মন ভালো করার স্ট্যাটাস, ক্যাপশন ও এসএমএস

মন ভালো করার স্ট্যাটাস, ক্যাপশন ও মেসেজ

আজকে আমরা কথা বলবো মন ভালো করার উক্তি বাণী ক্যাপশন ও কবিতা নিয়ে। অনেকেই আছেন যারা মন ভালো করার উক্তি বাণী ক্যাপশন ও কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকের পোস্টে মন ভালো করার সেরা কিছু উক্তি বাণী ক্যাপশন ও কবিতা দেওয়া হয়েছে। সবার আগে মন ভালো করার উক্তি বাণী ক্যাপশন ও কবিতা সংগ্রহ করার জন্য আজকের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।

মন ভালো করার স্ট্যাটাস

অনেকেই ফেসবুক এ স্ট্যাটাস দিতে ভালবাসে। আপনারা যারা মন ভালো করার ফেসবুক স্ট্যাটাস ইন্টারনেটে খুঁজছেন। আজকের পোষ্টটি তাদের জন্য। আমরা আজকের পোস্টে মন ভালো করার ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছি। তাই আপনারা নিচ থেকে সংগ্রহ করে নিন মন ভালো করার ফেসবুক স্ট্যাটাস –

  • “একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়”
    — দানিয়েল
  • “মন হলো সবচাইতে বড় তর্ক শাস্ত্রবিদ”
    — ফিলিপস
  • “একটি মহৎ অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো”
    — বুলার লিটন
  • “দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়”
    — রুশো
  • “মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়”
    — প্রবাদ
  • “মনের উপর কারো হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা”
    — ম্যাকডোনাল্ড
  • “আমি তোমার চোখ দারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা”
    — জন স্টিল
  • “মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে”
    — রবীন্দ্রনাথ ঠাকুর
  • “যে মন কর্তব্যরত নয় সে মন অনুপভোগ্য”
    — বেভো

মেয়েদের মন ভালো করার মেসেজ

আপনারা যারা মন ভালো করার ছন্দ এখনও খুজে পাননি। আপনারা এখান থেকে খুব সহজেই মন ভালো করার ছন্দ খুজে পাবেন। আমরা আজকের পোস্টে মন ভালো করার সেরা ছন্দ উল্লেখ করেছি। তাই এখান থেকে খুজে নিন মন ভালো করার ছন্দ –

নোয়াখালী টু ঢাকা –
বন্ধু আমি একা..
খুলনা টু রাজশাহী –
তোমায় আমি ভালবাসি!
বরিশাল টু সিলেট –
করোনা আমায় ডিলেট!
ওমান টু দুবাই –
কেমন আছেন সবাই??????

লাভ ইজ ফান
কেউ করবে লাভ ,
কেউ করবে পাপ ,
কেউ খাবে ছেকা,
কেউ হবে একা ,
কেউ করবে গান ,
কেউ দিবে জান,
আর কেউ করবে অভিমান!
সো লাভ ইজ ফান

মন ভালো করার স্ট্যাটাস

ভালবাসার ছন্দ
দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে,
তাতে কি যায় আসে।
খুঁজে দেখো আশে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে…

ভালবাসার ছন্দ
আমার শোকে ছড়িয়ে দিও ,

বন্ধুত্ব
বন্ধুত্ব হলো,
হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন।
যখন হাতে কোনো আঘাত লাগে,
তখন চোখের অশ্রু ঝরে।
আবার, যখন চোখের অশ্রু ঝরে,
তখন হাত টা মুছে দেয়…..

বন্ধু
রাতের আকাশে তাকালে
দেখি লক্ষ্য তারার মেলা,
তাদের যত খেলা..
বাড়ালেই হাত,
ওই আকাশের চাঁদ…..!

আমি এখন বড্ড একা
মন বলে কিছু কথা,
হৃদয়ে আছে গাঁথা,
মনের মাঝে লুকিয়ে আছে
না বলা অনেক ব্যাথা।
যদি সময় থাকে শুনে নিও
আমার কিছু কথা..
আমি এখন বড্ড একা…

সুখী
সবুজ বনের ছোট্ট পাখি,
অবুঝ তার মন.
কেউ জানেনা জগৎ জুড়ে
কে তার আপনজন।
আপন মনে ঘুরে বেড়ায়
নীল্ আকাশের বুকে।
তাইতো নিজে দুখী হয়েও,
সুখী সবার চোখে…

খুঁজে পাবে
আজকের এই দিন গুলো
কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় কোনো পাতায়
লেখা হয়ে রবে,
কালকে এই পাতা গুলো
একটু উল্টে দেখো,
আবছা সব সৃতির মাঝে
আমায় খুঁজে পাবে….

