আপনি যদি পুরস্কার সম্পর্কে উক্তি জানতে চান বা পুরস্কার সম্পর্কিত উক্তি সংগ্রহ করতে চান। তাহলে আজকের এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে তুলে ধরেছি পুরস্কার নিয়ে উক্তি, স্টাটাস, কিছু কথা, ক্যাপশন ও কবিতা। আশা করি আজকের এই পোস্টে থাকা উক্তি গুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো কিছু কাজ করার মাধ্যমে পুরস্কার অর্জন করাটা খুবই গর্বের। পুরস্কার কর্মের মাধ্যমে আসে আবেগ বা অলসতা থেকে নয়। সবাই কষ্ট করে জীবনে ভালো কিছু অর্জন করার জন্য এর জন্য প্রয়োজন পরিশ্রম। যে কাজ দ্বারা নিজের ও অন্যের ভালো হয় সেই কাজ করতে হবে। তাই যে কাজই করুন না কেন শুধু পুরস্কারের আশায় করলে হবে না সে কাজ অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে।
কারণ পুরস্কারের চেয়ে কাজটা বেশি গুরুত্বপূর্ণ তাই কাজকে গুরুত্ব দিতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের লক্ষ্য অর্জন করাটাই একটি পুরস্কার। আমরা পুরস্কার সম্পর্কিত বাছাই করা উচিত তুলে ধরেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
Contents
পুরস্কার পাওয়ার অনুভূতি উক্তি
ছোট ছোট কাজ থেকেও অনেক বড় পুরস্কার পাওয়া যায়। ছোট কাজ হলেও সে কাজ যদি খুবই গুরুত্বপূর্ণ হয় আর তা যদি সৎ কাজ হয় সে কাজে অবহেলা করা উচিত নয় । কাজে গুরুত্ব দিতে হবে তাহলে অবশ্যই সেই কাছ থেকে পুরস্কার অর্জন করা যাবে। আর পুরস্কার নিয়ে অনেকেই উক্তি পেতে চায়। অনেকেই পুরস্কার সম্পর্কে অন্যদেরকে উক্তি শেয়ার করতে চায়। তাই আমরা আজকের এই পোস্টে বাছাই করা পুরস্কার নিয়ে উক্তি তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে
যে অন্যকে সেবা করে সে অনেক বড় পুরস্কার পায়। – এলবার্ট হবার্ড
নিজের কাজে সন্তুষ্ট হয়ে কেউ পুরস্কার করলে তখন খুব ভালো লাগে। – ডেন ডেহান
ভালো কাজের পুরস্কার আত্নবিশ্বাস বাড়িয়ে দেয়। – সংগৃহীত
মানুষ ছোটো পুরস্কারের জন্যও অনেক বড় কাজ করতে পারে। – গ্লেনডা জ্যাকসন
ছোট ছোট কর্মের মাধ্যমেই বড় পুরস্কার মিলে। – হিউ প্রথার
পুরস্কার কর্ম থেকেই আসে, হতাশা থেকে নয়। – সংগৃহীত
দৃঢ়তা ও ধৈর্যশীলের পুরস্কার সবসময় ভালোই হয়। – কার্লোস স্লিম
ঝুঁকি নেওয়ার ইচ্ছে না থাকলে পুরস্কার পাওয়া যায় না। – ডেভিড কারুসো
বেশিরভাগ লোকেরা কম কাজ করে বেশি পুরস্কারের আশা করে। – ডেভিড শোর
যেখানে সামান্য ঝুঁকি, সেখানে সামান্য পুরস্কার থাকে। – ইভেল নিভেল
প্রতিটি ভালো কাজের বিনিময়ে পুরস্কার দেওয়া হবে। – কনফুসিয়াস
লড়াই যত কঠিন হবে পুরস্কার তত মিষ্টি হবে। – মেরি কম
পুরস্কার নিয়ে স্ট্যাটাস
আপনি যদি পুরস্কার নিয়ে স্ট্যাটাস খোঁজ করে থাকেন। বা পুরস্কার সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অন্যদেরকে জানাতে চান। তাহলে আজকের এই পোস্ট থেকে আপনি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আমরা এই পোস্টে কিছু বাছাই করা স্ট্যাটাস তুলে ধরেছি। আশাকরি স্ট্যাটাস গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
