পর্যায় সারণি মনে রাখার কৌশল pdf

বেশিরভাগ ছাত্র ছাত্রীর কাছে আধুনিক পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল অনেক গুরুত্বপূর্ণ। যারা পর্যায় সারণী মনে রাখার সহজ উপায় (porjai saroni mone rakhar sohoj upay) পেতে চান। তারা অবশ্যই আমাদের আজকের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। আজকে আমরা আধুনিক পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় নিয়ে কথা বলবো।আশাকরি এখান থেকে পর্যায় সারণি মনে রাখার টেকনিক সমূহ জানতে পারবেন। তাই সুযোগ হাতছাড়া করবেন না।

পর্যায় সারণি মনে রাখার কৌশল

পর্যায় সারণি মনে রাখার টেকনিক জানতে পারবেন এখান থেকে। আমরা আপনাদের সহজ কিছু নিয়ম দিব। যা আপনাকে পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল জানতে হেল্প করবে।

পর্যায় সারণী কী? বা পর্যায় সারণি কাকে বলে

প্রায় একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌল সমূহকে, একই শ্রেণীভূক্ত করে, আবিষ্কৃত সকল মৌলকে স্থান দিয়ে মৌল সমূহের যে সারণি বর্তমানে প্রচলিত আছে তাকে মৌলের পর্যায় সারণী বলে।

  • পর্যায় সারণিতে 7 টি অনুভূমিক সারি আছে। একে পর্যায় বা পিরিয়ড বলে।

পর্যায় সারণির বৈশিষ্ট্য

আপনাদের বোঝার সুবিধার্থে এখানে পর্যায় সারণির বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে।এগুলো আপনাকে পর্যায় সারণী মনে রাখতে অনেক সাহায্য করবে।

  • পর্যায়-১: দুটি মৌল। যথা H ও He। অতি সংক্ষিপ্ত পর্যায়।
  • পর্যায়ে-২: ৮ টি মৌল। Li হতে Ne পর্যন্ত। সংক্ষিপ্ত পর্যায় বলে।
  • পর্যায়-৩: Na হতে Ar পর্যন্ত। সংক্ষিপ্ত পর্যায়ে বলে।
  • পর্যায় 4 ও 5: উভয় পর্যায়ে আঠারোটি করে মৌল রয়েছে এবং এই দুটি পর্যায় কে দীর্ঘ পর্যায় বলে।
  • পর্যায় 6 ও 7: পর্যায় ৬ এ ৩২ টি ও পর্যায় ৭ এ ২৩ টি মৌল অবস্থিত। এই দুটি পর্যায় কে অতি দীর্ঘ পর্যায় বলে। পর্যায় সম্পুর্ন পর্যায়।
  • অন্যদিকে পর্যায় সারণির মাঝখানে একটি বড় স্থান দখল করে আছে অবস্থান্তর মৌল।

আধুনিক পর্যায় সারণি সূত্র

আপনারা যারা আধুনিক পর্যায় সারণি র সূত্র জানতে চান। তাদের জন্য এখানে আধুনিক পর্যায় সূত্র উল্লেখ করা হলো।

আধুনিক পর্যায় সূত্র: মৌলিক পদার্থ ও তাদের সৃষ্ট যৌগিক পদার্থ সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

পর্যায় সারণি মনে রাখার কৌশল pdf

আধুনিক পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় (Periodic table mone rakhar upay)। আপনাদের জন্য আমরা এখানে আধুনিক পর্যায় সারণী মনে রাখার সহজ উপায় ও কৌশল বর্ণনা করেছি।পর্যায় সারণির ভিতরে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, আকরিক উৎপাদনকারী ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় মৌল, অভিজাত ধাতু, অপ ধাতু রয়েছে । আমাদের পোস্টে আমরা খুব সুন্দর ভাবে প্রতিটি সিরিজের নাম দিয়ে ছন্দ গুলো তুলে ধরেছি। পর্যায় সারণি মনে রাখার ছন্দ গুলো দেখুনঃ