বন্ধু
হারিয়ে গেছে অনেক কিছু –
সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশা পাশি
আঁকড়ে ধরা হাত।
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কতোজন

মন ভালো করার ক্যাপশন

মন ভালো করার ক্যাপশন। যারা মন ভালো করার ক্যাপশন পেতে চান বা ফেসবুক এ হৃদয় নিয়ে ক্যাপশন দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা মন ভালো করার ক্যাপশন দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন মন ভালো করার ক্যাপশন –

  • “সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়”
    — রবার্ট ব্রাউনিং
  • “আমার মনে আমার ধর্মশালা”
    — টমাস পেইন

মন ভালো করার ক্যাপশন

  • “অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে”
    — বেকন
  • “আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলেনা”
    — ডব্লিউ বি ইয়েমে
  • “মন যদি চোখকে শাসন করে, তবে কখনো চোখ ভুল করবে না”
    — পাবলিয়াস
  • “মনের দিক থেকে যে দুর্বল কর্মক্ষেত্রেও সে দুর্বল”
    — জন রে
  • “সন্দেহপ্রবণ মন এক বৃহৎ বোঝাস্বরুপ”
    — ফ্রান্সিস ফুয়ারেলস
  • “দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই”
    — স্যার উইলিয়াম হ্যামিলন
  • “যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না”
    — ফিলিপ মেসেঞ্জার

প্রিয় মানুষের মন ভালো করার মেসেজ

মন ভালো করার এসএমএস। যারা মন ভালো করার এসএমএস পেতে চান বা ফেসবুক এ মন ভালো করার এসএমএস দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা মন ভালো করার এসএমএস দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন মন ভালো করার এসএমএস –

আকাশ হলে চাঁদটা দিতাম, মেঘ হলে বৃষ্টি নামাতাম,
পাখি হলে গান শুনাতাম, ফুল হলে সেীরভ ছড়াতাম,
আর আমি অমানুষ হলে ভালো না বেসে কষ্ট দিতাম

যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে

তুাম সবচেয়ে চমৎকার, সুন্দর, নিরাময়, ঝলকানি, সংবেদনশীল এবং অশ্চর্য। তুমিই আমার সব.
আমি তোমকে ছাড়া আমার জীবন সম্পর্কে কল্পনাও করতে পারি না।

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো। শুধু একবার বল,
ভালোবাসিস আমায়? প্লীজ বল পাগলী

আমার নামটি শুধু তোমার মনের খাতায় লিখে রাখ,
আমায় মনে পরবে তোমার কাছে দূরে যেখানেই থাক

একটি প্রহর যেন ১টি বছর, যখনই পাইনা প্রিয় তোমার খবর

ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে, তুমি রাঙ্গিয়ে নিও তোমার মন, অবুঝ এ মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে তুমি সাঁজিয়ে নিও তোমার জীবন

আমাদের সম্পর্ক টম এবং জেরির মতো। আমরা একে অপরকে জ্বালাতন করি, একে অপরকে তাড়া করি, একে অপরের সাথে রাগ করি , একে অপরকে বিরক্ত করি কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারি না।

জীবন এক বিরক্তিকর অধ্যায়। তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।

দিন যায় দিন আসে, সময়ের স্রােতে ভেসে,কেউ কাদে কেউ হাসে, তাতে কি যায় আসে,খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।

আমি তোমার প্রতি আমার ভালবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি তবে এটি কখও পর্যাপ্ত হবে না। শব্দ দিয়ে আমার ভালবাসা প্রকাশ করে শেষ হবে না

জীবনে অনেকবার প্রেমে পড়েছি। কিন্তু প্রতিবার, এটি তোমর সাথে ছিল! তোমাকে শুধু আমাকে ভালবাসতে আসক্ত করে ফেলেছি!

ছেলেদের মন ভালো করার মেসেজ

প্রেমিকার মন ভালো করার এসএমএস। যারা প্রেমিকার মন ভালো করার এসএমএস পেতে চান বা ফেসবুক এ প্রেমিকার মন ভালো করার এসএমএস দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা প্রেমিকার মন ভালো করার এসএমএস দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন প্রেমিকার মন ভালো করার এসএমএস –

আমরা একে অপরের সাথে যত বেশি সময় কাটাচ্ছি, ততই আমি তোমর প্রেমে পড়ছি।
আমি জীবনে যা চান তাই তুমি!