গুণের পুরস্কার সম্মান। – মার্কাস টুলিয়াস সাইকেরু
ঝুঁকির মধ্যেই রয়েছে পুরস্কার। – রাচেল কোহেন
এই প্রাচীন কৌশলটি জেনে আমি এক সপ্তাহে ছোট হয়েছি
আমি আমার মায়ের কাছ থেকে এই সম্পর্কে শিখেছি, যিনি 20 বছরের ছোট দেখায়।
চুল পড়া বন্ধ করার একটি সহজ উপায়। এটি 7 তম দিনে ইতিমধ্যে সাহায্য করবে
হোম পদ্ধতি
ঝুঁকি যত বেশি, পুরস্কার তত বেশি। – জন জোন্স
বড় ঝুঁকি মানে বড় রকমের পুরস্কার। – জেক হেগার
কষ্ট সহ্য করার পুরস্কার অভিজ্ঞতা। – হ্যারি এস ট্রুমান
ঝুঁকি যত বড় পুরস্কার তত বেশি। – গ্রেসন চান্স
দায়িত্ব যত বেশি পুরস্কার তত বেশি। – মার্শাল সিলভার
পুরস্কারের চেয়ে কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। – রিনি
পুরস্কার এবং শাস্তি শিক্ষার সর্বনিম্ন রুপ। – চুয়াং তজু
বড় পুরস্কার পেতে হলে বড় ঝুঁকি নিতে হবে। – গ্রেগ লুগানিস
ভালোবাসা, অর্থ ও পুরস্কার আদায় করতে হয়। – নির্মলেন্দু গুণ
পুরস্কার অনেকটা প্রেমের মতো; দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশি পাওয়া লাম্পট্য। – হুমায়ুন আজাদ
পুরস্কার নিয়ে উক্তি
প্রত্যেকটি কাজের জন্য পুরস্কার আশা করাটা খুবই হতাশাজনক। কাজ করার উদ্দেশ্য পুরস্কারের জন্য নয় জীবনের সফলতা অর্জন করার জন্য। আর এই পরিশ্রম হচ্ছে এক ধরনের পুরস্কার। কাজ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেই কাজ সৎ কিনা। লক্ষ রাখতে হবে সেই কাজ দ্বারা কি অন্যের ভাল হচ্ছেনা ক্ষতি হচ্ছে। কাজ করার ক্ষেত্রে পুরস্কারে আশা না করে নিজের লক্ষ্যে এগিয়ে গেলে সফলতা একদিন অর্জন করা যাবে।
একদিন সফলতা আসবেই আর সফলতাই নিজের পুরস্কার। তবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই কাজে সঠিক জ্ঞান আছে কিনা সঠিক জ্ঞান থাকলে অবশ্যই কাজে লেগে পড়ুন একদিন সফলতা আসবে।
বড় চ্যালেঞ্জ নিতে ভয় পাবেন না কারণ এগুলো পুরস্কার দেয়। – স্পেনসার ক্রিসটেনসেন
জীবনের সবচেয়ে বড় পুরস্কারগুলো সবচেয়ে কঠিন ঝুঁকি থেকেই আসে। – গ্রেগ বেহেরেন্ট
কোনো প্রচেষ্টা বৃথা যায় না, কাজের মাধ্যমেই এর পুরস্কার পাওয়া যায়। – হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো
বিশ্বাসঘাতকতার জন্য পুরস্কৃত হওয়ার চেয়ে বিশ্বস্ততার জন্য ফাঁসি হওয়া ভাল। – ভ্লাদিমির পুতিন
কোনো কাজ শেষ পর্যন্ত করতে থাকলে একসময় এর পুরস্কার পাবেনই। – কালিদৌ কৌলিবলি
নিজের জীবনকে আরো পুরস্কৃত করতে চাইলে চিন্তাভাবনা পরিবর্তন করুন। – অপরাহ উইনফ্রে
জীবনে অনেক ঝুঁকি আছে কিন্তু ঝুঁকি ছাড়া পুরস্কার মিলে না। ঝুঁকির চেয়ে পুরস্কারটাই বড়। – ব্রক লেসনার
মানুষ অর্থের জন্য কাজ করে কিন্তু স্বীকৃতি, প্রশংসা এবং পুরস্কারের জন্য ছোটাছুটি করে বেশি। – ডেল কার্নেগী
অন্যকে সাহায্য করে পুরস্কারের আশা করো না, আর পুরস্কারের আশা করলে সাহায্য করো না। – সংগৃহীত
পুরস্কার খানিকটা প্রেমের মতোই; দুই একবার পাওয়া খুবই দরকার কিন্তু এর বেশি পাওয়া কামুকতা। – হুমায়ন আজাদ
