প্রিয় পাঠক, জীবন সাথী সম্পর্কে আমরা সবাই কম বেশী অবগত আছি । আমাদের সমাজের নিয়ম অনুযায়ী কাউকে বিয়ে করার মাধ্যমে আমরা আমাদের জীবন সঙ্গী করে থাকি । আসলে এটাই সঠিক এবং বাস্তব নিয়ম । কারন বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন । আর এর মাধ্যমেই আমরা আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারি । তাই আজকের পোস্টে আমরা জীবনসঙ্গী নিয়ে কবিতা তুলে ধরেছি। আশা করি জীবনসঙ্গী নিয়ে কবিতা গুলো আপনাদের পছন্দ হবে। তাই আজকের পোষ্টটি শুরু থেকে মনোযোগ সহকারে কবিতা গুলো পড়ুন।
জীবন সঙ্গী নিয়ে কবিতা
জীবনসঙ্গী সব সময় সে হওয়া জরুরি নয় যে তোমাকে ফুল এনে দেয়। বরং জীবনসঙ্গী হলো সে যে তোমাকে ফুল থেকে বাচিয়ে রাখে কেননা ফুলে তোমার এলার্জি হয়। এখানে আমরা জন প্রিয় কিছু জীবনসঙ্গী নিয়ে কবিতা দিয়েছি। তাই নিচ থেকে জীবনসঙ্গী নিয়ে কবিতা গুলো পড়ে নিন সবার আগে।
জীবনসঙ্গী
– রনি বিশ্বাস
সারা জীবন ভালবাসার মতো
যথেষ্ট একজনই জীবনসঙ্গী
না থাকুক গাড়ী
না থাকুক বাড়ী
ভালোবাসা হবে সব থেকে দামী ।আসুক ঝড়, আসুক বন্যা
কখনো সুখ, কখনো কান্না
হাতে হাত রেখে
নয়নে নয়ন রেখে
পাড়ি দেব সব বাধা ।হয়তো দুমুঠো ভাত
পরনে মোটা শাড়ী
দুঃখ রবে চীর সাথী
ভালবাসা বুকে জড়ানো
এক জীবনের অর্ধাঙ্গিনী ।তুমি কি চাইছ মনে
টাকা না ভালবাসা?
টাকা হইতো অভাব মেটাতে পারে
সম্মান বয়ে আনতে পারে
ভালবাসা হয়তো ওসব দেবে না তোমায়
করবে তোমায় ভালবাসার রানী
তুমি এক জনমের জীবনসঙ্গী ।
জীবনসঙ্গী নিয়ে কবিতা
জীবনসঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রী তো আমরা সবাই পাই কিন্ত আমি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধু চাই।
এমন একজন বন্ধু যার কাছে আমার লুকোনোর কিছু থাকবেনা।
যার কাছে আমি আমার জীবনের প্রতিটি হেরে যাওয়ার গল্প নিঃসংকোচে বলতে পারবো।
যার কাছে একটা বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়ে কান্না করা যাবে।
আমি তার কাছে ভালোবাসা চাই না আমি চাই বিশ্বস্ততা।
এমন বিশ্বস্ততা যেখানে ঠকে যাওয়ার ভয় কাজ করবেনা।
যে আমাকে ভরসা দিবে।
আমাকে অনুধাবন করাবে যে সব বন্ধু বন্ধুত্বে ঠকায় না।আমি এমন একজনকে চাই যে আমার প্রেমে না পড়ে আমার মায়ায় পড়বে।
যে আমার ভেঙে যাওয়া স্বপ্ন গুলো জুড়ে দিবে।
ভীতগ্রস্ত এই আমিকে অভয় দিয়ে যে হাত ধরে আবারও ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবে।এমন একজন বন্ধু চাই যাকে প্রতিটি মন খারাপের কথা নির্দ্বিধায় বলা যাবে।
প্রচন্ড মন খারাপে যার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকা যাবে।
মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙালে যে বির*ক্ত হয়ে অসহ্য বলবেনা।আমি এমন একজন বন্ধু চাই যাকে খুব কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদা যাবে।
আমি চাই না সে আমার কান্না দেখে আমার মন ভালো করার জন্য ব্যাকুল হয়ে উঠুক।
আমি চাই আমার কান্নার মুহুর্তে সে শুধু তার বুকে আমাকে আগলে রাখুক।
ঠিক যেমন এক মা তার শিশুবাচ্চাকে আগলে রাখে তেমন ভাবে।আমি এমন একজন বন্ধু চাই যে আমার ভালো খারাপ সকল সময়ে পাশে থাকবে।
আমার সকল সৃষ্টিশীল কাজে যে আমার অনুপ্রেরণা হবে।
যে আমার কাছে একটি খোলা বইয়ের মতো হবে যার শুরু থেকে শেষ সবগুলো পৃষ্টাই আমার জানা থাকবে।
আমি প্রেমিকা বা স্ত্রী হওয়ার আগে তার খুব কাছের একজন বন্ধু হতে চাই।আমি এমন সম্পর্ক চাই যে সম্পর্কে ইগো নামক দেয়াল থাকবেনা।
সম্পর্কে ঝড় ঝাপটা যাই আসুক না কেন,
দিনশেষে আমার ক্লান্তি দূরের একমাত্র আশ্রয়স্থল হবে
এমন একজন মানুষ চাই।
এর চেয়ে বেশি কিছুই চাওয়ার নেই আমার।
জীবন নিয়ে কবিতা
আপানারা যদি জীবনসঙ্গী নিয়ে সেরা কবিতা কবিতা পেতে ইন্টারনেট এ অনুসন্ধান করে থাকেন। তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকের পোস্টে আমরা আপনাদের জন্য জীবনসঙ্গী নিয়ে সেরা কবিতা তুলে ধরেছি। আপনি চাইলে এখান থেকে জীবনসঙ্গী নিয়ে সেরা কবিতা গুলো আপনার ফেসবুক ওয়াল এ শেয়ার করতে পারবেন।
জীবন ভিত্তিক কবিতা
চলতে চলতে হঠাৎ হারিয়ে যাই যদি
খুঁজে কি নেবে সেদিন নিরঞ্জনা ;
ক্লান্ত আমার চোখের বন্ধ ইশারায় লিখবে কি প্রেম
ভালোবাসার গল্পগুলি আগের মতোই –
পাবো কি ফিরে আবার ; এই পথে কোনদিন
নিরঞ্জনা প্রতিদিনবদলের শুরুটা হঠাৎ ; দেখা হয়ে গেলো সিনেমায়
পাশাপাশি তুমি আর আমি
কোনের ঠিকানায়
বাড়িয়ে দিই হাত , জড়িয়ে ধরি বুকে
বালি রাশি তবু উড়ে যায় – ফেলে যাওয়া পুরাতন ; ব্যাস !!
তুমি ; আমি আর নিরঞ্জনা : প্রথম পরিচয়
তারপর পরপর রোজরোজ নেশাতুর চাওয়া পাওয়া
এক পাতা ভরে লিখবে সাগরের জলে চোখে চোখে
কিভাবে বেঁচে আছে বুক ; নিরঞ্জনার অপেক্ষায়
শেষ কথা
আশা করি এখান থেকে আপনি জীবনসঙ্গী নিয়ে কবিতা পেয়ে গেছেন। আজকের পোষ্টটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে সবাই জীবনসঙ্গী নিয়ে কবিতা গুলো পড়তে পারে। আরও নতুন নতুন কবিতা পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও দেখুন