Pohela Falgun 2024 Status, Caption, Wishes & Picture

The year has turned around and the first Falgun 2024 has come again. When it comes to Fagun, new leaves and flowers bloom in the tree. So the flowers take a new place in people’s minds. Every year on February 14, the first Falgun is celebrated as the whole of Bangladesh and India. Spring is at the end of six seasons in Bangladesh. And the first day of this spring season is the first Falgun. It has been celebrated in Bangladesh for a long time. Nevertheless, this festival is a non-communal festival in Bangladesh. That’s why today’s post mentions Pohela Falgun 2024 Status. With the help of which you can easily wish your loved ones a happy spring.

Pohela Falgun Status 2024

Those who want to send the status of The First Falgun to everyone to celebrate the first Falgun on the first day of spring. The status of the best quality phalgun for them is highlighted below.

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে…
বসন্ত এসে গেছে!♥️

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময় ।

কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

Pohela Falgun Caption

On the first day of spring, you can post on Facebook wishing the first Falgun. But to post the first Falgun’s Facebook post, you will definitely need a caption. Collect the best Pohela Falgun Caption from below.

পহেলা ফাল্গুন ২০২৪ কবে? [ ১ ফাল্গুন ১৪৩১ ] Pohela Falgun 2024

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।

বসন্তের রং ছাপিয়েছে একুল
আমের মুকুলে ভ্রমর খাচ্ছে দুল
সবাইকে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

একটি কবিতা একটি পলাশ একটি কোকিল
তুমি আর আমি সব মিলিয়ে আজ বসন্ত

Bosonto Caption Bangla

On the first day of the spring season, the first Falgun is known to all. On this day everyone searches for spring caption Bangla. So for you, we have presented a good quality Bosonto Caption Bangla here.

বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল

Bosonto Caption Bangla

কোকিলের সেই টু ডাকের ইঙ্গিত দিয়ে বোঝা যায় আজ বসন্ত,❤️, সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

প্রকৃতির সব সৌন্দর্য ঝরে নতুন সৌন্দর্যের কচিপাতার আগমনে বোঝা যায় আজ বসন্ত। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

শীতকে বিদায় জানিয়ে গরমকে আহ্বান করে পলাশ ফুলের আগমনে বোঝা যায় আজ বসন্ত। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

১০০+ বসন্তের ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি

Bosonto Status Bangla

On the occasion of Spring Festival, everyone wants to greet their loved ones by sending them spring status. So in order to fulfill their wishes, we have mentioned the status of spring in Bangla in today’s post. From here you can find some of the popular Bosonto Status Bangla.

প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে
মনের মাঝে একটি সুর বাজে
শিমুলের বনে আজ লেগেছে আগুন
আজ কি তবে আবার এসেছে ফাগুন

Pohela Falgun Picture

আজ আমি বৃষ্টিতে ভিজেছি
আর মন খুলে কেঁদেছি
কেউ বুঝতেই পারিনি যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল
নাকি চোখের জল
তাইতো বৃষ্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

বসন্তের স্ট্যাটাস, শুভেচ্ছা, ক্যাপশন ও বার্তা

Pohela Falgun Wishes

There are many people who have many wishes in their mind on the occasion of the first Falgun. For them, the first falgun is very much needed. So in today’s post, the first Falgun Wish has been mentioned. Watch Pohela Falgun Wishes and share it with everyone. It is usually held on 13th Feb but I don’t know why it came on 14th Feb this year. We, Bangladeshi people, don’t celebrate Valentine’s Day because we Have “Pohela Falgun“Bengali Spring Day

Bosonto Status Bangla

I’m gonna do it the day after tomorrow! Tomorrow is the first day of the spring of Bengali month and also Valentine’s Day! I’ll spend it with my family <3 Shubho Pohela Falgun and happy Valentine’s Day! The first day of Falgun is known as PohelaFalgun, which usually falls on February 13 of the Gregorian calendar.

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময় ।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

Pohela Falgun Picture

In fact, everyone in Bangladesh shares the first Falgun picture on Facebook. So, to fulfill the hopes of their minds, I have mentioned the first Falgun Picture in today’s post. Celebrate the first Falgun by sharing the Pohela Falgun picture with everyone.

Pohela Falgun Status

Pohela Falgun Wishes

বসন্তের শুভেচ্ছা

We have tried today’s post to help you all pohela Falgun 2024 status, caption, wishes & picture. So share the status, quotes and captions of the first Falgun with everyone.

Read More

Leave a Comment