আপনারা যারা কথার আঘাত নিয়ে উক্তি ও বাণী জানতে চান। তাদের জন্য আজকের এই পোস্টে কথার আঘাত নিয়ে উক্তি ও বাণী তুলে ধরেছি। কথার আঘাত অনেক বর আঘাত । কথার আঘাত মানুষ ভুলতে পারে না। তাই কাওকে কথার দারা আঘাত দেওয়া উচিৎ নয় । আজকের এই পোস্ট আমরা কথার আঘাত বিভিন্ন বিষয় নিয়ে উক্তি ও বাণী তুলে ধরেছি। তাই কথার আঘাত নিয়ে উক্তি ও বাণী পেতে আজকের পোস্ট খেয়াল করুন।
Contents
কথার আঘাত নিয়ে উক্তি
অনেকেই কথার আঘাত নিয়ে উক্তি ও বাণী নিজের ফেসবুক টাইম লাইনে পোষ্ট করতে চায়। তাদের জন্য আমরা আজকের পোস্টে বাছাইকৃত কিছু কথার আঘাত নিয়ে উক্তি । নিচ থেকে দেখে নিন কথার আঘাত নিয়ে উক্তি ও বাণী –
- তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর, কারণ তীরের আঘাত মুছে গেলে ও কথার আঘাত ভুলা যায় না,
- কবি ইয়াকুব হামদুনি বলেছেন, ‘তরবারির ক্ষতের (শারীরিক) আরোগ্য আছে, কিন্তু জিবের দ্বারা সৃষ্ট ক্ষতের (মানসিক) আরোগ্য নেই।’ (তাজুল উরুস, পৃষ্ঠা ৩৭৩)
- “কারো হৃদয়ে কথার দারা আঘাত না করে প্রতিবাদ করুন।”
- কয়েকটা শব্দ একটা মানুষকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে পারে। আবার কয়েকটা শব্দই পারে একটা ভেঙ্গে পড়া মানুষকে জোড়া লাগাতে। আমি আশা করবো, আপনারা আপনাদের শব্দগুলো দ্বিতীয় কাজটাতেই ব্যয় করবেন। কারণ, না-বলা কথা আপনাকে যতোটা কষ্ট দেবে, তার চেয়ে বেশী কষ্ট দেবে সেই কথাগুলো, যা বলে আপনি কারো মনে দুঃখ দিয়েছেন।
- “যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ, সে-ই প্রকৃত মুসলিম”
- কিছু কিছু মানুষের কথার আঘাত গুলো এতো ভারি হয় যে না চাইতেও চোখের জল চলে আসে
আঘাত নিয়ে উক্তি
যারা কথার আঘাত নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেতে ইন্টারনেটে অনুসন্ধান করছেন। আজকের পোষ্টটি তাদের জন্য। আজকের পোস্টে আমরা তুলে ধরেছি কথার আঘাত নিয়ে ফেসবুক স্ট্যাটাস। এখান থেকে আপনারা কথার আঘাত নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন।
- ‘তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না’
- ” কিছু কিছু মানুষের কথার আঘাত এতো ভারি হয় যে। না চাইতেও চোখে জল এসে যায়।”
- ” একজন আহত বেক্তি জত সহজে তার ক্ষতোর কথা ভুলে যায়। একজন অপমানিত বেক্তি ততো সহজে ভলে না”
- “কিছু কিছু কথার আঘাত, সজোরে করে হৃদয়ে করে করাঘাত।”
- ” মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে, মানুষের কথার আঘাত অনেক ধারাল”
- ” কথার দারা কার মনে আঘাত দিয়ো না”
- “রসিকতার নামে, কাওকে কথার দারা আঘাত দেওয়া অনুচিত।”
কথার আঘাত নিয়ে ইসলামিক উক্তি
অনেকেই কথার আঘাত নিয়ে হাদিস পড়তে এবং নিজের ফেসবুক টাইম লাইনে দিতে ভালবাসেন। তাদের কথা চিন্তা করে আমরা আজকের পোস্টে কথার আঘাত নিয়ে হাদিস তুলে ধরেছি। আসা করি আপনাদের ভাল লাগবে।তাই নিচ থেকে দেখে নিন কথার আঘাত নিয়ে হাদিস –
মুখে আঘাত না করা সম্পর্কিত সহিহ হাদিস –
আবূ হুরাইরাহ্ (রাঃ) বর্ণনা করেছেন – রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “তোমাদের মধ্যে কোন ভাই যদি তার অন্য ভাইকে আঘাত করে, সে যেন তার মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকে”.
Abu Huraira reported Allah’s Messenger (ﷺ) as saying: – “When any one of you fights with his brother, he should avoid the face”.
حدثنا محمد بن المثنى، حدثني عبد الصمد، حدثنا همام، حدثنا قتادة، عن يحيى، بن مالك المراغي – وهو أبو أيوب – عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم قال “ إذا قاتل أحدكم أخاه فليجتنب الوجه ” .
