বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা দিবস একটি অন্যতম দিন। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যু*দ্ধ শুরু করে। অন্যদিকে ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে বাংলার মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে নিরীহভাবে মানুষকে হত্যা করে। পরবর্তীতে বাংলার দামাল ছেলেরা দীর্ঘ নয় মাস পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যু*দ্ধ করে জয় করে স্বাধীনতা। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের 16 তারিখ বাংলাদেশ বিজয় লাভ করে। অন্যদিকে লিখিতভাবে বাংলাদেশ ১৯৭২ সালের ২৬ শে মার্চ স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে।
তাই আপনারা যারা স্বাধীনতা দিবসে সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস ছবি শেয়ার করতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট ১৯৭১ সালের স্বাধীনতা দিবসের ছবি উল্লেখ করেছি আমরা। যেখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা উপভোগ এর ছবি। স্বাধীনতা দিবসের পিকচার সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।
Contents
স্বাধীনতা দিবসের ছবি
১৯৭১ সালে মুক্তিযু*দ্ধ না হলে আমরা আজ স্বাধীন দেশ পেতাম না। আর বলতে পারতাম না নিজের বাংলা ভাষায় কথা। তাই আজকের এই দিনে স্বাধীনতা দিবসের কিছু জনপ্রিয় ছবি উল্লেখ করেছে আমরা। এই ছবিগুলো সংগ্রহ করে আপনারা খুব সহজেই ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সহ অনেক জায়গায় পোস্ট করতে পারবেন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছবি
এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যু*দ্ধ অব্যাহত থাকুক। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযো*দ্ধা মানে চিরকাল মুক্তিযো*দ্ধা নয়। – হুমায়ূন আজাদ
আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব- হুমায়ূন আহমেদ
স্বাধীনতা দিবসের পিকচার
অনেকেই আছেন যারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য পিকচার সংগ্রহ করতে চান। তাদের জন্য আজকের এই স্বাধীনতা দিবসের পিকচার উল্লেখ করেছি আমরা। নিচে থেকে আপনার পছন্দের স্বাধীনতা দিবসের পিকচার সংগ্রহ করে নিন।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর – জীবনানন্দ দাশ
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। – শামসুর রাহমান
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা
এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না। – জয়নুল আবেদিন
স্বাধীনতা দিবসের ফটো
যারা ভাবছেন স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুক স্ট্যাটাস দিবেন। তাদের জন্য স্বাধীনতা দিবসের ফটো অনেক গুরুত্বপূর্ণ। তাই নিচে আপনাদের জন্য তৈরি করা হয়েছে স্বাধীনতা দিবসের পিক। নিজের পছন্দের স্বাধীনতা দিবসের ফটো সবার সাথে শেয়ার করুন।
আমরা স্বাধীন হয়েছি তাই আমরা স্বাধীন জীবন যাপন করবো এমনটা ভাবা ঠিক নয়। আমরা আজন্ম স্বাধীন। – উইলিয়াম ফকনা
শৃঙ্খল ভাঙ্গার মধ্যে একধরণের পৈশাচিক স্বাধীনতা আছে। – রবার্ট ফ্রস্ট
স্বাধীনতা মানুষের মনের একটি খোলা জানালা, যেদিক দিয়ে মানুষের আত্মা ও মানব মর্জাদার আলো প্রবেশ। – হার্বার্ট হুভার
নিজের ইচ্ছামতো বাঁচা ছাড়া স্বাধীনতার অর্থ আর কিইবা হতে পারে। – অ্যাপিকটিটাস
স্বাধীনতা দিবসের ইমেজ
আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে ইমেজ শেয়ার করে জানিয়ে দিন এই দিনটির কথা। অনেকেই আছে যারা ভুলে গেছে আজ স্বাধীনতা দিবস। তাদেরকে স্বাধীনতা দিবসের ইমেজ শেয়ার করে জানিয়ে দিন সেই দিনটির কথা।
* স্বাধীনতা একটি সুযোগের নাম যার মাধ্যমে আমরা যা কখনই হতে পারার কল্পনা করতে পারিনা তা হতে পারি।- ড্যানিয়াল যে ব্রুস্টিন
* স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর। – কাহলিল জিবরান
* স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার। – মিল্টন
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে স্বাধীনতা দিবসের ছবি ও পিকচার খুঁজে পেতে সাহায্য করার। আমাদের তৈরি ছবিও পিকচার যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন স্বাধীনতা দিবসের ছবি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
Read More