আরও দেখুনঃ মজার ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও ছবি
পুরস্কার পাওয়ার অনুভূতি
পুরস্কার সম্পর্কে আপনি যদি ফেসবুকে ক্যাপশন দিতে চান। তাহলে আজকের পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে পুরস্কার নিয়ে বাছাই করা ক্যাপশন তুলে ধরেছি। পুরস্কার নিয়ে ক্যাপশন নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন
শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নার্সারিতে সঠিক প্রশিক্ষণ। — প্লেটো।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ঘুম এবং রিকভারি সেশন একটি কার্যকর এবং সামগ্রিক প্রশিক্ষণ প্রোগ্রামের গুরুত্বপূর্ণ দিক। — টম ব্র্যাডি।
শিক্ষা হল বিদ্যালয়ের ঘরের দেয়ালের ভিতরে এবং বাইরে মানুষের প্রশিক্ষণের পুরো ব্যবস্থা, যা মানুষকে ছাঁচে ও বিকাশ করে। — ডব্লিউ ই বি ডিউ বয়েস।
আপনি যখন আপনার বিশ্বকে কৃতজ্ঞতার মনোভাব নিয়ে দেখেন, তখন আপনি নিজেকে জীবনের ভালোর দিকে মনোনিবেশ করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। — পল জে মায়ার।
চাকরির প্রশিক্ষণ মানুষকে তাদের স্বপ্ন উপলব্ধি করতে এবং তাদের জীবনকে উন্নত করতে সক্ষম করে। — সিলভিয়া ম্যাথুউস বারওয়েল।
আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিট ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে বলেছিলাম, ‘ছাড়বেন না। এখনই কষ্ট পান এবং চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন কাটান।’ — মোহাম্মদ আলী
কেউ কেউ জন্মগত ভাবেই সাহসী হয়। আর বাকিরা কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলার কঠোর চাপে পড়ে সাহসী হয়ে ওঠে। — প্যাবেয়াস ফিবিয়াস।
নিয়মিত ও পর্যাপ্ত প্রশিক্ষণ এবং শৃঙ্খলা আপনার মধ্যে আত্মবিশ্বাস এর সৃষ্টি করে থাকে। — রবার্ট কিয়োসাকি।
আরও দেখুনঃ জীবনের কিছু বাস্তব কথা
পুরস্কার নিয়ে কবিতা
পুরস্কার নিয়ে যারা কবিতা খোঁজ করছেন বা পুরস্কার নিয়ে কবিতা সংগ্রহ করতে চান। তারা আজকের এই পোস্টে পেয়ে যাবেন। আমরা পুরস্কার নিয়ে কবিতা তুলে ধরেছি আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে
পুরস্কার
– রবীন্দ্রনাথ ঠাকুর
সেদিন বরষা ঝরঝর ঝরে
কহিল কবির স্ত্রী
‘রাশি রাশি মিল করিয়াছ জড়ো,
রচিতেছ বসি পুঁথি বড়ো বড়ো,
মাথার উপরে বাড়ি পড়ো-পড়ো,
তার খোঁজ রাখ কি!
গাঁথিছ ছন্দ দীর্ঘ হ্রস্ব—
মাথা ও মুণ্ড, ছাই ও ভস্ম,
মিলিবে কি তাহে হস্তী অশ্ব,
না মিলে শস্যকণা।অন্ন জোটে না, কথা জোটে মেলা,
নিশিদিন ধ’রে এ কি ছেলেখেলা!
ভারতীরে ছাড়ি ধরো এইবেলা
লক্ষ্মীর উপাসনা।
ওগো, ফেলে দাও পুঁথি ও লেখনী,
যা করিতে হয় করহ এখনি।
এত শিখিয়াছ এটুকু শেখ নি
কিসে কড়ি আসে দুটো!’
দেখি সে মুরতি সর্বনাশিয়া
কবির পরান উঠিল ত্রাসিয়া,
পরিহাসছলে ঈষত্ হাসিয়া
কহে জুড়ি করপুট,‘ভয় নাহি করি ও মুখ-নাড়ারে,
লক্ষ্মী সদয় লক্ষ্মীছাড়ারে,
ঘরেতে আছেন নাইকো ভাঁড়ারে
এ কথা শুনিবে কেবা!