তোমার স্বপ্ন না দেখে একটা রাতও ভাবতেপারি না, তোমার কথা না ভেবে একটা দিনও ভাবতে পারি না।
তোমাকে ভালোবাসতে না পেরে এক মুহুর্তেরও চিন্তা করতে পারি না!

আমি নিখুঁত প্রেমিক নাও হতে পারি। তবে তোমার প্রতি আমার ভালবাসা সবার কাছে সত্য।
আমার হৃদয়ের প্রতিটি বিট প্রমাণ করে এটি সত্য!

তুমি আমার জীবনের প্রতিটি সুন্দর সকালের কারণ হবে।
যেদিন সকালে জেগে উঠে দেখব তুমি ঠিক আমার পাশে!

লক্ষ তারা রাতের আকাশ জ্বলতে পারে। তবে একটি একক হাসি কারও পুরো মহাবিশ্বকে আলোকিত করতে পারে। সেটা হলো তোমার হাসি!

আমি হয়তোবা সত্যটা তোমাকে বলতে পারব না। সত্য কথাটি হলো, তুমি শুধু আমার প্রিয় একজন নন। আপনি আমার একমাত্র, আমার প্রথম এবং আমার শেষ ভালোবাসা!

এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না। আমার হৃদয়ে তোমর স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না!

আমাদের ভালবাসা গোলাপের মতো, বসন্তে ফুল ফোটে। সময় বাড়ার সাথে সাথে এটি বাড়তে থাকে। এটি সূর্যের মতো চিরন্তন। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি তোমাকে অনেক ভালোবাসি.

মন ভালো করার মেসেজ

প্রেমিকের মন ভালো করার এসএমএস। যারা প্রেমিকের মন ভালো করার এসএমএস পেতে চান বা ফেসবুক এ প্রেমিকের মন ভালো করার এসএমএস দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা প্রেমিকের মন ভালো করার এসএমএস দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন প্রেমিকের মন ভালো করার এসএমএস –

তোমার জন্য আমার হৃদয় কখনই ভাঙবে না। তোমার জন্য আমার হাসি কখনই ম্লান হবে না। তোমার প্রতি আমার ভালবাসা কখনই শেষ হবে না।
আমি তোমায় ভালোবাসি!

জল নয়, বাতাস নয়, খাবার নয় … আমার যা দরকার তা হল আপনার আলিঙ্গন। মিস ইউ

তোমাকে ছাড়া আমার জীবন একটি সুন্দর ফুলদানির মতো, আর ফুলদনিটি অপেক্ষা করছে একটি ফলের জন্য।
তুমিই সেই ফুলটি.

মনে রাখব তোমাকে চিরদিন তুমি যেখানেই থাক যতদিন।
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘরে.
যদিও তুমি হয়ে গেছ আমার পর.
তবুও Miss করব তোমায় জীবনভর.

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই.

শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্য কয়েক হাজার বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়। হোক সে হাসির কারণ অন্য কেউ,
তবু তোমাকে ভালোবাসি

তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই

মন ভালো করার কবিতা

আপনারা অনেকেই কবিতা পড়তে খুব ভালবাসেন। আবার অনেকেই মন ভালো করার কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাই এখানে কবিতা প্রেমিদের জন্য জন প্রিয় কিছু মন ভালো করার কবিতা দেওয়া হয়েছে। আশা করি সবার খুব ভাল লাগবে ।

ভাতের অপেক্ষা

সকাল বেলা বিদায় ক্ষনে বউটি আমায় বলে,
আজকে তুমি একটু আগে বাসায় এসো চলে ।

জিজ্ঞেস করি ব্যাপারটা কি বায়না কেন এমন,
বউটি বলে আসো আগে তুমি যেন কেমন ?