ক্ষার ধাতু

Li <   Na < K < Rb < Cs < Fr

লি     না   কে   রুবি  সাজিয়ে  ফ্রান্সে

  • Li – Lithium(লিথিয়াম)
  • Na -Sodium(সোডিয়াম)
  • K – Potassium(পটাশিয়াম )
  • Rb – Rubidium(রুবিডিয়াম)
  • Cs -Caesium(সিজিয়াম)
  • Fr – Francium(ফ্রান্সিয়াম)

মৃৎক্ষার ধাতু

Be   <        Mg <       Ca <      Sr <      Ba <      Ra

বিরানি   মোগলাই    কাবাব    সরিয়ে    বাটিতে    রাখ

  • Be -Beryllium (বেরিলিয়াম)
  • Mg -Magnesium (ম্যাগনেসিয়াম)
  • Ca -Calcium(ক্যালসিয়াম)
  • Sr -Stronsium(স্ট্রানসিয়াম)
  • Ba -Barium(বেরিয়াম)
  • Ra -Radium(রেডিয়াম)

p- ব্লক মৌল

F   >O >  Cl > N>    Br>     S>     C>       I>          P>         As>        B>     Si>    Sb

ফুল ও কলি নিজ বাড়ী সৌদি ছেড়ে ইন্ডিয়া পাকিস্তান এসেছে বাংলা শিখবে বলে

অপ-ধাতু

Sb,  B,          Te,       As,        Si,      Ge,   Bi

সুন্দরবন   ট্রেনে    আজ    সিলেট   যা    বি

গ্রুপ 13 মৌল সমূহ

B                       Al         Ga          In           TI

বাংলাদেশের     আলু      গেল     ইন্ডিয়ার     তোলে

  • B -Born (বোর্নিয়ো)
  • Al -Aluminium (অ্যালুমিনিয়াম)
  • Ga -Gallium (গ্যালিয়াম)
  • In -Indium (ইন্ডিয়াম)
  • Tl -Thallium (থেলিয়াম)

গ্রুপ 14 এর মৌল সমূহ

C               Si        Ge      Sn       Pb

চামেলি   সিলেট    গিয়ে   সোনা    পাবে

  • C -Carbon (কার্বন)
  • Si -Silicon (সিলিকন)
  • Ge -Germanium (জামিনিয়াম)
  • Sn -Tin (টিন)
  • Pb -Lead (লেড বা সিসা)

15 এর মৌল সমূহ

N                P         As       Sb         Bi

নদীতে    পানি     আসে    সকাল    বিকাল

  • N -Nitrogen (নাইট্রোজেন)
  • P -Phosphorus (ফসফরাস)
  • As -A arsenic (আর্সেনিক)
  • Sb -Antimony (এন্টিমনি)
  • Bi -Bismath (বিসমাথ)

16 এর মৌল সমূহ

O          S         Se        Te      Po

ও   এস এস        সি        তে   পড়ে

  • O -Oxygen (অক্সিজেন)
  • S -Sulfur (সালফার)
  • Se -Selenium (সেলেনিয়াম)
  • Te -Tellurium ( টেলুরিয়াম)
  • Po – Polonlum (পোলেনিয়াম)

17 এর মৌল সমূহ

F                Cl         Br          I               At

ফাজিল   ছেলেটা   বাড়ির   আয়াকে    আটকে রেখেছে

  • F -Florin (ফ্লোরিন)
  • Cl -Chlorine (ক্লোরিন )
  • Br -Bromine ( ব্রোমিন
  • I -Iodine (আয়োডিন)
  • At -Astatine (অ্যাস্টেটাইন)

0 গ্রুপের মৌল সমূহ

He        Ne       Ar         Kr       Xn     Rn

হে         না      আর     করিম    যাবে   রমনায়

  • He -Helium (হিলিয়াম)
  • Ne -Neon (নিয়ন)
  • Ar -Argon (আর্গন)
  • Kr -Krypton (ক্রিপ্টন)
  • Xe -Xanon (জেনন)
  • Rn -Radon (রাডন)