আমার কপালে বিপরীত ফল—
চপলা লক্ষ্মী মোর অচপল,
ভারতী না থাকে থির এক পল
এতো করি তাঁর সেবা।
তাই তো কপাটে লাগাইয়া খিল
স্বর্গে মর্তে খুঁজিতেছি মিল,
আনমনা যদি হই এক-তিল
অমনি সর্বনাশ!’মনে মনে হাসি মুখ করি ভার
কহে কবিজায়া, ‘পারি নেকো আর,
ঘরসংসার গেল ছারেখার,
সব তাতে পরিহাস!’
এতেক বলিয়া বাঁকায়ে মুখানি
শিঞ্জিত করি কাঁকন-দুখানি
চঞ্চল করে অঞ্চল টানি
রোষছলে যায় চলি।
হেরি সে ভুবন-গরব-দমন
অভিমানবেগে অধীর গমন
উচাটন কবি কহিল, ‘অমন
যেয়ো না হৃদয় দলি।ধরা নাহি দিলে ধরিব দু পায়,
কী করিতে হবে বলো সে উপায়,
ঘর ভরি দিব সোনায় রুপায়—
বুদ্ধি জোগাও তুমি।
একটুকু ফাঁকা যেখানে যা পাই
তোমার মুরতি সেখানে চাপাই,
বুদ্ধির চাষ কোনোখানে নাই—
সমস্ত মরুভূমি।’
‘হয়েছে, হয়েছে, এত ভালো নয়’
হাসিয়া রুষিয়া গৃহিণী ভনয়,
‘যেমন বিনয় তেমনি প্রণয়
আমার কপালগুণে।কথার কখনো ঘটে নি অভাব,
যখনি বলেছি পেয়েছি জবাব,
একবার ওগো বাক্য-নবাব
চলো দেখি কথা শুনে।
শুভ দিন ক্ষন দেখো পাঁজি খুলি,
সঙ্গে করিয়া লহো পুঁথিগুলি,
ক্ষনিকের তরে আলস্য ভুলি
চলো রাজসভা-মাঝে।
আমাদের রাজা গুণীর পালক,
মানুষ হইয়া গেল কত লোক,
ঘরে তুমি জমা করিলে শোলোক
লাগিবে কিসের কাজে!’কবির মাথায় ভাঙি পড়ে বাজ,
ভাবিল— বিপদ দেখিতেছি আজ,
কখনো জানি নে রাজা মহারাজ,
কপালে কী জানি আছে!
মুখে হেসে বলে, ‘এই বৈ নয়!
আমি বলি, আরো কী করিতে হয়!
প্রাণ দিতে পারি, শুধু জাগে ভয়
বিধবা হইবে পাছে।
যেতে যদি হয় দেরিতে কী কাজ,ত্বরা করে তবে নিয়ে এসো সাজ—
হেমকুণ্ডল, মণিময় তাজ,
কেয়ূর, কনকহার।
বলে দাও মোর সারথিরে ডেকে
ঘোড়া বেছে নেয় ভালো ভালো দেখে,
কিঙ্করগণ সাথে যাবে কে কে
আয়োজন করো তার।’
ব্রাহ্মণী কহে, ‘মুখাগ্রে যার
বাধে না কিছুই, কী চাহে সে আর
মুখ ছুটাইলে রথাশ্বে তার
না দেখি আবশ্যক।নানা বেশভূষা হীরা রুপা সোনা
এনেছি পাড়ার করি উপাসনা,
সাজ করে লও পুরায়ে বাসনা,
রসনা ক্ষান্ত হোক।’
এতেক বলিয়া ত্বরিতচরণ
আনে বেশবাস নানান-ধরন,
কবি ভাবে মুখ করি বিবরন—
আজিকে গতিক মন্দ।
গৃহিণী স্বয়ং নিকটে বসিয়া
তুলিল তাহারে মাজিয়া ঘষিয়া,
আপনার হাতে যতনে কষিয়া
পরাইল কটিবন্ধ।
উষ্ণীষ আনি মাথায় চড়ায়,
কণ্ঠী আনিয়া কণ্ঠে জড়ায়,
অঙ্গদ দুটি বাহুতে পরায়,
কুণ্ডল দেয় কানে।অঙ্গে যতই চাপায় রতন
কবি বসি থাকে ছবির মতন,
প্রেয়সীর নিজ হাতের যতন
সেও আজি হার মানে।
এইমতে দুই প্রহর ধরিয়া
