জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি

১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও বাণী

আজ জাতীয় শিশু দিবস ২০২৪। প্রতিবছর মার্চ মাসের ১৭ তারিখ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। শুরুর দিকে বাংলাদেশ জাতীয় শিশু দিবস ছিল না। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে ১৯৯৬ সালে খ ক্যাটাগরি হিসেবে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। প্রথমে জাতীয় শিশু দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা ছিল না। কিন্তু পরবর্তীতে 17 মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের 17 ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী হিসেবে উদযাপন করা হয়।

জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি

আজকের পোস্টে আমরা জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি তুলে ধরেছি। যেখানে জাতীয় শিশু দিবসের মূল উদ্দেশ্য ছিল শিশুদের প্রতি জনসচেতনতা সৃষ্টি করা। আজকের পোস্ট থেকে জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি সংগ্রহ করে নিন।

  • আসুন এই শিশু দিবসে হাত মেলাই এই পৃথিবীকে ছোটদের জন্য একটি নিরাপদ জায়গা করে তুলতে। শুভ শিশু দিবস!
  • “শিশুরা আল্লাহ্‌র ফুল” । — তিরমিযী
  • “সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে” – নেলসন ম্যান্ডেলা ।
  • “শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে” – জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
  • “শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে” – রবীন্দ্রনাথ ঠাকুর।

শিশু দিবস নিয়ে উক্তি

১৭ মার্চ ২০২৪ শিশু দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ শিশু দিবস নিয়ে উক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে। আজকের পোষ্টে শিশু দিবস নিয়ে উক্তি উল্লেখ করা হয়েছে।

  • “আমরা আজকের দিনটি উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে”
    – এপিজে আব্দুল কালাম ।
  • “প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি”
    – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

জাতীয় শিশু দিবস নিয়ে ক্যাপশন

  • “সরকার আপনাকে কেবল রাস্তা-ঘাট, হাসপাতাল এবং স্কুল-কলেজ নির্মাণ করে দিতে পারে। কিন্তু আপনার ঘর তখনই আলোকিত হবে, যখন আপনার শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে”
    – নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।

জাতীয় শিশু দিবস নিয়ে স্ট্যাটাস

যারা শিশু দিবস নিয়ে স্ট্যাটাস ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান। তাদের জন্য সবচাইতে সেরা জাতীয় শিশু দিবস নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি আজকের এই পোস্টে।

  • “শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি”
    – লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।
  • “শিশুদের শিক্ষা দেয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়”
    – নৃবিজ্ঞানী মার্গারেট মিড।

জাতীয় শিশু দিবস নিয়ে ছবি

  • “একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন”
    – শিল্পী স্টেসিয়া টসচার।
  • “বড়দের কথা শোনার ক্ষেত্রে শিশুরা খুব দক্ষ নয়, তবে বড়দের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো ব্যর্থ হয় না”
    – জেমস বেডউইন, ঔপন্যাসিক।
  • “শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে”
    – হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী।
  • “শিশুরা হচ্ছে এমন কিছু হাত, যার দ্বারা আমরা স্বর্গ স্পর্শ করতে পারি”
    – হেনরি ওয়ার্ড বিচার, সমাজকর্মী।

জাতীয় শিশু দিবস নিয়ে ক্যাপশন

17 মার্চ উপলক্ষে সবাই শিশু দিবস উপলক্ষে ক্যাপশন পেতে চায়। তাই আজকের এই পোস্টে আমরা সবচাইতে ভালো মানের জাতীয় শিশু দিবস নিয়ে ক্যাপশন উল্লেখ করেছি। যার সাহায্যে আপনি খুব সহজে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

  • “শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ”
    – বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

জাতীয় শিশু দিবস নিয়ে বাণী

  • “যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ সেখানেই”
    – মিগনন ম্যাক-লাফিন, সাংবাদিক ও লেখক।
  • “একটি শিশু স্রষ্টার সেই বার্তা যে, বিশ্বকে এখনও এগিয়ে যেতে হবে”
    – কার্ল স্যান্ডবার্গ, আমেরিকান কবি।

জাতীয় শিশু দিবস নিয়ে বাণী

সবাই চাই শিশুদেরকে নিয়ে ছন্দ শেয়ার করার জন্য। তাই আজকের এই জাতীয় শিশু দিবস উপলক্ষে কিছু বাণী উল্লেখ করা হয়েছে আপনাদের জন্য। সবার সাথে শিশু দিবস বাণী শেয়ার করুন।

“শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া”
– অস্কার ওয়াইল্ড, লেখক এবং কবি।

“শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক”
– ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।

জাতীয় শিশু দিবস নিয়ে স্ট্যাটাস

“শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”
– লুই পাস্তুর, ফরাসী বিজ্ঞানী।

আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন তুলে ধরার জন্য। আজকের পর সবার সাথে শেয়ার করুন যাতে সবাই জাতীয় শিশু দিবস নিয়ে স্ট্যাটাস দিতে পারে।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top