• মানুষ হয়ে জন্মিলেই
    কয়না মানুষ তারে,
    ‘মান’ আর ‘হুশ’ যদি
    থাকে না অন্তরে।
  • মানুষ রূপী অমানুষ
    ঘুরে বেড়ায় কত,
    এমন মানুষ দুনিয়াতে
    আছে শত শত।
  • বিবেকের ঘরে তালা দিয়ে
    রয়েছে ঘুমিয়ে,
    মানবিকতা ইচ্ছা করেই
    তারা দিয়েছে হারিয়ে।
  • তাদের জন্যই দুনিয়াটা
    ধ্বংসের মুখে প্রায়
    তাদের মধ্যে ক’জন
    সেই খবর নেয়।
  • দুনিয়াকে বাঁচিয়ে রাখতে
    করতে হবে আগে,
    অমানুষের সকল দল
    উঠুক সবাই জেগে।
  • জাগ্রত বিবেক চাই
    মানসিকতায় মন ভরা,
    তবেই রক্ষা পাবে
    সুন্দর এই ধরা।

অমানুষ

– নীরেন্দ্রনাথ চক্রবর্তী

শিম্পাঞ্জি, তোমাকে আজ বড় বেশি বিমর্ষ দেখলুম
চিড়িয়াখানায়। তুমি ঝিলের কিনারে।
দারুণ দুঃখিতভাবে বসে ছিলে। তুমি
একবারও উঠলে না এসে লোহার দোলনায়;
চাঁপাকলা, বাদাম, কাবলি-ছোলা–সবকিছু
উপেক্ষিত ছড়ানো রইল। তুমি ফিরেও দেখলে না।
দুঃখী মানুষের মতো হাঁটুর ভিতরে মাথা গুঁজে
ঝিলের কিনারে শুধু বসে রইলে একা।

শিম্পাঞ্জি, তোমাকে কেন এত বেশি বিমর্ষ দেখলুম?
কী দুঃখ তোমার? তুমি মানুষের মতো
হতে গিয়ে লক্ষ-লক্ষ বছরের সিঁড়ি
ভেঙে এসেছিলে, তুমি মাত্রই কয়েকটা সিঁড়ি টপকাবার ভুলে
মানুষ হওনি। এই দুঃখে তুমি ঝিলের কিনারে
বসে ছিলে নাকি?

শিম্পাঞ্জি, তোমাকে আজ বড় বেশি দুঃখিত দেখলুম।
প্রায় হয়েছিলে, তবু সম্পূর্ণ মানুষ
হওনি, হয়তো সেই দুঃখে তুমি আজ
দোলনায় উঠলে না; তুমি ছেলেবুড়ো দর্শক মজিয়ে
অর্ধমানবের মতো নানাবিধ কায়দা দেখালে না।
হয়তো দেখনি তুমি, কিংবা দেখেছিলে,
দর্শকেরা পুরোপুরি বাঁদুরে কায়দায়
তোমাকে টিট্‌কিরি দিয়ে বাঘের খাঁচার দিকে চলে গেল।

শেষ কথা

আমি চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে অমানুষ নিয়ে উক্তি বাণী ফেসবুকে স্ট্যাটাস ও কবিতা পেতে সাহায্য করতে। আজকের পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন অমানুষ নিয়ে উক্তি বাণী ও ফেসবুক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরও দেখুনঃ