বেশভূষা সব সমাধা করিয়া
গৃহিণী নিরখে ঈষত সরিয়া
বাঁকায়ে মধুর গ্রীবা।
হেরিয়া কবির গম্ভীর মুখ
হৃদয়ে উপজে মহা কৌতুক;
হাসি উঠি কহে ধরিয়া চিবূক,
‘আ মরি, সেজেছ কিবা!’ধরিল সমুখে আরশি আনিয়া;
কহিল বচন অমিয় ছানিয়া,
‘পুরনারীদের পরান হানিয়া
ফিরিয়া আসিবে আজি।
তখন দাসীরে ভুলো না গরবে,
এই উপকার মনে রেখো তবে,
মোরেও এমন পরাইতে হবে
রতনভূষণরাজি।’কোলের উপরে বসি বাহুপাশে
বাঁধিয়া কবিরে সোহাগে সহাসে
কপোল রাখিয়া কপোলের পাশে
কানে কানে কথা কয়।
দেখিতে দেখিতে কবির অধরে
হাসিরাশি আর কিছুতে না ধরে,
মুগ্ধ হৃদয় গলিয়া আদরে
ফাটিয়া বাহির হয়।
কহে উচ্ছ্বসি, ‘কিছু না মানিব,
এমনি মধুর শ্লোক বাখানিব
রাজভাণ্ডার টানিয়া আনিব
ও রাঙা চরণতলে!’বলিতে বলিতে বুক উঠে ফুলি,
উষ্ণীষ-পরা মস্তক তুলি
পথে বাহিরায় গৃহদ্বার খুলি,
দ্রুত রাজগৃহে চলে।
কবির রমণী কুতুহলে ভাসে,
তাড়তাড়ি উঠি বাতায়নপাশে
উঁকি মারি চায়, মনে মনে হাসে—
কালো চোখে আলো নাচে।
কহে মনে মনে বিপুলপুলকে—
রাজপথ দিয়ে চলে এত লোকে,
এমনটি আর পড়িল না চোখে
আমার যেমন আছে॥এ দিকে কবির উত্সাহ ক্রমে
নিমেষে নিমেষে আসিতেছে কমে,
যখন পশিল নৃপ-আশ্রমে
মরিতে পাইলে বাঁচে।
রাজসভাসদ্ সৈন্য পাহারা
গৃহিণীর মতো নহে তো তাহারা,
সারি সারি দাড়ি করে দিশাহারা—
হেথা কী আসিতে আছে!
হেসে ভালোবেসে দুটো কথা কয়
রাজসভাগৃহ হেন ঠাঁই নয়,
মন্ত্রী হইতে দ্বারীমহাশয়
সবে গম্ভীরমুখ।
মানুষে কেন যে মানুষের প্রতি
ধরি আছে হেন যমের মুরতি
তাই ভাবি কবি না পায় ফুরতি—
দমি যায় তার বুক।বসি মহারাজ মহেন্দ্ররায়
মহোচ্চ গিরিশিখরের প্রায়,
জন-অরণ্য হেরিছে হেলায়
অচল-অটল ছবি।
কৃপানির্ঝর পড়িছে ঝরিয়া
শত শত দেশ সরস করিয়া,
সে মহামহিমা নয়ন ভরিয়া
চাহিয়া দেখিল কবি।
বিচার সমাধা হল যবে, শেষে
ইঙ্গিত পেয়ে মন্ত্রী-আদেশে
জোড়করপুটে দাঁড়াইল এসে
দেশের প্রধান চর।অতি সাধুমত আকার প্রকার,
এক-তিল নাহি মুখের বিকার,
ব্যবসা যে তাঁর মানুষ-শিকার
নাহি জানে কোনো নর।
ব্রত নানামত সতত পালয়ে,
এক কানাকড়ি মুল্য না লয়ে
ধর্মোপদেশ আলয়ে আলয়ে
বিতরিছে যাকে তাকে।
চোরা কটাক্ষ চক্ষে ঠিকরে—
কী ঘটিছে কার, কে কোথা কী করে
পাতায় পাতায় শিকড়ে শিকড়ে
সন্ধান তার রাখে।নামাবলি গায়ে বৈষ্ণবরূপে
যখন সে আসি প্রণমিল ভূপে,
মন্ত্রী রাজারে অতি চুপে চুপে
কী করিল নিবেদন।
অমনি আদেশ হইল রাজার,
‘দেহো এঁরে টাকা পঞ্চ হজার।’
