০৮ ফেব্রুয়ারি প্রপোস ডে পালিত হয়। বর্তমানে বিশ্বে ফেব্রুয়ারি মাসের ০৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিভিন্ন দিবস উদযাপন করা হয়। এখানে বিশেষভাবে যারা ভালোবাসা নিবেদন করতে চায় তাদের জন্য ৮ ফেব্রুয়ারি প্রপোস ডে অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে জানাতে চাচ্ছি প্রেমিক পুরুষরা প্রপোজ ডে তে তার প্রিয়তমা কে প্রপোজ করে থাকে। আর সেই দিনটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। তাই যারা এখনো জানেনা প্রপোজ ডে কবে। তাদের জন্য আজকের এই পোস্ট এ প্রপোজ ডে কবে সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।
প্রপোজ ডে কবে ২০২৪
প্রতিবছর ফেব্রুয়ারি মাসের আট তারিখ প্রপোজ ডে হিসেবে পালিত হয়। অর্থাৎ এই দিনে অনেকেই তার প্রিয়জনকে প্রস্তাব দিয়ে থাকে। এই দিন থেকে প্রস্তাব দিবস বলা হয়ে থাকে। ২০২৪ সালে ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে।
ভ্যালেন্টাইনস উইক
- ৭ ফেব্রুয়ারি – রোজ ডে
- ৮ ফেব্রুয়ারি – প্রপোজ ডে
- ৯ ফেব্রুয়ারি – চকোলেট ডে
- ১০ ফেব্রুয়ারি – টেডি ডে
- ১১ ফেব্রুয়ারি – প্রমিস ডে
- ১২ ফেব্রুয়ারি – হাগ ডে
- ১৩ ফেব্রুয়ারি – কিস ডে
- ১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইন্স ডে
শুভকামনা!
Propose Day Kobe 2024
যারা এখনো জানেন না proposal day কবে পালিত হয়। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে প্রপোজ ডে কবে উদযাপিত হয়। আমরা আগেই বলেছি এবছর ৮ ফেব্রুয়ারি 2024 প্রপোজ ডে উদযাপন করা হবে।
প্রপোজ ডে তে কি করতে হয়?
প্রস্তাব দিবসে মানুষ তার প্রিয়জনকে ভালোবাসা নিবেদন করে। তাই ফেব্রুয়ারি ৮ তারিখ অনেকেই ফুল কিনে প্রস্তাব দেওয়ার জন্য বসে আছে। তোমার প্রেমিকা/প্রেমিকের পছন্দের বিষয়গুলো মাথায় রাখো। তোমার প্রস্তাবটি আকর্ষণীয় ও রোমান্টিক হওয়া উচিত। তোমার আত্মবিশ্বাসী হওয়া উচিত। তোমার প্রেমিকা/প্রেমিকের ‘না’ বলার জন্যও প্রস্তুত থাকো।
আশা করি আজকের পোষ্ট থেকে জানতে পেরেছেন প্রপোজ ডে কবে উদযাপন করা হয়। আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন যাতে। সবাই জানতে পারে প্রপোজ ডে কবে পালিত হয়।
Read More