Sc                   Ti             V     Cr       Mn         Fe                Co         Ni    Cu          Zn

শাহরুখ টাইটানিকে ভেসে কাল মনিষকে ফেলে ফেলে কোয়েলকে নিয়ে কুয়াকাটা যাবে

  • Sc -Scandium (স্ক্যানডিয়াম)
  • Ti – Titanium (টিটেনিয়াম)
  • V -Vanadium (ভ্যানাডিয়াম)
  • Cr -Chromium (ক্রোমিয়াম)
  • Mn -Manganese (ম্যাঙ্গানিজ)
  • Fe -Iron (লোহা বা আয়রন)
  • Co -Cobalt (কোবাল্ট)
  • Ni -Nickel (নিকেল)
  • Cu -Copper (কপার)
  • Zn -Zinc (জিংক)

Y             Zr           Nb         Mo       Tc      Ru    Rh          Pd         Ag       Cd

ইতি ও জেরিন নাইরোবিতে মোবাইল সহ রুথের রোড দিয়ে পালাবার সময় কাঁদছিল

  • Y -Yttrium (ইট্রিয়াম)
  • Zr -Zirconium (জিরকোনিয়াম)
  • Nb -Niobium (নিওবিয়াম)
  • Mo -Molybdenum (মলিবডেনাম)
  • Tc -Technitium (টেকনেসিয়াম)
  • Ru -Ruthenium(রুথেনিয়াম)
  • Rh -Rhodium( রোডিয়াম)
  • Pd -Palladium (প্যালাডিয়াম)
  • Ag -Silver(সিলভার)
  • Cd -Cadmium (ক্যাডমিয়াম)

ধাতু ও অধাতু মনে রাখার কৌশল

বাংলা ধাতু মনে রাখার কৌশল এখানে দেওয়া হয়েছে। ধাতু ও অধাতু মনে রাখার বিশেষ কিছু নিয়ম আমরা এখানে দিয়েছি।তাই আমাদের এখান থেকে খুব সহজেই সেগুলো সংগ্রহ করতে পারবেন।

সক্রিয়তা সিরিজ মনে রাখার সহজ উপায়

সক্রিয়তা সিরিজের ছন্দ মনে রাখার অনেক কৌশল রয়েছে। আমরা আমাদের পোস্টে সকল সিরিজের কৌশল গুলো বর্ণনা করেছি।আর এখানে সক্রিয়তা সিরিজের মৌল গুলোর নাম দেয়া হলো। আপনারা চেষ্টা করুন মৌলগুলোর নাম মনে রেখে সক্রিয়তা সিরিজ মনে রাখার।

Na, Ca, Mg, Al, Cr, Mn, Zn, Fe, Co, Ni, Sn, Pb, H, Cu, Hg, Ag, Pt, Au

ধাতু ও অধাতু চেনার সহজ উপায়

ধাতু ও অধাতু চেনার জন্য সবচাইতে সহজ নিয়ম হচ্ছে।। ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে,আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে।

আধুনিক পর্যায় সারণি pdf download

আপনি এখান থেকে পর্যায় সারণি মনে রাখার কৌশল pdf ডাউনলোড করতে পারবেন। আধুনিক পর্যায় সারণি ছবি এখানে দেওয়া হয়েছে। যারা আধুনিক পর্যায় সারণির ছবি দেখতে চান। তারা এখান থেকে আধুনিক পর্যায় সারণি ছবিটি ডাউনলোড করতে পারবেন।

chemistry periodic table

সর্বশেষ কথা

যারা সব সময় আধুনিক পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল গুলো জানতে চান।আশা করি তারা এখান থেকে পর্যায় সারণী মনে রাখার সহজ উপায় জানতে পেরেছেন।পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই পর্যায় সারণী সহজেই মনে রাখতে পারে।

আরো দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top