‘সাধু সাধু’ কহে সভার মাঝার
যত সভাসদ্জন।
পুলক প্রকাশে সবার গাত্রে—
‘এ যে দান ইহা যোগ্যপাত্রে,
দেশের আবাল-বনিতা-মাত্রে
ইথে না মানিবে দ্বেষ।’সাধু নুয়ে পড়ে নম্রতাভরে,
দেখি সভাজন ‘আহা আহা’ করে,
মন্ত্রীর শুধু জাগিল অধরে
ঈষত্ হাস্যলেশ।
আসে গুটি গুটি বৈয়াকরণ
ধুলিভরা দুটি লইয়া চরণ
চিহ্নিত করি রাজাস্তরণ
পবিত্র পদপঙ্কে।
ললাটে বিন্দু বিন্দু ঘর্ম,
বলি-অঙ্কিত শিথিল চর্ম,
প্রখরমুর্তি অগ্নিশর্ম—
ছাত্র মরে আতঙ্কে।কোনো দিকে কোনো লক্ষ না ক’রে
পড়ি গেল শ্লোক বিকট হাঁ ক’রে,
মটর কড়াই মিশায়ে কাঁকরে
চিবাইল যেন দাঁতে।
কেহ তার নাহি বুঝে আগুপিছু,
সবে বসি থাকে মাথা করি নিচু;
রাজা বলে, ‘এঁরে দক্ষিণা কিছু
দাও দক্ষিণ হাতে।’
তার পরে এল গনত্কার,
গণনায় রাজা চমত্কার,
টাকা ঝন্ ঝন্ ঝনত্কার
বাজায়ে সে গেল চলি।আসে এক বুড়ো গণ্যমান্য
করপুটে লয়ে দুর্বাধান্য,
রাজা তাঁর প্রতি অতি বদান্য
ভরিয়া দিলেন থলি।
আসে নট ভাট রাজপুরোহিত—
কেহ একা কেহ শিষ্য-সহিত,
কারো বা মাথায় পাগড়ি লোহিত
কারো বা হরিত্বর্ণ।
আসে দ্বিজগণ পরমারাধ্য—
কন্যার দায়, পিতার শ্রাদ্ধ—
যার যথামত পায় বরাদ্দ;
রাজা আজি দাতাকর্ণ।যে যাহার সবে যায় স্বভবনে,
কবি কী করিবে ভাবে মনে মনে,
রাজা দেখে তারে সভাগৃহকোণে
বিপন্নমুখছবি।
কহে ভূপ, ‘হোথা বসিয়া কে ওই,
এস তো, মন্ত্রী, সন্ধান লই।’
কবি কহি উঠে, ‘আমি কেহ নই,
আমি শুধু এক কবি।’
রাজা কহে, ‘বটে! এসো এসো তবে,
আজিকে কাব্য-আলোচনা হবে।’
বসাইলা কাছে মহাগৌরবে
ধরি তার কর দুটি।মন্ত্রী ভাবিল, যাই এই বেলা,
এখন তো শুরু হবে ছেলেখেলা—
কহে, ‘মহারাজ, কাজ আছে মেলা,
আদেশ পাইলে উঠি।’
রাজা শুধু মৃদু নাড়িলা হস্ত,
নৃপ-ইঙ্গিতে মহা তটস্থ
বাহির হইয়া গেল সমস্ত
সভাস্থ দলবল—
পাত্র মিত্র অমাত্য আদি,
অর্থী প্রার্থী বাদী প্রতিবাদী,
উচ্চ তুচ্ছ বিবিধ-উপাধি
বন্যার যেন জল॥চলি গেল যবে সভ্যসুজন
মুখোমুখি করি বসিলা দুজন;
রাজা বলে, ‘এবে কাব্যকূজন
আরম্ভ করো কবি।’
কবি তবে দুই কর জুড়ি বুকে
বাণীবন্দনা করে নত মুখে,
‘প্রকাশো জননী নয়নসমুখে
প্রসন্ন মুখছবি।
বিমল মানসসরস-বাসিনী
শুক্লবসনা শুভ্রহাসিনী
বীণাগঞ্জিতমঞ্জুভাষিণী
কমলকুঞ্জাসনা,তোমারে হৃদয়ে করিয়া আসীন
সুখে গৃহকোণে ধনমানহীন
খ্যাপার মতন আছি চিরদিন
উদাসীন আনমনা।
চারি দিকে সবে বাঁটিয়া দুনিয়া
আপন অংশ নিতেছে গুনিয়া,
আমি তব স্নেহবচন শুনিয়া
পেয়েছি স্বরগসুধা।
সেই মোর ভালো, সেই বহু মানি,
