অতি দ্রুত এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য বিমানের গুরুত্ব অপরিসীম। বিমান একপ্রকার যন্ত্র যা বায়ুর উপর ভর করে উড়তে সক্ষম হয়। বিমানের সাহায্যে অতি সহজে এবং অল্প সময়ে মধ্যে নিজের কাঙ্খিত জায়গায় পৌঁছানো যায়। বিমান নামটি ছোট হলেও এর কাজ অনেক বড়। যাত্রী বহন বিমানগুলোর পাইলটদের অনেক দায়িত্ব ও কর্তব্যের সাথে যাত্রীদের যথাযথ স্থানে পৌঁছে দেওয়া।
আধুনিকতার ছোঁয়ায় এ বিষয় আরো সহজ ও উন্নত হয়েছে। পুর্বে তুলনায় এখন অতি দ্রুত এবং খুব সহজেই এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করা যায়, অল্প সময়ে ও অল্প খরচে। তবে সবাই তো আর ট্যুর বা ট্রাভেল এর উদ্দেশ্যে বিদেশ পাড়ি জমায় না। একেকজনের একক কর্মব্যস্ততা থাকে। এর মধ্যে অনেক প্রবাসী রয়েছে যাদের কর্মসংস্থান কাতার বা অন্য কোন রাষ্ট্রে।
তাই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যেমন প্রয়োজন বিমান, তেমনি প্রয়োজন টিকিট। আপনি যেমন বিমান ছাড়া ভ্রমণ করতে পারবেন না, তেমনি টিকিট ছাড়াও বিমানে উঠতে পারবেন না। এক্ষেত্রে কাতার এয়ারলাইন্স টিকিট চেক করার প্রয়োজন যা আমরা এই পোস্টে তুলে ধরব।
Contents
কাতার এয়ারলাইন্স টিকিট চেক
কাতার এয়ারওয়েজ কাতারের রাষ্ট্রমালিকানাধীন একটি পতাকাবাহী বিমান। কাতারের এয়ারওয়েজের সদর দপ্তর, কাতারের দোহায় অবস্থিত। যাত্রীদের সেবা প্রদানে প্রায় দুই শতাধিক বিমান রয়েছে এবং পরিচালনা করছে এয়ারওয়েজের গ্রুপ প্রায় ৪৩ হাজার কর্মকর্তা। সব মিলিয়ে বলা যায় যাত্রীদের সেবা প্রদানে তারা যথেষ্ট উদ্যোগ নিয়েছে। হয়তো আপনি কাতারে ভ্রমণ করার জন্য টিকিট কেটেছেন। আপনি জানতে আগ্রহী কিভাবে ঘরে বসে এয়ারওয়েজের টিকিট চেক করতে হয়। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট করুন।
কাতার এয়ারওয়েজ টিকিট চেক
সাধারণত টিকিট কনফার্ম বা এয়ারওয়েজের টিকেট বুকিং হয়েছে কিনা। ফ্লাইটের সঠিক আগমন ও প্রস্থানের সময় পরীক্ষা করার মাধ্যম জানার জন্য অন্যের সাহায্য নিতে হয়। সে ক্ষেত্রে দেখা যায় যার সাহায্যে টিকিট চেক করা হয়। তাকে টাকা দিতে হয় এবং অনেকটা সময় দিতে হয়। অন্যের সাহায্য ছাড়া কিভাবে ঘরে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে টিকিট চেক করবেন এই পোস্ট থেকে দেখে নিন। এর জন্য আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে যা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব।
কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম
আমরা ইতিমধ্যে কাতার এয়ারওয়েজ সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। এখন আমরা জেনে নেব কাতার এয়ারওয়েজ টিকিট চেক করার সকল নিয়মাবলী। প্রথমে আপনাকে জানতে হবে pnr নাম্বার কি। pnr বা পি এন আর হলো টিকিট কনফার্ম বুকিং নাম্বার যা ভ্রমণকারীর যাত্রাপথের তথ্য বা বিবরণ সংরক্ষিত থাকে। অর্থাৎ একজন ভ্রমণকারীর ভ্রমণ পথে বিবরণী সম্পর্কে উল্লেখ থাকে। আপনি যদি টিকিট পেয়ে থাকেন এক্ষেত্রে আপনিও পি এন আর নাম্বার পেয়েছেন যা দিয়ে আপনাকে নিশ্চিত হতে হবে টিকিট কনফার্ম হয়েছে কিনা।
অনলাইনে কাতার এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম
আমরা জানতে পেরেছি পি এন আর কাজ কি। এই কোডের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার টিকিট কনফার্ম হয়েছে কিনা, ফ্লাইটের আগমন এবং এর সময় ও যাবতীয় তথ্য। অনেকেই জানতে আগ্রহী রিটার্ন টিকিট চেক করার নিয়ম। তাদেরকে বলব এই পদ্ধতি অবলম্বন করে রিটার্ন টিকিট চেক করে নিন। রিটার্ন টিকিট চেক করার পাশাপাশি টিকিটে যাবতীয় তথ্য জানার জন্য নিচে থাকা কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিন। অফিসিয়াল থেকে টিকিট চেক করার নিয়মাবলী যা নিচে তুলে ধরা হয়েছে।
কাতার এয়ারওয়েজ অফিসিয়াল ওয়েবসাইট
কাটার এয়ারওয়েজ টিকিট চেক করার জন্য আপনার যা প্রয়োজন হবে আপনার হাতে থাকা টিকিট। আপনি দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথম হল আমাদের এই পোস্টে কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেয়া আছে। এখানে প্রবেশ করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আর একটি পদ্ধতি হচ্ছে আপনি আপনার ফোনে থাকা কাঙ্ক্ষিত ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার ওপেন করুন।
প্রথম ধাপ: সার্চ বক্সে qatar airways লিখে সার্চ করুন। অথবা এই পোস্টে থাকা লিংকে প্রবেশ করুন। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ওয়েব সাইটে আসার পর সাইটের হোমপেজ চালু হবে
দ্বিতীয় ধাপ: মেন্যু বার থেকে my trips অপশন প্রবেশ করুন। এখন দুটি খালি বক্স চালু হবে।
তৃতীয় ধাপ: এখান আপনার টিকিটের রেফারেন্স নাম্বার বা পি এন আর নাম্বার বসান, সাধারণত ছয় ডিজিটের হয়। এবং টিকিটে থাকা লাস্ট নেম অর্থাৎ আপনার টিকিটে থাকা আপনার নামের শেষ অংশ বসান।
চতুর্থ ধাপ: তথ্যগুলো বসানোর পর খেয়াল করুন retrieve booking এখানে প্রবেশ করুন। টিকিটের তথ্য সঠিক হলে বিস্তারিত দেখতে পারবেন। যেমন ফ্লাইটের তারিখ, সময় ও রিটার্ন টিকেট সহ আপনার প্রয়োজনীয় অন্যান্য তথ্য।
এর পাশাপাশি আপনি চাইলে টিকিট প্রিন্ট করে রাখতে পারবেন। যা এই ওয়েবসাইটে সুবিধা প্রদান করছে।
কাতার এয়ারলাইন্স ঢাকা অফিস ফোন নাম্বার
কাতার এয়ারওয়েজ হেল্প নাম্বার যা অনেক প্রয়োজনীয়। কেননা কাতার এয়ারওয়েজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং কনফার্ম হয়েছে কিনা তা জানা যায় এবং অন্যান্য তথ্য জানা যায় খুব সহজেই। তবে কিছু প্রশ্ন থাকলে কাতার এয়ারওয়েজ ঢাকা কর্পোরেট অফিস তা জানার আগ্রহী হলে জানতে পারবেন। যেমন নতুন ফ্লাইট বুকিং, বাতিলকরণ, টিকিট ফেরত, ব্যাগেজ দাবি এরকম বিষয়ে।
কাতার এয়ারওয়েজ ঢাকা কর্পোরেট অফিস
ফোন নাম্বার +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০
ইমেইল dacreservations@bd.qatarairways.com
আশা করা যায় উপরোক্ত নিয়মাবলী থেকে জানতে পেরেছেন কিভাবে কাতার এয়ারওয়েজের টিকিট চেক করতে হয়। আশা করা যায় আমাদের এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে।
আরও দেখুনঃ
কুয়েত এয়ারওয়েজের টিকিট চেক করার নিয়ম | কুয়েত এয়ারলাইন্সের টিকেট দাম কত
বিমান বাংলাদেশ টিকিট চেক করার নিয়ম ও লিংক
সৌদি এয়ারলাইন্স টিকিট চেক – অনলাইনে Saudi Airlines Ticket Check