সহিহ মুসলিম, হাদিস নং ৬৫৫০
ই.ফা.৬৪১৮, ই.সে.৬৪৬৮
হাদিসের মান: সহিহ হাদিস
কথার আঘাত নিয়ে কবিতা
অনেকেই কথার আঘাত নিয়ে কবিতা পড়তে এবং নিজের ফেসবুক টাইম লাইনে দিতে ভালবাসেন। তাদের কথা চিন্তা করে আমরা আজকের পোস্টে কথার আঘাত নিয়ে হাদিসতুলে ধরেছি। আসা করি আপনাদের ভাল লাগবে।
কথার আঘাত
– আব্দুর রহমান আকন
কথার আঘাত কোথায় লাগে,
দেখতে পায় না সবে,
কথার ভিতর লৌহ তীর লাগে অন্তরে,
বেদম আঘাতে মানুষ কষ্ট নাহি পায়,
কথার আঘাতে হৃদয় ফেটে রক্তাক্ত হয়,
কোকিল যত কালো হোক সুর তার মিষ্টি,
ভালোবাসা দিয়ে তুমি জগৎ কর সৃষ্টি।
কথার কষ্ট বড় কষ্ট
– মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
বুকের চাপা কষ্ট বুকেতে চেপে
চলে যাবো এক দিন দূরে বহু দূরে
সে দিন হয়তো মনের অজান্তে খুঁজবে,পাবেনা,
যে তোমাদের কাছে ছিলো,ভুলের বোঝা লয়ে।
কে চেয়েছিলাম,কি দিয়েছিলে,
কি পেয়েছিলাম,কি দিয়েছিলাম
হিসাব করিনি,
শুন্য রেখে গেলাম হিসাবের খাতা।
এই ঘর,ইটের দেয়াল,টিনের বেড়া,ঝনের ছাউনি
এই পথ, ঘাট, শহর, বন্দর ধ্বংস হবে এক দিন,
হবে নতুনের আবাস,হবে নতুন আবাদ,পাখি হয়ে হয়তো আসবো,
দেখতে তোমাদের,সে দিন তোমরাও হয়তো কোন এক পাখি হয়ে
বসবে পাশে,উড়বে আকাশে আমারি সাথে,, ডানা ঝাপটাবে,
ক্ষত বিক্ষত হবে,কারণ খুঁজে পাবেনা।
আমিও জানবোনা,বুঝবোনা, এ কষ্ট, সে কষ্টের অভিশাপ।
যা আমার ছিলোনা,ছিলো আমার কষ্ট পাওয়া আত্মার।
অপলক চেয়ে থেকেছি, নির্বাক হয়ে কেঁদেছি কতো,
বধির হয়ে শুনেছি, শত লক্ষ হাজার কথার বাণ।
প্রতিবাদে হয়েছি লাঞ্চিত,অপমানিত,হয়েছি সত্য থেকে বঞ্চিত।
কথার কষ্ট বড় কষ্ট,গায়ের কষ্ট সওয়া যায়,
ফাঁসির দড়ি,বন্ধুকের গুলি,লাঠির আঘাত,
চাবুকের মারের চেয়ে কথার গুলি,
তিলে তিলে কষ্ট দেয়,তিলে তিলে কষ্ট দেয়।
সে কষ্টটা বয়ে বেড়ায় আমার অকবিতা
আমার এলো মেলো অগোছালো কষ্টের শব্দ,
আমার মায়ের ভাষার রক্তস্নাত পংতিমালা।
যার কান্না কেউ কোন দিন বুঝেনি,বুঝবেওনা।
যদি জানতাম কষ্টের সাথে হবে নিত্য বসবাস
প্রতি দিন,প্রতি ক্ষন মরতে হবে অনিরাপদ জনপদে,
অনিরাপদ পুষ্প শয্যায়,তাই ফুলকে ভালোবাসা হয়নি আর ।
অধিকার,সে কি কোন কালে ছিলো
যখন ছিলাম সন্তান,যখন ছিলাম পিতা
যখন ছিলাম ভাই,বন্ধু,প্রতিবেশী
যখন ছিলাম কন্যা,বোন,স্ত্রী,যখন ছিলাম মা!
হে পৃথিবী,পৃথিবীর মানুষ পারোও বটে
কখন কাছে টেনে নাও,কখন ছুঁডে ফেলে দাও
নিজেও জানোনা। আপন হতে চেয়ে পর হয়ে নিলাম বিদায়।
চাওয়া ছিলোনা খুব বেশী?
এক বার যদি বুঝতে আমার নি:স্বার্থ ভালোবাসা!
মিত্র হতে গিয়ে শত্রু হয়ে নিলাম বিদায়
হে ধিকৃত জীবন,স্যালুট তোমায়
অপেক্ষা এখন বিধাতা কখন দেবেন বিদায়
তোমাদের দেখলেই এখন ভয় হয়,
পশুকে বিশ্বাস করা যায় কিন্তু মানুষের আবরণের প্রানীকে নয়!
শেষ কথা
আমি চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে কথার আঘাত নিয়ে উক্তি বাণী ও ফেসবুক স্ট্যাটাস পেতে সাহায্য করতে। আজকের পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন উক্তি বাণী ও ফেসবুক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আরও দেখুন