তবু মাঝে মাঝে কেঁদে ওঠে প্রাণী—
সুরের খাদ্যে জানো তো মা, বাণী,
নরের মিটে না ক্ষুধা।যা হবার হবে সে কথা ভাবি না,
মা গো, একবার ঝংকারো বীণা,
ধরহ রাগিণী বিশ্বপ্লাবিনী
অমৃত-উত্স-ধারা।
যে রাগিণী শুনি নিশিদিনমান
বিপুল হর্ষে দ্রব ভগবান
মলিনমর্ত-মাঝে বহমান
নিয়ত আত্মহারা।
যে রাগিণী সদা গগন ছাপিয়া
হোমশিখাসম উঠিছে কাঁপিয়া,
অনাদি অসীমে পড়িছে ঝাঁপিয়া
বিশ্বতন্ত্রী হতে।যে রাগিণী চিরজন্ম ধরিয়া
চিত্তকুহরে উঠে কুহরিয়া—
অশ্রুহাসিতে জীবন ভরিয়া
ছুটে সহস্র স্রোতে।
কে আছে কোথায়, কে আসে কে যায়,
নিমেষে প্রকাশে, নিমেষে মিলায়—
বালুকার’পরে কালের বেলায়
ছায়া-আলোকের খেলা।
জগতের যত রাজা মহারাজ
কাল ছিল যারা কোথা তারা আজ,
সকালে ফুটিছে সুখদুখলাজ—
টুটিছে সন্ধ্যাবেলা।শুধু তার মাঝে ধ্বনিতেছে সুর
বিপুল বৃহত্ গভীর মধুর,
চিরদিন তাহে আছে ভরপুর
মগন গগনতল।
যে জন শুনেছে সে অনাদি ধ্বনি
ভাসায়ে দিয়েছে হৃদয়তরণী—
জানে না আপনা, জানে না ধরণী,
সংসারকোলাহল।
সে জন পাগল, পরান বিকল—
ভবকূল হতে ছিঁড়িয়া শিকল
কেমনে এসেছে ছাড়িয়া সকল,
ঠেকেছে চরণে তব।তোমার অমল কমলগন্ধ
হৃদয়ে ঢালিছে মহা-আনন্দ—
অপূর্ব গীত, আলোক ছন্দ
শুনিছ নিত্য নব।
বাজুক সে বীণা, মজুক ধরণী—
বারেকের তরে ভুলাও, জননী,
কে বড়ো কে ছোটো, কে দীন কে ধনী,
কেবা আগে কেবা পিছে—
কার জয় হল কার পরাজয়,
কাহার বৃদ্ধি কার হল ক্ষয়,
কেবা ভালো আর কেবা ভালো নয়,
কে উপরে কেবা নীচে।গাঁথা হয়ে যাক এক গীতরবে
ছোটো জগতের ছোটোবড়ো সবে,
সুখে প’ড়ে রবে পদপল্লবে
যেন মালা একখানি।
তুমি মানসের মাঝখানে আসি
দাঁড়াও মধুর মুরতি বিকাশি,
কুন্দবরণ-সুন্দর-হাসি
বীণা হাতে বীণাপাণি।
ভাসিয়া চলিবে রবি শশী তারা
সারি সারি যত মানবের ধারা
অনাদিকালের পান্থ যাহারা
তব সংগীতস্রোতে।
দেখিতে পাইব ব্যোমে মহাকাল
ছন্দে ছন্দে বাজাইছে তাল,
দশ দিক্বধূ খুলি কেশজাল
নাচে দশ দিক হতে।’এতেক বলিয়া ক্ষণপরে কবি
করুণ কথায় প্রকাশিল ছবি
পূণ্যকাহিনী রঘুকুলরবি
রাঘবের ইতিহাস।
অসহ দুঃখ সহি নিরবধি
কেমনে জনম গিয়েছে দগধি,
জীবনের শেষ দিবস অবধি
অসীম নিরাশ্বাস।
কহিল, ‘বারেক ভাবি দেখো মনে
সেই একদিন কেটেছে কেমনে
যেদিন মলিন বাকলবসনে
চলিলা বনের পথে—
ভাই লক্ষ্মণ বয়স নবীন,
ম্লানছায়াসম বিষাদবিলীন
নববধূ সীতা আভরণহীন
উঠিলা বিদায়রথে।রাজপুরী-মাঝে উঠে হাহাকার,
প্রজা কাঁদিতেছে পথে সারে-সার,
এমন বজ্র কখনো কি আর
পড়েছে এমন ঘরে!
