BD POlice Online GD

অনলাইনে জিডি করার নিয়ম | জিডি ফরম PDF

যারা ঘরে বসে অনলাইনে জিডি করার নিয়ম পেতে চান। তারা অবশ্যই আমাদের আজকের এই পোষ্ট টি পড়বেন। এখন যদি করুন ঘরে বসে।কারণ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিটি সেক্টর অনলাইনে কার্যক্রম সম্পন্ন করার পদ্ধতি চালু করেছে। তাই আপনি খুব সহজে অনলাইনে জিডি করে জিডি কপি ডাউনলোড করতে পারবেন। এবং আজকে আমরা অনলাইনে সহজে সাধারণ ডায়েরি করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

প্রতিদিন অনেকেই ঘরে বসেই জিডি করার নিয়ম জানতে চাই। কিন্তু তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে অনলাইনের মাধ্যমে জিডি করতে পারে না।অনলাইনে জিডি করা এখন আরো সহজ আমরা আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওসহ আমাদের পোস্টে উল্লেখ করে দিব।আশাকরি এখান থেকে মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম। অথবা চেক বই হারিয়ে গেলে জিডি করার নিয়ম, সার্টিফিকেট হারিয়ে গেলে জিডি করার নিয়ম এইসকল যাবতীয় তথ্য খুঁজে পাবেন।

জিডি কি

মূল্যবান যে কোনো জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। এই সকল তথ্য ফিরে পেতে একটি ফরম পড়ুন করতে হয়। তাকে জিডি বলে।

অনলাইনে জিডি করার নিয়ম

অনলাইনে সহজেই সাধারণ ডায়েরি (gd) করুন। আজকে আমাদের এই পোস্টে অনলাইনে জিডি (General Diary) করার নিয়ম ভিডিও সহ উল্লেখ করা হয়েছে। তাই জিডি করুন ঘরে বসেই। এখানে আমরা তুলে ধরেছি online gd করার নিয়ম। তাই যারা অনলাইনে থানায় জিডি করার নিয়ম জানতে চান। তারা খুব সহজে আজকের পোস্ট থেকে জানতে পারবেন। বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি করার পদ্ধতি চালু করেছে। তাই অনলাইনে থানার জিডি করার নিয়ম সম্পর্কে জানতে পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

অনলাইনে জিডি করার পদ্ধতি

অনলাইনে জিডি করার জন্য কি কি প্রয়োজন?।নিচে অনলাইনে জিডি করার জন্য প্রয়োজনীয় তথ্য লিখে দেওয়া হল:

  • ওয়েবসাইট লিংকঃ http://gd.police.gov.bd/

gd first step

  • আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর
  • জন্ম তারিখ
  • এবং আপনার সকল মোবাইল নাম্বার দিতে হবে।

দ্বিতীয় ধাপঃ

  • আপনার পরিচয় পত্র নিশ্চিত করার জন্য এসএমএসের মাধ্যমে আপনাকে একটি কোড দেয়া হবে। কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার জন্য সময়সীমা এক মিনিট।
  • এবং এই কোডটি আপনি পরবর্তিতে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলেপরিবর্তন অপশন ব্যবহার করে পরিবর্তন করতে পারবেন। এবং আপনার মোবাইল নাম্বার হবে আপনার ইউজার নেইম।
  • এখন জিডি সম্পর্কিত তথ্য প্রদান করুন।
  • নিজের জন্য জিডি অথবা অন্যের পক্ষে জিডি অপশন সিলেক্ট করুন।
  • জিডি এর ধরন নির্বাচন করুন যেমন হারানো/ নিখোঁজ পাওয়া।
  • কি হারিয়েছেন তার ধরন নির্বাচন করুন এবং সে অনুযায়ী ডানদিকের বক্স হতে হারানো ডকুমেন্ট/প্রডাক্ট, যানবাহন, গৃহপালিত পশু/পাখি নির্বাচন করুন।
  • এরপর যে থানায় জিডি করবেন তা নির্বাচন করুন।
  • ঘটনার তারিখ এবং সময় ক্যালেন্ডার এর মাধ্যমে নির্বাচন করুন।
  • পরবর্তী ধাপে যেতে ক্লিক করুন।

