হয়তো আপনি ওমানের ভিসার জন্য আবেদন করেছেন। এজেন্সি বা দালালের মাধ্যমে, কিংবা অন্য কোনো উপায়ে। এক্ষেত্রে সংশয় কাজ করে যাদের মাধ্যমে ভিসা তৈরি করেছি আদৌও এই ভিসা সঠিক কিনা বা আসল কিনা। এছাড়াও ভিসা বুকিং হয়েছে কিনা, পেমেন্ট করা হয়েছে কিনা, ভিসার কতদিন মেয়াদ রয়েছে ও অন্যান্য তথ্য জানা জরুরী।
কেননা অনেক এজেন্সি আছে বা দালাল আছে গ্রাহকদের সাথে প্রতারণা করে। আপনি যদি ওমান যাবার প্রস্তুতি নিয়ে থাকেন। এক্ষেত্রে সতর্কতা অবলম্বনে আপনার হাতে থাকা ভিসাটি চেক করে নিন। ভিসা চেক করার জন্য প্রয়োজন পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার।
তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার প্রেরণ করার মাধ্যমে। দেখে নিতে পারবেন ভিসার যাবতীয় তথ্য। ওমানের ভিসা চেক করার জন্য এই পোস্টে থাকা পদ্ধতি গুলো অবলম্বন করে দেখে নিন। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
Contents
ওমান ভিসা চেক
অনেকেই বিভিন্ন প্রয়োজনে ওমান যেতে আগ্রহী। হতে পারে তা কর্মসংস্থানের উদ্দেশ্যে, ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে, বা ট্যুর এর উদ্দেশ্যে। যেহেতু কাজের উপর নির্ভর করে ভিসা তৈরি করা হয়। এক্ষেত্রে যদি টুরিস্ট ভিসা বা অন্য কোন ভিসা তৈরি জন্য আবেদন করেন। ভিসা চেকিং এর মাধ্যমে আপনার ভিসার তথ্য জানতে পারবেন। আপনি কোন ভিসা হাতে পেয়েছেন কর্মসংস্থানের ভিসা না টুরিস্ট ভিসা।
ওমান ভিসা চেক ফ্রম বাংলাদেশ
আপনি যদি ভিসা চেকিং সংস্থার কাছ থেকে ভিসা চেক করে নেন। এক্ষেত্রে তাকে কিছু টাকা দিতে হবে, এবং সময় দিতে হবে। এ সকল ঝামেলা অতিক্রম করে। আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই ভিসা চেক করে নিতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর যে ফর্মটি আসবে। এই ফর্মে প্রেরণ করতে হবে পাসপোর্টের নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। সঠিক তথ্য প্রেরণ করার মাধ্যমে, আপনি দেখে নিতে পারবেন আপনার ভিসার যাবতীয় তথ্য।
Oman Visa Check From Bangladesh
ভিসা চেক করার জন্য যা প্রয়োজন পাসপোর্ট নাম্বার এবং ভিসার এপ্লিকেশন নাম্বার। আপনি যদি ভিসা হাতে না পেয়ে থাকেন। এক্ষেত্রে যার মাধ্যমে ভিসা তৈরি করাচ্ছেন। তার কাছে জানার চেষ্টা করুন ভিসার কার্যক্রম শুরু হয়েছে কিনা। যদি বলে হ্যাঁ” এক্ষেত্রে তার কাছ থেকে সংগ্রহ করে নিন ভিসার এপ্লিকেশন নাম্বারটি। এই পোস্টের লিংকে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করুন।
ওমান ভিসা চেক অনলাইন
ওমান ভিসা চেক করার জন্য যে কাজটি করতে হবে। একটি ব্রাউজার সিলেক্ট করুন হতে পারে তা ক্রোম ব্রাউজার এবং সার্চ বক্সে লিখুন oman visa check এবং অনুসন্ধান করুন। এ সকল ঝামেলা অতিক্রম করতে আমাদের ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক
প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেজ চালু হবে। উক্ত ফর্মটি পূরণ করতে হবে।
দ্বিতীয় ধাপ: উক্ত ফার্মটি লক্ষ্য করুন, visa application number, travel document number, documents nationality, text verification অপশন রয়েছে।
তৃতীয় ধাপ: visa application number ( এখানে ভিসা এর নাম্বার বসান)
- Travel documents number (পাসপোর্ট নাম্বার বসান)
- Select documents nationality (যে দেশ থেকে ভিসা তৈরি করা হয়েছে সেই দেশ সিলেক্ট করতে হবে। যদি বাংলাদেশী হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করুন)
- Text verification (উল্লেখিত সংখ্যাটি বসান)
চতুর্থ ধাপ: উক্ত ফর্মটি পূরণ করার পর search বাটন ক্লিক করুন।
ওমানের ভিসা চেক করার নিয়ম
তথ্যটি যদি সঠিক হয় তাহলে স্ট্যাটাস এ approved আসবে। এর পাশে payment request অপশন রয়েছে। এটি হলো pdf file এখানে ক্লিক করুন। এই ফাইলটি থেকে আপনি ভিসার তথ্য দেখে নিতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য payment reference number, amount paid, date paid, visa type, application number সহ আরো বেশ কিছু তথ্য। এখন আপনার ভিসা হাতে নিন এবং ভিসা সাথে এই পেইজের যাবতীয় তথ্য মিলে যাচ্ছে কিনা তা দেখুন। যেসব বিষয়ে ভিসাতে উল্লেখ নেই তাও দেখে নিতে পারবেন।
আশা করা যায় এই পোস্টের পদ্ধতি অবলম্বন করে আপনি ভিসাটি চেক করে নিতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে চাইলে দেখে নিতে পারেন। হয়তো আপনাদের উপকারে আসতে পারে।
আরও দেখুনঃ
নতুন নিয়মে বাহরাইন এর ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
নতুন নিয়মে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম | নিজের আইপিএ চেক করুন