আপনি যদি প্রয়োজন সম্পর্কিত উক্তি খোঁজ করে থাকেন। তাহলে আজকের এই পোস্টে পেয়ে যাবেন। আমরা এই পোস্টে প্রয়োজন নিয়ে উক্তি, প্রয়োজন ফুরিয়ে যাওয়া নিয়ে উক্তি, কিছু কথা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা তুলে ধরেছি। আশা করি আজকের পোস্টে থাকা উক্তি গুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং আপনাদের কাছে এই উক্তিগুলো ভালো লাগবে।
দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে। আর এই প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার জন্য অর্থের প্রয়োজন হয়। আমরা দৈনন্দিন জীবনযাপন করার জন্য কাজ করে থাকি। অনেকেই অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করি। এই অর্থ দিয়ে দৈনদিন নানা ধরনের সামগ্রী কিনে থাকি। কিন্তু আমরা প্রয়োজন মিটানোর জন্য অনেকেই আছি স্বার্থপর হয়ে যাই।
কেননা নিত্যদিন প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও আমাদের প্রয়োজনে শেষ নেই একের পর এক চাহিদা থেকে যায়। আর এর জন্য নানান ধরনের অসৎ কাজে জড়িয়ে পড়ি যা মোটেও ঠিক নয়। প্রয়োজনীয় সামগ্রী উপার্জনের জন্য অবশ্য কাজ করতে হবে। এবং যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী জীবন-যাপন করতে হবে তাহলে জীবনে আনন্দ আসবে।
Contents
প্রয়োজন নিয়ে উক্তি
আপনি যদি প্রয়োজন নিয়ে উক্তি পড়তে চান। উক্তির মাধ্যমে কিছু জানতে চান। তাহলে আজকের এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে কিছু বাছাই করা প্রয়োজন নিয়ে উক্তি তুলে ধরেছি।
প্রয়োজন সবারই হবে, তবে আমি সবসময়ই অপেক্ষায় থাকি প্রয়োজনীয় হওয়ার।
– সুন টুসুকিছু প্রয়োজনে একান্ত প্রিয়জনও মানুষকে ছেড়ে চলে যেতে দ্বিতীয়বার ভাবেনা।
– তাইয়ান লিওপ্রয়োজনের গল্পগুলো মানুষের অজান্তেই গড়ে এবং ভাঙ্গে, একটু আধটু রেশ রেখে যায় শূন্যস্থানের শূন্যতার মাধ্যমে।
– জর্জ শঅপরিণত প্রেম বলে, ‘আমি তোমাকে ভালবাসি কারণ আমার তোমাকে প্রয়োজন’ ‘ পরিপক্ক প্রেম বলে ‘আমার তোমার দরকার কারণ আমি তোমাকে ভালবাসি।’
– এরিচ ফ্রোন্ম্যানআপনি যদি শত্রুকে জানেন এবং নিজেকে জানেন তবে আপনার একশো যু*দ্ধের ফলাফলকেও ভয় পাওয়ার কোনই প্রয়োজন নেই।
– ক্লাওস দুওয়েনআপনি যখন একাকীত্ব বোধ করেন তখন আপনার নিজের সাথে থেকে নিজের মনের কথা শোনা সবচেয়ে বেশি প্রয়োজন।
– ডগুয়াস কোপলুয়ান্ডপ্রত্যেকে বিশ্বকে সাহায্য করতে চায় তবে প্রথম এবং সর্বাগ্রে সবাই নিজেকে সহায়তা করতে চায়!” – সংগৃহীত
মহান কৃতিত্ব সাধারণত মহান ত্যাগের জন্মে হয়, কখনোই স্বার্থপরতার ফলে নয়!” – নেপোলিয়ন হিল (থিঙ্ক এন্ড গ্রও রিচের লেখক)
প্রিয়জন আর প্রয়োজন নিয়ে উক্তি
এমন অনেক মানুষ আছে যারা প্রয়োজনের সময় পাশে থাকে। আর অপ্রয়োজনে শেষ হলে দূরে চলে যায়। তাই অনেকেই চায় প্রয়োজন ফুরিয়ে যাওয়া নিয়ে উক্তি। আমরা এ পোস্টে প্রয়োজন ফুরিয়ে যাওয়া নিয়ে কিছু বাছাই করা উচিত উক্তি তুলে ধরার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
সে আমার প্রিয়জন, আমি অবশ্যই তার প্রয়োজন।
– রুপা আবৃত্তিআমি অনেক কিছুই না কিনে বসে থাকি, কারণ আমার কাছে সেগুলোর আমার কোনো প্রয়োজন নেই।
– স্টিভ জবসস্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে। -হুমায়ূন আহমেদ
পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়। আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও।
“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না” – কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)
- নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না” – নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)
প্রয়োজন ফুরিয়ে গেলে
আপনি যদি প্রয়োজন নিয়ে কিছু উক্তি খোঁজ করে থাকেন। তাহলে আজকের পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে কিছু বাছাই করা উক্তি তুলে ধরেছি। এই পোস্টে থাকা উক্তি গুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
- প্রয়োজনের সময় একদম কাছে থেকে চেনা মানুষগুলোও কেমন জানি অচেনা হয়ে যায়। তাই যে মানুষটি একবার অচেনা হয়ে গিয়েছে তাকে পুনরায় চিনে ভুল করোনা।
– স্টেফি লাউরেন্স - প্রয়োজনে তারা আসে, জাতি, ধর্ম, বর্ণের বিভেদ করেনা, তারাই তোমার প্রয়োজনে পাশে থাকে, তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী।
– লিপারড লরেম - আমার একটাই ইচ্ছা, প্রিয়জন বানাতে গিয়ে দয়া করে প্রয়োজন বানিয়ে ফেলো না।
– ম্যারিলেন রবিন্সন - প্রয়োজন ফুরালে প্রিয়জন চেনা যায়, মুখোশের আড়ালে মুখশ্রী দেখা যায়।
– অন্নেষা দে
- প্রয়োজনে মানুষের এবং বস্তুর গুরুত্ব সর্বদাই বেড়ে যায়। – নাবোভোক ভ্লাদিমকি
- যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে” – ওয়াল্ট ডিজনি
প্রয়োজন নিয়ে স্ট্যাটাস
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি যদি প্রয়োজন নিয়ে স্ট্যাটাস খোঁজ করে থাকেন। তাহলে আজকের এই পোস্টে পেয়ে যাবেন। অনেকেই চায় ফেসবুকে ভালো কিছু স্ট্যাটাস দিতে। আর এজন্য অনেকেই ইন্টারনেট অনুসন্ধান করে থাকে প্রয়োজন নিয়ে স্ট্যাটাস। আপনি যদি প্রয়োজন নিয়ে স্ট্যাটাস খোজ করে থাকেন। তাহলে আজকের এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন।
- আপনার যদি বাগান এবং একটি গ্রন্থাগার থাকে তবে আপনার যা প্রয়োজন তা সবই আপনার কাছে রয়েছে।
– সেচিল পেইজ - এই জীবনে আপনার যা প্রয়োজন কেবল তা অজ্ঞতা এবং আত্মবিশ্বাস এবং তারপরে সাফল্য নিশ্চিত।
– মার্ক তায়িন - মানুষের প্রয়োজন মেটাতে প্রয়োজন দৃঢ় সংকল্প আর প্রবল ইচ্ছাশক্তি।
– লেপানি থাইকো - যেসব মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে সারাটা জীবন কাটিয়ে ফেলে তারা কখনোই নিজদের জীবন উপভোগ করতে পারেনা।
– ম্যাক্স ডে পেরে - আমার মতো মানুষের বেচে থাকার জন্য শুধুমাত্র একটি জিনিসেরই প্রয়োজন, আর তা হলো পুরোনো কিছু অসাধারণ স্মৃতি।
– লিপারতো নেইমেন - মানুষের সুখী জীবনের জন্য খুবই অল্প কিছু জিনিসের প্রয়োজন যেটা প্রতিটি মানুষের মধ্যেই আছে, এটা শুধু মানুষের ভাবনার ধরন
– মার্কাস ইলেরিয়াস - চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে” – ড. এপিজে আব্দুল কালাম
- একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।” – হেনরি জেমস (বিখ্যাত লেখক)
প্রয়োজন নিয়ে ক্যাপশন
প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ চেনা যায় তাই অনেকেই চায় প্রয়োজন নিয়ে ভালো ক্যাপশন সংগ্রহ করতে। অনেকেই ফেসবুকে ক্যাপশন দিতে চায়। তাই আমরা এই পোস্টে বাছাই করা কিছু ক্যাপশন তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
