madaripur district post code

মাদারীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

আজকে আমরা শেয়ার করবো মাদারীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড। অনেকেই ইন্টারনেটে অনুসন্ধান করেন। মাদারীপুর জেলার বিভিন্ন পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চেয়ে। আজকে আমরা মাদারীপুর জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড তুলে ধরবো। যাতে আপনি খুব সহজেই সকল পোস্ট অফিসের পোস্ট কোড। এবং বিভিন্ন জায়গার এরিয়া কোড জানতে পারেন। আপনি যদি মাদারীপুর জেলার পোস্ট কোড জানতে চান। তাহলে অবশ্যই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন।

মাদারীপুর জেলার পোস্ট অফিস

মাদারীপুর জেলার ভিতরে আপনি অনেক পোস্ট অফিস খুঁজে পাবেন। আপনি হয়তো কোন একটি পোস্ট অফিসে। আপনার প্রয়োজনীয় তথ্যটি প্রেরণ করতে চাচ্ছেন। কিন্তু পোস্ট কোড খুঁজে পাচ্ছেন না। আমরা আপনাদের জন্য মাদারীপুর জেলা পোস্ট অফিসের সকল তথ্য তুলে ধরবো। আপনি পোস্ট অফিসে কিছু পাঠাতে চাইলে।আপনাকে অবশ্যই সকাল 9 টা থেকে বিকেল পাঁচটার মধ্যে উপস্থিত থাকতে হবে।

গাজীপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

মানিকগঞ্জ জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

মাদারীপুর জেলা পোস্ট কোড

এখানে আমরা মাদারীপুর জেলার সকল পোস্ট অফিস এবং সাব পোস্ট অফিসের পোস্ট কোড উল্লেখ করেছি।নিচে থেকে আপনার প্রয়োজনীয় পোস্ট অফিসের পোস্ট কোড টি জেনে নিন।

জেলা                 থানা                 উপকার্যালয়               পোস্ট কোড (ডাক সংকেত)

  • মাদারীপুর       বারহামগঞ্জ            বাহাদুরপুর                             ৭৯৩২
  • মাদারীপুর       বারহামগঞ্জ            বারহামগঞ্জ                            ৭৯৩০
  • মাদারীপুর       বারহামগঞ্জ         নিলাকসমিবান্দার                      ৭৯৩১
  • মাদারীপুর       বারহামগঞ্জ              উমেদপুর                             ৭৯৩৩
  • মাদারীপুর         কালকিনি                 কালকিনি                           ৭৯২০
  • মাদারীপুর         কালকিনি             সাহাবরামপুর                          ৭৯২১
  • মাদারীপুর      মাদারীপুর সদর             চরমুগরিয়া                        ৭৯০১
  • মাদারীপুর      মাদারীপুর সদর              হবিগঞ্জ                            ৭৯০৩
  • মাদারীপুর      মাদারীপুর সদর               কুলপাদ্দি                         ৭৯০২
  • মাদারীপুর       মাদারীপুর সদর          মাদারীপুর সদর                   ৭৯০০
  • মাদারীপুর       মাদারীপুর সদর              মুস্তফাপুর                       ৭৯০৪
  • মাদারীপুর            রাজৈর                         খালিয়া                          ৭৯১১
  • মাদারীপুর            রাজৈর                          রাজৈর                        ৭৯১০

মাদারীপুর জেলা এরিয়া কোড

বাংলাদেশের বিভিন্ন জায়গার এরিয়া কোড রয়েছে। অনেকেই মাদারীপুর জেলা এরিয়া কোড লিখে ইন্টারনেটে অনুসন্ধান করে। যার জন্য আমরা মাদারীপুর জেলার সকল জায়গায় এরিয়া কোড এখানে উল্লেখ করেছি। আশা করছি আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি এখান থেকে খুজে পাবেন।

বিভাগ জেলা অধীন পোষ্ট অফিসের নাম পোষ্ট কোড
ঢাকা মাদারীপুর বরহামগঞ্জ বরহামগঞ্জ 7930
ঢাকা মাদারীপুর বরহামগঞ্জ বন্দরখোলা 7931
ঢাকা মাদারীপুর বরহামগঞ্জ বাহাদুরপুর 7932
ঢাকা মাদারীপুর বরহামগঞ্জ উমেদপুর 7933
ঢাকা মাদারীপুর কালকিনি কালকিনি 7920
ঢাকা মাদারীপুর কালকিনি সাহেবরামপুর 7921

আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদের প্রয়োজনই তথ্যটি দেওয়ার।আপনার যদি পোস্ট কোড সম্পর্কে বা পোস্ট অফিস সম্পর্কে কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দিব। এবং পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top