অভিষেক হবে, উত্সবে তার
আনন্দময় ছিল চারি ধার—
মঙ্গলদীপ নিবিয়া আঁধার
শুধু নিমেষের ঝড়ে।
আর-একদিন, ভেবে দেখো মনে,
যেদিন শ্রীরাম লয়ে লক্ষ্মণে
ফিরিয়া নিভৃত কুটিরভবনে
দেখিলা জানকী নাহি—
‘জানকী’ ‘জানকী’ আর্ত রোদনে
ডাকিয়া ফিরিলা কাননে কাননে,
মহা-অরণ্য আঁধার-আননে
রহিল নীরবে চাহি।তার পরে দেখো শেষ কোথা এর,
ভেবে দেখো কথা সেই দিবসের—
এত বিষাদের এত বিরহের
এত সাধনার ধন,
সেই সীতাদেবী রাজসভা-মাঝে
বিদায়বিনয়ে নমি রঘুরাজে
দ্বিধা ধরাতলে অভিমানে লাজে
হইলা অদর্শন।
সে-সকল দিন সেও চলে যায়,
সে অসহ শোক— চিহ্ন কোথায়—
যায় নি তো এঁকে ধরণীর গায়
অসীম দগ্ধরেখা।দ্বিধা ধরাভুমি জুড়েছে আবার,
দণ্ডকবনে ফুটে ফুলভার,
সরযূর কূলে দুলে তৃণসার
প্রফুল্লশ্যামলেখা।
শুধু সে দিনের একখানি সুর
চিরদিন ধ’রে বহু বহু দূর
কাঁদিয়া হৃদয় করিছে বিধুর
মধুর করুণ তানে।
সে মহাপ্রাণের মাঝখানটিতে
যে মহারাগিণী আছিল ধ্বনিতে
আজিও সে গীত মহাসংগীতে
বাজে মানবের কানে।’তার পরে কবি কহিল সে কথা,
কুরুপাণ্ডবসমরবারতা—
গৃহবিবাদের ঘোর মত্ততা
ব্যাপিল সর্ব দেশ;
দুইটি যমজ তরু পাশাপাশি,
ঘর্ষণে জ্বলে হুতাশনরাশি,
মহাদাবানল ফেলে শেষে গ্রাসি
অরণ্যপরিবেশ।
এক গিরি হতে দুই-স্রোত-পারা
দুইটি শীর্ণ বিদ্বেষধারা
সরীসৃপগতি মিলিল তাহারা
নিষ্ঠুর অভিমানে,দেখিতে দেখিতে হল উপনীত
ভারতের যত ক্ষত্রশোণিত—
ত্রাসিত ধরণী করিল ধ্বনিত
প্রলয়বন্যাগানে।
দেখিতে দেখিতে ডুবে গেল কূল,
আত্ম ও পর হয়ে গেল ভুল,
গৃহবন্ধন করি নির্মূল
ছুটিল রক্তধারা—
ফেনায়ে উঠিল মরণাম্বুধি,
বিশ্ব রহিল নিশ্বাস রুধি
কাঁপিল গগন শত আঁখি মুদি
নিবায়ে সূর্যতারা।সমরবন্যা যবে অবসান
সোনার ভারত বিপুল শ্মশান,
রাজগৃহ যত ভূতলশয়ান
পড়ে আছে ঠাঁই ঠাঁই।
ভীষণা শান্তি রক্তনয়নে
বসিয়া শোণিতপঙ্কশয়নে,
চাহি ধরা-পানে আনতবয়নে
মুখেতে বচন নাই।
বহু দিন পরে ঘুচিয়াছে খেদ,
মরণে মিটেছে সব বিচ্ছেদ,
সমাধা যজ্ঞ মহা-নরমেধ
বিদ্বেষহুতাশনে।
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টে পুরস্কার সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, ক্যাপশন ও কবিতা। আশা করি আজকের এই পোস্টে থাকা উক্তি, স্ট্যাটাস, কিছু কথা ও কবিতা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের এই পোষ্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আরও দেখুনঃ