তৃতীয় ধাপ:

  • আপনি যদি দ্বিতীয় ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকেন তাহলে কি চদাতে দিডিয়ের আবেদনপত্রটি চলে আসবে। এবং তার সাথে আপনি পূর্ববর্তী যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো চলে আসবে।
  • আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে বর্তমান ঠিকানা আপনি পরিবর্তন করতে পারবেন।
  • ঘটনার স্থান বর্ণনা করুন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ/ তথ্য প্রদান করুন।
  • এবং প্রয়োজনীয় ডকুমেন্ট বা ছবি সংযুক্ত করুন সর্বোচ্চ 200 কিলো বাইট
  • এবং আপনার সিগনেচার আপলোড করুন ( ২০০ কিলোবাইট)।
  • ইমেইল আইডি প্রদান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনি যদি এই সকল কাজ সম্পন্ন করে থাকেন তাহলে আপনার জিডি আবেদনটি সম্পূর্ণ হয়েছে।

অনলাইনে জিডি কপি ডাউনলোড করুন

পরবর্তীতে আপনি যদি জিডি আবেদনের সর্বশেষ অবস্থা জানতে চান তাহলে প্রোফাইলে লগইন করে।জিডি আবেদনের সময় প্রদান করা মোবাইল নম্বরটি ইউজারনেম এবং এসএমএসে প্রাপ্ত কোটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে। লগইন করে আপনার জিডির সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। আপনার জিডি সার্টিফিকেট থানা হতে অনলাইনে এসো করার পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এবং আপনার অনলাইন প্রোফাইলে গিয়ে আপনি জিডি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন।

অনলাইনে জিডি করার ভিডিও দেখুনঃ 

থানায় জিডি করার খরচ

আপনি যদি থানায় গিয়ে জিডি করতে চান। তাহলে তারা আপনাকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে সাহায্য করে থাকবে। বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

চেক বই হারিয়ে গেলে জিডি লেখার নিয়ম

 

check book online GD

চেক বই হারিয়ে গেলে পুলিশের কাছে দরখাস্ত লেখার নিয়ম। তাই আপনি হয়তো ভাবছেন থানায় জিডি করতে কি কি লাগে।আপনার যদি চেক বই হারিয়ে যায় তাহলে জিডি করতে যে তথ্যগুলো লাগবে। তার সকল তথ্য নিচে পয়েন্ট আকারে দেওয়া হল।

জিডির একটি নমুনা কপি:

তারিখঃ ………………

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ঢাকা।

বিষয় : সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।

জনাব,

আমি নিম্ন স্বাক্ষরকারী নাম: …………………………………
বয়স : ………………………………………………………
পিতা/স্বামী : ………………………………………………..
ঠিকানা : …………………………………………………….

এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ ……………. সময় …………….জায়গা থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : (যা যা হারিয়েছে)

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

বিনীত

নাম:

ঠিকানা:

মোবাইল নম্বর:

মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম

 

mobile online gd

মোবাইল হারানোর জিডি যদি পেতে চান। তাহলে আপনি দুইভাবে জিডি এর জন্য আবেদন করতে পারবেন।এখানে আমরা সহজ নিয়ম দিয়েছি যার মাধ্যমে মোবাইল হারিয়ে গেলে। যে পদ্ধতিতে জিডি করলে আপনার মোবাইল ফিরে পেতে সহজ হবে। সেই তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে।

  • থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে লিখতে হবে এবং থানার নাম ও ঠিকানা লিখতে হবে।
  • বিষয় : ‘জিডি করার জন্য আবেদন’- এভাবে লিখতে হবে।
  • জিডি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করতে হবে।
  • সর্বশেষ জিডিকারীর নাম, স্বাক্ষর, পিতার নাম, পূর্ণ ঠিকানা ও তারিখ লিখতে হবে।

আপনার মোবাইলের IMEI নাম্বার জানা থাকতে হবে।

জিডি করার উপকারিতা

মানুষ প্রথম জীবনের বিভিন্ন কারণে জিডি করতে হয়। যার জন্য অনেকে জানতে চাই থানায় জিডি করলে কি হয়। এখানে আমরা জিডি করার উপকারিতা গুলো দিয়ে দিলাম। এবং ওপরের অংশে কেস ডায়েরি লেখার নিয়ম দেওয়া হয়েছে।

  1. যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
  2. নাগরিক সেবা নিশ্চিত হয়
  3. নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা
  4. কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
  5. কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
  6. কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়

সার্টিফিকেট হারিয়ে গেলে জিডি করার নিয়ম

certificate online GD

আমাদের অনেক সময় সার্টিফিকেট হারিয়ে যায়। সেক্ষেত্রে বোর্ড থেকে সার্টিফিকেট তুলতে হলে আমাদের অবশ্যই থানায় জিডি করতে হবে। তাই আমরা অনেকেই জানিনা সার্টিফিকেট হারিয়ে গেলে জিডি করার নিয়ম। এখানে আমরা কয়েকটি পয়েন্ট দিয়ে জিডি করার সহজ নিয়ম বর্ণনা করেছি।

পোস্টে নিয়ম দেওয়া হয়েছে একই ভাবে জিডি করার আবেদন করতে হবে। 

জিডি প্রত্যাহার করার নিয়ম

জিডি করার পর যদি প্রত্যাহার করতে চায়। তাহলে অবশ্যই তাকে কিছু নিয়ম মেনে মামলা প্রত্যাহার করতে হবে। জিডি করার পর যদি বাদী তার প্রতিপক্ষের সঙ্গে আপস করে ফেলেন।সে ক্ষেত্রে মামলা প্রত্যাহারের সুযোগ রয়েছে।ফৌজদারি কিছু গুরুত্বপূর্ণ অপরাধ ছাড়া আদালত অধিকাংশ সময়ই ফৌজদারি ও দেওয়ানী মামলা প্রত্যাহারে সহায়তা দিয়ে থাকে। তাই আপুর যোগ্য মামলাগুলোতে সহজেই মামলা প্রত্যাহার করা যায়।

পাসপোর্ট হারানোর জিডি করার নিয়ম

 

passport online GD

আপনার যদি বিদেশ যাওয়ার পাসপোর্ট হারিয়ে যায়। তাহলে পাসপোর্ট এর কিছু তথ্য সহ আপনার নিকটস্থ থানায় চলে যাবেন। তারা আপনাকে বলে দিবে কিভাবে পাসপোর্ট হারানোর জিডি করতে হয়।

আমাদের পোস্টে সাধারণ ডায়েরি করার একটি নিয়োগ দেয়া হয়েছে।আপনি চাইলে সেই ফরম পূরণ করে পাসপোর্ট হারানোর জিডি করতে পারেন।

জিডি ফরম pdf

জিডি ফরমেট pdf download করুন এখান থেকে।

PDF Link

সর্বশেষ কথা

আমরা আজকে আমাদের এই পোস্টে অনলাইনে জিডি করার নিয়ম এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন জিনিস হারিয়ে গেলে কিভাবে জিডি করতে হবে। সেই সকল তথ্য তুলে ধরেছি।আশা করছি আপনি এখান থেকে বুঝতে পেরেছেন। কিভাবে অনলাইনে জিডি করতে হয় এবং থানায় গিয়ে কিভাবে জিডি করতে হয়।পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারা জানতে পারে কিভাবে অনলাইনে বিনা খরচে আবেদন করা যায়।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top