীবন যদি রামধনু হয়,
তবে তুমি হলে তার রঙের বাহার…
জীবনে যদি নাম আঁধার,
তুমি হয়ে ওঠো তার আশার আলো..
মহিলা দিবসের অনেক অনেক শুভেচ্ছা…

তারা চায় মুক্ত আকাশ,
তারা চায় উড়তে..
ডানার দাবি তারা জানায় না কখনো,
কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে..
হ্যাপি ওমেনস ডে..

তিনি আমার বাবাকে খুব ভালবাসেন..
আমাদের যত্ন নেন..
সংসার তাঁকে ছাড়া অচল হয়ে পরে…
তিনি-ই আমার দেখা সবচেয়ে সবল নারী..
হ্যাপি ওমেনস ডে মা..

নারী দিবসের স্ট্যাটাস

নারীদের সম্মান করতে শেখো…কারণ তাদের ছাড়া আমাদের জীবন অসম্ভব হয়ে পড়ত.. শুভ নারী দিবস…

নারীর মর্যাদা দিতে কখনো কার্পণ্য কোরো না…ভুলে যেও না যে একজন নারীই তোমার জন্মদাত্রী..একজন নারীই তোমার হাতে প্রতি বছর রাখী পড়িয়েছে…একজন নারীকেই তুমি মনে মনে তোমার প্রেয়সী রূপে কামনা করো… শুভ নারী দিবস…

আরও দেখুনঃ

১০০+ নারী দিবসের শুভেচ্ছা বার্তা

নারী দিবসের কবিতা

আপনারা যারা নারী দিবসের ভালো মানের কিছু কবিতা আমরা এখানে দিয়েছি। আশা করছি নারী দিবসের কবিতা গুলো আপনাদের অনেক ভালো লাগবে। আন্তর্জাতিক নারী দিবসের কবিতা গুলো অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

nari dibosh niye ukti

সেই নারীর জন্য যে
কখনো হাল ছাড়ে না,
সেই নারীর জন্য যে
কখনো নিয়ন্ত্রণ হারায় না,
সেই নারীর জন্য যার
মন সহানুভূতি পূর্ণ,
তোমাকে এবং তোমার
সাহস কে স্যালুট।
স্যালুট তোমার জীবন
যাপনের ধরণকে।
শুভ নারী দিবস

happy nari dibosh

সকল কথা শোনার অভিলাস..
সব কিছু বুঝতে চাওয়ার ধৈর্য..
পুরুষের অসময়ে তার শক্তি হয়ে ওঠা..
সব কষ্ট মুখ বুজে সহ্য করা..
এই আপাতভাবে ছোট কিন্তু
জরুরি গুণগুলোই বাড়িয়ে
দেয় নারীর সৌন্দর্য..
হ্যাপি ওমেনস ডে

নারী দিবসের কবিতা ও নারী নিয়ে কবিতা

নারীরা আশ্চর্যজনক।
তাঁরা মুখে হাসি রেখে দেখাতে
পারে যে সব কিছু ঠিক আছে,
কিন্তু বাস্তবে পুরো পৃথিবীর
ভার তাঁদের ওপর থাকে,
এবং তাঁদের আঙুলের ফাঁক
দিয়ে জীবন পিছলে যাচ্ছে..
আজ সেই নারীদের দিন।
কামনা করি সব নারী
ভালো থাকুক,আনন্দে থাকুক।
শুভ নারী দিবসের শুভেচ্ছা

নারী দিবস নিয়ে ট্যাটাস

বোন,মা,বন্ধু,প্রেমিকা,
স্ত্রী,ঠাকুমা বিভিন্ন রূপে
নারীর ভালোবাসা ছড়িয়ে আছে
পৃথিবীতে প্রতিটি মানুষ
নারী ছাড়া অসম্পূর্ণ
তাই আজকের এই শুভদিনে সকল
নারীকে শ্রদ্ধা জানাই
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা

nari dibosher ukti

নারীর মর্যাদা দিতে
কখনো কার্পণ্য কোরো না…
ভুলে যেও না যে একজন
নারীই তোমার জন্মদাত্রী..
একজন নারীই তোমার
হাতে প্রতি বছর
রাখী পড়িয়েছে…
একজন নারীকেই
তুমি মনে মনে তোমার
প্রেয়সী রূপে কামনা করো…
শুভ নারী দিবস

নারী দিবস নিয়ে উক্তি

পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যা
নারী কে ছাড়া সম্পূর্ণ,
একজন মমতাময়ী মা,
একজন যত্নশীল বোন,
একজন বুঝদার স্ত্রী,
একজন নম্র কন্যা,
হে নারী,তোমার মধ্যে
সব কিছু আছে….
তাই পুরো পৃথিবী
তোমাকে শ্রদ্ধা করে…
শুভ আন্তর্জাতিক
নারী দিবসের শুভেচ্ছা…

international women's day quotes

সারা পৃথিবীর মনের কথা এটা..
সবাই তোমায় জানাতে চায়…
যে তুমি ছাড়া আমরা অস্তিত্বহীন..
আমাদের শুভেচ্ছা নিও
আজকের এই বিশেষ দিনে..
কারণ আজকের দিনটা শুধু তোমাদের…
হ্যাপি ওম্যানস ডে..

আরও পড়ুনঃ 

১০+ নারী দিবসের ছোট কবিতা

আন্তর্জাতিক নারী দিবস রচনা

আমরা এখানে নারী দিবস সম্পর্কিত রচনা দিয়েছি। আশা করছি এগুলো আপনাদের নারী দিবস রচনা পেতে সাহায্য করবে। নারী দিবস উপলক্ষে অনেক জায়গায় রচনা প্রতিযোগিতা থাকে। তাই আপনাদের জন্য এখানে নারী দিবসের রচনা দিয়েছি।

নারী দিবস নিয়ে রচনা : বিশ্ব নারী দিবস রচনা / আন্তর্জাতিক নারী দিবস রচনা

নারী দিবসের কবিতা ও নারী নিয়ে কবিতা

সর্বশেষ কথা

আপনাদের যদি নারী দিবসের শুভেচ্ছা বার্তা এবং কবিতা ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আন্তর্জাতিক নারী দিবসের রচনা অবশ্য সবার সাথে শেয়ার করুন।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top