অফিস শেষে ২টা বিশে ফিরে আসি বাসায়,
মিষ্টি বউয়ের বিশেষ চমক চোখে দেখার আশায় ।

নানান রকম তরকারীতে খাবার টেবিল ঠাসা,
নতুন বউয়ের কান্ড দেখে হারিয়ে ফেলি ভাষা ।

ভাল- ভাল খাবার দেখে করিনাকো লেট,
জলদি করে টেবিলে এসে টেনে নিলাম প্লেট ।

হঠাৎ দেখি বউটি আমার মাথায় দিয়ে হাত,
আস্তে বলে “একটু বসো রাধিনি যে ভাত ।

অপেক্ষাতে সময় কাটে মিনিট বিশেক হলো,
রাইস কুকারে রান্না ভাত বউটি নিয়ে এলো ।

খুশী মনে দুজন মিলে করি খাওয়া শেষ, ভাতের কথা পড়তে মনেই চলে হাসির রেশ ।

মন ভালো নেই
– মহাদেব সাহা

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বসনে
কতোকাল, আর কতোকাল!
আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস্
কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত
ডাকতে ডাকতে একশেষ;
কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না
এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি।
এ কী শান্তি তুমি আমাকে দিচ্ছো ঈশ্বর,
এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা!
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই
আমি ভালোবাসতে চাই, পাগলের মতো
ভালোবাসতে চাই-
এই কি আমার অপরাধ!
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক
মন ভালো নেই, মন ভালো নেই;
তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার
কথা ছিল-
আসা-যাওয়ার পথের ধারে
ফুল ফোটানো কথা ছিলো
সেসব কিছুই হলো না, কিছুই হলো না;
আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত
শুধু হাহাকার
শুধু শূন্যতা, শূন্যতা।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
দুই চোখ অন্ধ হয়ে গেলো,
সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না-
আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত-
মন ভালো নেই, মন ভালো নেই।

মন ভালো করার টিপস

মন ভালো করার টিপস। যারা মন ভালো করার টিপস পেতে চান। তাদের জন্য আমরা এখানে বাছাই করা মন ভালো করার টিপস দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন মন ভালো করার টিপস –

  • মন খারাপ মানেনা কোনো বয়স। মন খারাপ হলে কিছুই ভালো লাগেনা সব কিছু বিষাদময় মনে হয়। তাই সব মানুষই চায় সব সময় আনন্দে থাকতে। কিন্তু কেন জানি তা সব সময় করা হয়না।
  • তারপরেও একটু চেস্টা করে দেখতে দোষ কোথায়—
    মন ভালো করার কোনো ফর্মুলা নেই।বড় বড় মনোবিজ্ঞানিদের কাছেও মন ভালো করার কোনো নির্দিষ্ট উপায় নেই।

নিচের টিপস গুলো পরীক্ষা করে দেখতে পারেন–

১। হাসুন, যখন ইচ্ছা প্রাণ খুলে হাসুন। কারণ ১৫ মিনিটের হাসিই আপনাকে সুস্থ জীবন দান করবে।আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখুন বা হাসুন মাত্র ১ মিনিটেই আপনার মন ভালো হয়ে যাবে।

২। একটু হাটুন, মন খারাপ থাকলে ঘরে বসে না থেকে একটু হাটুন। আপনি আপনার কোনো বন্ধুর বাসায়ও যেতে পারেন। যেখানেই যান একটু গল্প-গুজব করেন।

যেহেতু আমাদের দেশ প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি,সবুজের চাদরে মোড়ানো প্রকৃতি তো চারপাশে একটি তাকান। প্রকৃতির সাথে কিছু সময় কাটান, দেখবেন আপনার নিজেরই মন কতোটা ভালো হয়ে যায়।

৩। রঙিন পোশাক পরিধান করুন, প্রায় সময়ই আমাদের খুব বেশি মন খারাপ লাগে। কোনো কিছুই ভালো লাগেনা। তখন মলিন কাপড় না পড়ে সাধ্য থাকলে রঙিন কাপড় পড়ুন, নিজের অজান্তেই আপনার মন ভালো হয়ে যাবে। অন্যরকম এক ভালো লাগা কাজ করবে।

৪। সুন্দর কোনো সুবাস নিন, অনেক সময় সুন্দর কোনো ফুল বা অন্য কোনো সুবাস পেলে অনেকেরই মন অনেক ভালো হয়ে যায়। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। তো আশেপাশে ফুল বাগান থাকলে বিকালে একটু বাগানে হাটুন,ফুলের সুবাস নিন। আপনার মন ভালো হয়ে যেতে পারে।

শেষ কথা

আমি চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে মন ভাল করার টিপস ফেসবুকে স্ট্যাটাস কবিতা ও এসএমএস পেতে সাহায্য করতে। আজকের পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন মন ভাল করারটিপস ফেসবুকে স্ট্যাটাস কবিতা ও এসএমএস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরও দেখুনঃ 

ফেসবুক ফটো ক্যাপশন বাংলা [ Facebook photo caption Bangla ]

১০০০+ ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top