- স্বার্থের প্রয়োজনে আজ মনুষত্য বলি হয়েছে অর্থের প্রলোভনে, তাসের ঘরে জমছে মোহর মিথ্যা প্রতিশ্রুতির অভিধানে।
– মহত্মা গান্ধী - মানুষ কোন বিষয়ের যথাযথ গুরুত্ব তখনই বুঝতে পারে যখন তার সেই জিনিসটির প্রয়োজন পরে।
– রবার্ট ক্রুশ - আমি অনেক কিছুই না কিনে বসে থাকি, কারণ আমার কাছে সেগুলো হাস্যকর মনে হয়েছে
– স্টিভ জবস - যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে, ততক্ষন ইশ্বরের প্রতি ভালবাসা অসম্ভব।” – স্বামী বিবেকানন্দ
- স্বার্থপরতাকে সর্বদা ক্ষমা করতে হবে, কারণ এর নিরাময়ের কোনও আশা নেই।” – যেন অস্টেন (উপন্যাসিক)
- স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ।” – উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন (ইউনাইটেড কিংডমের প্রাক্তন প্রধানমন্ত্রী)
প্রয়োজন নিয়ে কবিতা
আপনি যদি প্রয়োজন নিয়ে কবিতা খোঁজ করে থাকেন। তাহলে আজকের এই পোস্টে পেয়ে যাবেন। আমরা এই পোস্টে প্রয়োজন নিয়ে কবিতা তুলে ধরেছি। আশা করি আজকের পোস্টে থাকা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
খুব প্রয়োজন ছিল
– শামসুর রাহমান
এই ভরদুপুরে যখন আমার বুক
বিরান পথের মতো খাঁ খাঁ, যখন আমার ধূসর
দৃষ্টিময় চোখ ফেটে জল ঝরতে চাইছে, যখন
তোমার বিচ্ছেদে আমি কাতর, নতুন করে মনে হলো
তোমাকে আমার খুব প্রয়োজন ছিল
অনেক অনেক বছর আগেই,
যেমন কৃষকের প্রয়োজন ফসলের ঢেউ খেলানোক্ষেতের, যেমন কবির প্রয়োজন দ্যুতিপ্রতিম
প্রেরণার, যেমন বিপ্লবীর প্রয়োজন
আলো বিকিরণকারী আদর্শের, যেমন পিপাসার্ত
পথিকের শীতল জল, যেমন অন্ধের
জ্যোতির ঝলক, যেমন মিছিলের
অগ্রযাত্রার জন্যে প্রয়োজন হিল্লোলিত নিশানের।
তুমি আমার হৃদয়ের কদমতলায়
পা রাখার অনেক আগেঘুরেছি এখানে সেখানে, হেসেছি খেলেছি
অনেক রঙিন পুতুলের সঙ্গে, অথচ আমার অজান্তে
আমি তোমাকেই খুঁজছিলাম অবচেতনের
কানন –পথে। সেই সব পতুলের
কারো কারো রঙ চটে গ্যাছে
সহজেই, কেউ কেউ ভেঙে লুটিয়ে পড়েছে ধুলোয়,
কারো কারো মন বসেনি খেলায়,
ফলত হয়েছে উধাও আমার চোখে ধুলো ছড়িয়ে।
বুঝতেই পারছ,তোমাকে আমার প্রয়োজন ছিল অনেক অনেক বছর
আগেই; যা হবার নয় তা নিয়ে
অরণ্যে রোদন অবান্তর জানি, তবুও
আক্ষেপের তীর বিদ্ধ হয় মর্মমূলে।
অসীম আকাশের দিকে
তাকিয়ে ভেবে ভেবে সারা হই-
যদি তুমি কয়েক বছর আগে কিংবা
আমি কয়েক বছর পরে
জন্ম নিতাম, তাহলে কী এমন ক্ষতি হতো কার?
তুমি এসেই কেমন বদলে দিয়েছ আমার জীবন;
এখন আমি বয়সের ধুলি ঝেড়ে ফেলেতারুণ্যের তরঙ্গিত নদীতে নেমেছি,
এখন আমি গোরস্তানের কথা ভুলে গোলাপ বাগানের
কথা ভাবি। আমাদের দু’জনের ভালোবাসা
নীল পদ্মের মতো প্রস্ফুটিত হওয়ার আগে
নিমজ্জিত ছিলাম হতাশার ঘোর অমাবস্যায়,
এখন আশাবাদ
আমার চৈতন্য-প্রবাহে ঝলসাচ্ছে, যেমন
ফসলের মরশুমে চাষীর কাস্তে থেকে
ঠিকরে-পড়া রোদ।
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টে প্রয়োজন সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস তুলে ধরার। আশা করি আজকের এই পোষ্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই পোষ্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।
আরও দেখুনঃ